নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগিং শুরু করি প্রথম আলো ব্লগে \"আমার কবিতা নামে\" আমি ব্লগিং করি মূলত নিজের ভেতরে জেগে উঠা ব্যর্থতা গুলোকে ঢেকে রাখার জন্য । দুনীতিবাজ, হারামখোর ও ধর্ম ব্যবসায়িদের অপছন্দ করি ।

সাখাওয়াত হোসেন বাবন

আমার পরিচয় একজন ব্লগার, আমি সাহসী, আমি নির্ভীক, আমি আপোষহীন । যা বিশ্বাস করি তাই লিখি তাই বলি ।

সাখাওয়াত হোসেন বাবন › বিস্তারিত পোস্টঃ

শুনেছি, গণতন্ত্র নাকি নিলাম হচ্ছে জলের দামে

০৮ ই মার্চ, ২০২১ দুপুর ১২:৩৩

রক্ত আছে ? রক্ত !
শুনেছি গণতন্ত্র নাকি নিলাম হচ্ছে
জলের দামে ;
নগরীর পথে পথে ধুলো মাখা ক্লান্ত পায়ে
খুঁজে ফিরি তোমায় ;
খুঁজে ফিরি মিছিল শেষে গৃহে ফেরা
জন অরণ্যে।;
কোথায় হারালে তুমি! কোথায় হারালে এমন
নিদারুণ অকালের দিনে?
রক্ত আছে ? রক্ত !
শুনেছি,গণতন্ত্র নাকি নিলাম হচ্ছে
জলের দামে ;
দর দাম ঠিক ঠাক
সাহেব, বিবিও রাজি
রক্তের গাং বয়ে গেলেও নাকি
বিক্রি হয়ে যাবে সবি...
এমন অকালের দিনে -
বড্ড খুঁজি তোমায়;
কোথায় হারালে, কোথায়
রক্ত আছে ? রক্ত !
দেবে কিছু রক্ত ....
শুনেছি গণতন্ত্র নাকি নিলাম হচ্ছে
জলের দামে ;


০৩।০৩।২০২১

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই মার্চ, ২০২১ দুপুর ১:০৪

রাজীব নুর বলেছেন: অযোগ্যরা ক্ষমতায় থাকলে সব নিলাম হয়ে যায়।

২| ০৮ ই মার্চ, ২০২১ বিকাল ৫:১১

মেহেদি_হাসান. বলেছেন: দারুণ কবিতা লিখেছেন।

৩| ০৮ ই মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:০৫

অক্পটে বলেছেন: গণতন্ত্র পুরুদ্ধারে আজ রক্তের প্রয়োজন
এটা বহু দামী তবুও করতে হবে আয়োজন।

৪| ০৯ ই মার্চ, ২০২১ রাত ১:৩৮

সোহানী বলেছেন: ভালোলাগা কবিতায়। অনেকটা হেলাল হাফিজের মতো......

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.