নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার পরিচয় একজন ব্লগার, আমি সাহসী, আমি নির্ভীক, আমি আপোষহীন । যা বিশ্বাস করি তাই লিখি তাই বলি ।
মধ্য দুপুরে ভুতে পাওয়া প্রেমিকের মতো -
চাঁদের আলো গায়ে মেখে হেটে যাই ;
চাঁদের কিরণ সোহাগী প্রেমিকা হয়ে
নদীর জল ছুঁয়ে হৃদয়ে তার দোল দিয়ে যায় ;
সোনালী ধানে শিশ দিয়ে হাওয়া
কানে কানে বলে যায় তাহাদের কথা....
যারা চলে গেছে এই পথ ধরে ফেরেনি তারা কেউ ;
মধ্য দুপুরে এখনো মানুষ উতলা হয়!
কেউ কেউ ঘর ছেড়ে
নেমে যায় পথে -
ফেরেনা কস্মিনকালেও আর!
মধ্য দুপুরে
এখনো মানুষ নির্লজ্জের মতো
প্রেমে পরে!
মধ্য দুপুরে
কেউ কেউ নিঃশব্দে বিলীন
হয়ে যায়।।
বাবন
২১.০৩.২১
২২ শে মার্চ, ২০২১ বিকাল ৩:৫৪
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: শুভ কামনা
২| ২২ শে মার্চ, ২০২১ সকাল ১১:২৭
রাজীব নুর বলেছেন: মধ্যে দুপুরে চাঁদের আলো পাওয়া যাবে না।
২২ শে মার্চ, ২০২১ বিকাল ৩:৫৬
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: কবির কল্পনা ই কবির কাব্য । যে কবির চিন্তা, চেতনা, ভাবনা, কল্পনা যতো প্রশস্ত তিনি ততো বড় কবি ।
৩| ২২ শে মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:১১
রাজীব নুর বলেছেন: হ্যা তা ঠিক। পূর্নিমার চাঁদ নজরুলের কাছে ঝলসানো রুটি।
২৩ শে মার্চ, ২০২১ সকাল ৯:৫৬
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: সুকান্ত ভট্টাচার্য
কবিতা তোমায় দিলাম আজকে ছুটি
ক্ষুধার রাজ্যে পৃথিবী-গদ্যময়:
পূর্ণিমা-চাঁদ যেন ঝলসানো রুটি ।
©somewhere in net ltd.
১| ২২ শে মার্চ, ২০২১ সকাল ১১:২৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর কবিতা