নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার পরিচয় একজন ব্লগার, আমি সাহসী, আমি নির্ভীক, আমি আপোষহীন । যা বিশ্বাস করি তাই লিখি তাই বলি ।
টুকরো টুকরো প্রতিবাদগুলো
দানা বেধে একসময় দাবানল হয়ে যায়;
বিশৃঙ্খল জীবনের ইতি টেনে -
নির্লোভ খেটে খাওয়া মানুষগুলো
সিনা টান করে ঠিক ঠাক দাড়িয়ে যায় ...
তপ্ত সিসা বুক পেতে নিতে তখন
তারা আর ভয় করে না ;
ক্ষমতার মোহে অন্ধ তুমি
কাকে চোখ রাঙ্গাও ? কাকে ভয় দেখাও ?
শুনতে পাচ্ছো কি? শুনতে পাচ্ছো না ....
ওই যে ঘণ্টা বাজছে, ওই যে তারা আসছে
এখনো সময় আছে রক্ত চক্ষু সামলে রাখো
গুটিয়ে ফেলো নিলজ্জ হাতিয়ার ......।
ভুলে যেও না হাতিয়ার মানুষ চেনে না
শক্র, মিত্রের ফারাক বুঝে না ;
তপ্ত সিসার কোন ধর্ম নেই
শরীর পেলেই সে রক্ত ঝরায় ।
সাখাওয়াত বাবন
১৫০।০৬।২০২১
২| ১৫ ই জুন, ২০২১ সন্ধ্যা ৭:৫৯
কামাল১৮ বলেছেন: কবিতার পরতে পরতে আছে সংগ্রামের কথা।শ্রেনী চেতনার কথা,স্বপ্নের কথা।
৩| ১৫ ই জুন, ২০২১ রাত ১০:২৬
জটিল ভাই বলেছেন:
শেষটা অনেক মূল্যবাণ কথা!
সুন্দর
©somewhere in net ltd.
১| ১৫ ই জুন, ২০২১ বিকাল ৩:৫৩
আলমগীর সরকার লিটন বলেছেন: খুব সুন্দর এভাবে আর হোক কবি দা