নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার পরিচয় একজন ব্লগার, আমি সাহসী, আমি নির্ভীক, আমি আপোষহীন । যা বিশ্বাস করি তাই লিখি তাই বলি ।
অষ্টপ্রহর নি:ঘুম যাত্রী
হঠাৎ তলিয়ে যায় গভীর নিদ্রায়
অতঃপর জেগে থাকে বিশ্ব চরাচর
মলিন বাতির তলায় জেগে আড্ডা দেয়
কয়েকটি নেড়ি কুকুর ; পথ ঘাট সব একই রকম রয়ে যায়
বহুকাল ।
হঠাৎ ! কোথাও কোথাও দু’একটা বাড়ি
তরতর করে উঠে যায় আকাশে ;
বিবর্তন আসে ধীরে ধীরে -
বিবর্তন গ্রাস করে নশ্বর পৃথিবীর অস্থিমজ্জা
বিবর্তন আসে রাজনৈতিক সাপ লুডু খেলায়
বিবর্তন আসে বাবুদের পাড়ায়
বিবর্তন আসে বেশ্যা পল্লিতে
বিবর্তন আসে গিঞ্জি বস্তিতে ;
ঝাঁঝাল দুপুরে কঙ্কণের শব্দে
পাতলা ঘুম ছুটে যায় =
অতঃপর অভাব,অনটন,কষ্ট,দীর্ঘ সহবাসে ক্লান্ত শরীর
বিবর্তনহীন লোমশ বুকে দীর্ঘকাল জমে থাকা কষ্টে
নীল হয়ে যাওয়া ;
মানে মৃত্যু ...
সাখাওয়াত বাবন
২| ১০ ই মার্চ, ২০২১ দুপুর ১২:০১
জুল ভার্ন বলেছেন: চমতকার!
৩| ১০ ই মার্চ, ২০২১ দুপুর ১:১৭
রাজীব নুর বলেছেন: ভালো কবিতা লিখেছেন।
৪| ১০ ই মার্চ, ২০২১ বিকাল ৫:২০
মেহেদি_হাসান. বলেছেন: সুন্দর কবিতা
©somewhere in net ltd.
১| ১০ ই মার্চ, ২০২১ সকাল ১০:২৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে