নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার পরিচয় একজন ব্লগার, আমি সাহসী, আমি নির্ভীক, আমি আপোষহীন । যা বিশ্বাস করি তাই লিখি তাই বলি ।
১.
অতন্দ্র প্রহরীর মতো জাগি /
জাগি ভোরের প্রত্যাশায় / জানি তুমি আসবেই /
শেষ রাত্রির ভরসায় / আশা বাঁচিয়ে রাখি /
বাঁচিয়ে রাখি প্রেম / মৌনতা ভেঙ্গে
জানি একদিন / কাছে আসবেই /
২ .
ধরো;
তুমি, আমি আর আমাদের বহমান এইসব সময় /
যদি উড়ে যায় বাতাসে ধুলো হয়ে / যদি আচড়ে পরে /
অযত্নে , অবহেলায় / পরে থাকে অন্য কোথাও /
কিংবা ধরো, পরম যত্নে / এই যে আমায় আগলে আগলে রাখো /
এই যে পরম মমতায় / হাত বুলাও / মাঝ রাত্রিরে বুকে চেপে রেখে /
ফিসফিস করে বলো, ভালবাসি / ধরো এইসব যদি / হঠাৎ থেমে যায় /
যদি ধুলোর মতো উড়ে যায় / ধরো একদিন, সত্যি সত্যি
একদিন যদি পালিয়ে যাই / একেবারে নাগালের বাহিরে /
তাহলে ?
২৩ শে মার্চ, ২০২১ সকাল ১০:৫০
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: যেতেই হবে বলে । সবাই যায় । আপনি ও যাবেন .......।কোন বাধনেই বেধে রাখা যায়না বলে
২| ২৩ শে মার্চ, ২০২১ সকাল ১১:০৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: অমোঘ সত্য যেতেই হবে
৩| ২৩ শে মার্চ, ২০২১ দুপুর ১২:৪৬
আমি সাজিদ বলেছেন: ভালো হয়েছে। কবিতায় / এর ব্যবহার নিয়ে তেমন কিছু জানি না। জানাবেন।
২৪ শে মার্চ, ২০২১ সকাল ১১:০৪
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: ধন্যবাদ আপনাকে । "/ " এই সিম্বলটি পরবর্তী লাইকে বুঝাবার জন্য ব্যবহার করা হয় ।
৪| ২৩ শে মার্চ, ২০২১ দুপুর ১:১৪
রাজীব নুর বলেছেন: সহজ সরল ভাষায় খুব সুন্দর কবিতা লিখেছেন।
২৪ শে মার্চ, ২০২১ সকাল ১১:০৫
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: ধন্যবাদ
৫| ২৩ শে মার্চ, ২০২১ দুপুর ১:৪৫
নেওয়াজ আলি বলেছেন: একেবারে অন্য স্বাদের ছোঁয়া পেলাম..
২৪ শে মার্চ, ২০২১ সকাল ১১:০৫
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য
©somewhere in net ltd.
১| ২৩ শে মার্চ, ২০২১ সকাল ১০:৪৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালো লাগলো
ভালোবাসলে যাইতেন ক্যারে