নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার পরিচয় একজন ব্লগার, আমি সাহসী, আমি নির্ভীক, আমি আপোষহীন । যা বিশ্বাস করি তাই লিখি তাই বলি ।
আনন্দ হবে? আনন্দ!
হবে, কারো কাছে, লাশ ঢাকার মতো এক টুকরো আনন্দ!
সারা শহর তন্নতন্ন করে খুঁজে বেড়ালাম ;
বাস টার্মিনাল, লঞ্চ ঘাট, হাট-বাজার,
স্কুল কলেজের ফাকা বেঞ্চ,
গায়ে গা ঘষে হাটার ফুটপাত,পার্ক,
হাসপাতালের মর্গ চোষে ফেললাম
কোথাও নেই ! কোঁথাও নেই!
অথচ পাহার সম শোক ঢাকার জন্য
একটুকরো নির্ভেজাল আনন্দের আজ
বড্ড বেশি প্রয়োজন!!
কারো বুক পকেটে, পাঁজরের ভাজে ভাজে কিংবা
হৃদপিণ্ডের আশেপাশে আছে কি কিছু জমানো আনন্দ?
আনন্দ হবে? আনন্দ!
হবে, কারো কাছে, লাশ ঢাকার মতো এক টুকরো আনন্দ!
চারিদিকে এতো লাশ,এতো শোক, এতো মাতম
দমবন্ধ করা করা এ সময়
এক টুকরো আনন্দ বড্ড বেশি প্রয়োজন !
হবে কারো কাছে ? আছে কি জমানো ....
বাবন
২৭.০২.২০২১
২| ১১ ই মার্চ, ২০২১ দুপুর ১:৫৪
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা লিখেছেন।
©somewhere in net ltd.
১| ১১ ই মার্চ, ২০২১ দুপুর ১:৪০
অরূপ চৌহান বলেছেন: স্বার্থের ধরায় আনন্দটাই অধরা!