নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার পরিচয় একজন ব্লগার, আমি সাহসী, আমি নির্ভীক, আমি আপোষহীন । যা বিশ্বাস করি তাই লিখি তাই বলি ।
স্বাধীনতার ৫০ নাকি
হইলো সবাই কয়
তবে কেন এখনো লাগে
ভাই হারানোর ভয়?
মুখোশ পরে কড়া নাড়ে
কোন হায়েনার দল
বাবা তুমি কাদছো ক্যানো
কোন অন্যায়ের ফল?
গুলি খেয়ে মরে মানুষ
ঝুলে কাটা তারে
বন্ধুত্ব নাকি বড় এখন
দেশ ভক্ত বলো কারে ?
স্বাধীনতার ৫০ নাকি
রেডি ভুড়ি ভোজ
অনাহারে থাকছে মানুষ
নেয় না কেউ খোজ।
চুয়াত্তরের দুর্ভিক্ষ নাকি
আসছে ওই তেড়ে
প্রাণ যদি বাচাতে চাও
পালাও দেশ ছেড়ে।
স্বাধীনতার ৫০ নাকি
হইলো সবাই কয়
তবে কেন একলা লাগে
লাগে এতো ভয়?
- সাখাওয়াত বাবন
২৬.০৩.২০২১
২| ২৬ শে মার্চ, ২০২১ রাত ১১:৩৬
রাজীব নুর বলেছেন: ভালো কবিতা।
৩| ২৭ শে মার্চ, ২০২১ দুপুর ১২:১৮
অক্পটে বলেছেন: এটাই হল একুশের কবিতা! পুলিশ ও আওয়ামী অবৈধ সন্তানেরা যে মানুষগুলো মারল এই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে রাবণ রাজ্যের এই হীংস্ররতাকে সময়ের ফ্রেমে বেধা রাখার এক অনন্য কবিতা এটি।
৪| ২৭ শে মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:১১
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: সত্য বলার, সৎ মানুষ কোথায়? সব তো দেখি নপুংসক সেজে ঘুরে বেড়ায়। খুব ভাল মন্তব্য করেছেন। শুভ কামনা।
৫| ২৭ শে মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:১২
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: ধন্যবাদ, শুভকামনা
এটা কবিতা না প্রতিবাদ
৬| ২৭ শে মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:১২
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: শুভকামনা
©somewhere in net ltd.
১| ২৬ শে মার্চ, ২০২১ রাত ৯:৩৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: সময়কে ধারন করা সাহসী কবিতা!
"প্রশ্ন করা মানা"র এই মাৎসানায় সময়ে প্রশ্ন করতেই মানুষ ভয়ে মরে!
সেখানে কে বলবে- রাজা তুই ন্যাংটো!
হতে পারতো! ৫০ এর সুবর্ণ জয়ন্তী বহু বর্ণে বর্ণিল এক উৎসব
ভিন্নমত আর বহুপথইতো সৃষ্টির সৌন্দর্য! সবাইকে নিয়ে
সকলের স্বত:স্ফুর্ততায়....
রাজপথ থাকতো কোলাহলে মূখর
সবার হাতে জাতীয় পতাকা
মূখে বিজয়ের গান...
অথচ
রাজপথ শুনশান! সীমিত চলাচল
যেন মৃত্যুপুরীর উৎসব!!!!
ফেসবুকও ছিল সীমিত আকারে
মিডিয়ায় সেল্ফ সেন্সরের মহোৎসব!
হাটহাজারীতে এ পর্যন্ত ৪ জনের মৃত্যু!
দলান্ধতার পর্দায় মনোকালারড ফেস্টিভ!
এভাবেই জাতির জনক যখন দলীয় হয়ে যায়, সার্বজনীনতা হারায়!
স্বীকার-অস্বীকার, শোধ প্রতিশোধ
ক্ষমতার আপেক্ষিকতার মাত্রায় নির্ণিত হলে
এ যুদ্ধ অন্তহীন!
লুঙ্গি টেনে রাখা এ সংস্কৃতি নিয়ে বেশিদূর যাওয়া সম্ভব নয়!
বৃত্তবদ্ধ লুপে তাই চোখে ঠুলি কলুর বলদের হাজার মাইল পরিভ্রমন!!!