নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগিং শুরু করি প্রথম আলো ব্লগে \"আমার কবিতা নামে\" আমি ব্লগিং করি মূলত নিজের ভেতরে জেগে উঠা ব্যর্থতা গুলোকে ঢেকে রাখার জন্য । দুনীতিবাজ, হারামখোর ও ধর্ম ব্যবসায়িদের অপছন্দ করি ।

সাখাওয়াত হোসেন বাবন

আমার পরিচয় একজন ব্লগার, আমি সাহসী, আমি নির্ভীক, আমি আপোষহীন । যা বিশ্বাস করি তাই লিখি তাই বলি ।

সাখাওয়াত হোসেন বাবন › বিস্তারিত পোস্টঃ

ঈদের ছুটিতে বাড়ি যাবো, বারন টারন করো না

১১ ই মে, ২০২১ সকাল ১১:০৮



ঈদের ছুটিতে বাড়ি যাবো
বারন টারন করো না ;
তাবিজ কবজ সঙ্গেই আছে
ভয় করি না করোনা।

জমানো টাকা ভেঙ্গে খাচ্ছি
তখন তো কেউ দেখো না
ইচ্ছে হলেই শপিং এ যাচ্ছো
তোমরা ও তো বারন মানছো না।

ছেলের হাসি, মেয়ের খুশি
বেশি কিছু তো চাই না
ঈদের ছুটিতে বাড়ি যাবো
করোনা ফরোনা ডরাই না।

স্বল্প আয়ের মানুষ মোরা
গতরে খেটে খাই
করোনা হলে মরে যাবো
তবু বাড়ি যাওয়া চাই।।

সাখাওয়াত বাবন
০৮.০৫.২০২১

মন্তব্য ৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১১ ই মে, ২০২১ দুপুর ১২:৫৬

এম ইসলাম বলেছেন: অনেক ধন্যবাদ। সুন্দর সময়োপযোগী ছড়া। ....
তবে বিভিন্ন লাইনে ছন্দের সামান্য কিছু অমিল বা ঘাটতি আছে- খেয়াল করলাম। তাই নিজস্ব অভিজ্ঞতার আলোকে ছন্দগুলো একটু বদলে দিলাম, নীচের মতো করে .... !
বর্তমান সময়ের সাথে সঙ্গতিপূর্ণ সুন্দর ভাবধারার এমন একটি ছড়ার জন্য আপনাকে আবারও ধন্যবাদ।



ঈদ-ছুটিতে বাড়ি যাবো
....... ....... ..... ......

ঈদ-ছুটিতে বাড়ি যাবো
বারন টারন করো না,
তাবিজ কবজ সঙ্গে আছে
ভয় করি না করোনা।

জমানো টাকা ভেঙ্গে খাচ্ছি
তখন তো কেউ দেখো না-
ইচ্ছে হলেই করছো শপিং
তুমিও বারন মানছো না !

ছেলের হাসি, মেয়ের খুশি
বেশি কিছুতো চাই না-
ঈদ-ছুটিতে বাড়ী যাবো
মৃত্যুকে ড’রাই না !

স্বল্প আয়ের মানুষ মোরা
গতর খেটে খাই,
করোনা হলে মরবো তবু-
বাড়ি যাওয়া চাই ।

.......................

২| ১১ ই মে, ২০২১ দুপুর ২:০৯

রাজীব নুর বলেছেন: আসলে বাড়ি যাওয়াতে কোনো সমস্যা নাই। কিন্তু সমস্যা হলো আমাদের দেশের লোকজন স্বাস্থ্যবিধি মানছে না।

৩| ১১ ই মে, ২০২১ দুপুর ২:৩২

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে

৪| ১১ ই মে, ২০২১ বিকাল ৩:৫৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বাড়ি যান ক্ষতি নাই
তবে খেয়াল রাখবেন
ঈদ যাত্রা যেন শব যাত্রা
না হয়।
এটা আমার কথা নয়
বলেছেন শিক্ষামন্ত্রী

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.