নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগিং শুরু করি প্রথম আলো ব্লগে \"আমার কবিতা নামে\" আমি ব্লগিং করি মূলত নিজের ভেতরে জেগে উঠা ব্যর্থতা গুলোকে ঢেকে রাখার জন্য । দুনীতিবাজ, হারামখোর ও ধর্ম ব্যবসায়িদের অপছন্দ করি ।

সাখাওয়াত হোসেন বাবন

আমার পরিচয় একজন ব্লগার, আমি সাহসী, আমি নির্ভীক, আমি আপোষহীন । যা বিশ্বাস করি তাই লিখি তাই বলি ।

সাখাওয়াত হোসেন বাবন › বিস্তারিত পোস্টঃ

তোমার আমার প্রেম

১৭ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:৪৩



তোমার আমার প্রেম যেনো চৈত্রের দুপুরের
কাঠফাটা এক পশলা রোদ্দুর,
বর্ষার দেখা না পেয়ে আবাদি জমিনের মতো
ক্রমশ শুকিয়ে চৌচির ;
তোমার আমার প্রেম যেনো গুমোট অন্ধকারে
হাতরে ফেরা কাতর এক দীর্ঘশ্বাস ;
মুক্তির প্রতীক্ষায় সমগ্র রাত্রি হেটে হেটে পৌঁছে যায় নিষিদ্ধ নগরীর কোন জলসায় ;
আলো আঁধারির খেলায় মেতে নর্তকীর নূপুরের ঝংকারে খুঁজে ফেরে
তোমার শরীরের কাব্যিক রূপ।;
তোমার আমার প্রেম যেনো কালের বিবর্তনে ইট, পাথরের
সভ্যতায় বিলুপ্ত হয়ে যাওয়া শত সহস্রাব্দের অসমাপ্ত এক পুরাণ কাহিনী
ডাকেনী যোগীনিদের নিলজ্জ হাতছানিতে পরাস্ত এক সাধু পুরুষ ।
তোমার আমার প্রেম আজকাল সাপলুডু খেলায় মত্ত ;
দিনশেষে খেলা ফেলে ক্লান্ত শরীরে ঘরে ফেরা
শত সহস্র মানুষের মুখ.... সস্তা স্নো পাউডারে
খুঁজে ফেরে জীবনের আসল রূপ।



সাখাওয়াত বাবনের কবিতা
ছবি : বীথিকা জোদ্দার
১৬।০২।২০২১

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:১৭

রাজীব নুর বলেছেন: ভালো কবিতা লিখেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.