নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগিং শুরু করি প্রথম আলো ব্লগে \"আমার কবিতা নামে\" আমি ব্লগিং করি মূলত নিজের ভেতরে জেগে উঠা ব্যর্থতা গুলোকে ঢেকে রাখার জন্য । দুনীতিবাজ, হারামখোর ও ধর্ম ব্যবসায়িদের অপছন্দ করি ।

সাখাওয়াত হোসেন বাবন

আমার পরিচয় একজন ব্লগার, আমি সাহসী, আমি নির্ভীক, আমি আপোষহীন । যা বিশ্বাস করি তাই লিখি তাই বলি ।

সাখাওয়াত হোসেন বাবন › বিস্তারিত পোস্টঃ

ছবি ব্লগ - বৃক্ষ,চাঁদ ও পাখির গল্প

২২ শে জুন, ২০২১ দুপুর ১:৪৪

"টিকে থাকার যুদ্ধ" এভাবেই জীবনের একটি অংশে অন্ধকার অন্য অংশে আলো। এভাবেই বড়দের সাথে যুদ্ধ করে ছোটদের টিকে থাকতে হয় ।

ছবি ব্লগের জন্য পোস্টটি পড়ে খুব উত্তেজনা বোধ করছি । আধুনিক এ যুগে যে জিনিষটি সব চাইতে সহজ লোভ্য হয়েছে সেটি ছবি তোলা । নাগরিক জীবনের ফাকে ফাকে আমরা সুযোগ পেলেই ছবি তুলে । ছবি ব্লগের পোষ্ট দাতা ও আয়োজকদের জন্য রইলো অনেক অনেক শুভ কামনা । পুরস্কার জেতা বড় কথা নয় অংশ গ্রহণ ই বড় কথা । এ ধরনের আয়োজন আরো বেশি বেশি হওয়া উচিত বলে আমি মনে করি । আশা করি সকলেই এ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করবেন ।

"জীবন ও জীবিকা" এভাবেই চলছে জীবন ।

"কাক ও বৃক্ষ" এভাবেই আমাদের জীবন কেটে যায় । দিন শেষে আমরা সবাই একা ।

"অপেক্ষা" কেন আশায় বাধী বুক ? এভাবেই অপেক্ষায় থাকি আমরা সবাই, হয় জীবন না হয় মৃত্যুর ।

"অপেক্ষা" এভাবেই আশায় থাকি আমরা ।


"মেঘরাজ" মেঘ দেখে কেউ করিস না ভয় আড়ালে তার সূর্য হাসে ।

চাদ ও ছায়া

মেঘে ঢাকা চাদ ।


"লক ডাউন"

"প্রত্যাশা" করোনা মহামারীর কারণে দীর্ঘদিন স্কুল কলেজ বন্ধ থাকায় শিশুদের মানসিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে । চোখে মুখে হতাশা ও প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছে এক শিশু ।

"পাড়াপাড়" করোনার কারণে লক ডাউনের কবলে পুরো বিশ্ব । নিম্ন আয়ের মানুষের জীবন যাত্রার মান দ্রুত কমে যাচ্ছে । লক ডাউনের কারণে সব বন্ধ থাকলেও জীবন থেকে থাকেনা । বুড়িগঙ্গা নদীতে যাত্রীর অপেক্ষায় এক মাঝি । তীরে ভিড়তে পারছে না পুলিশের ভয়ে । যাত্রী পেলে টুপ করে পাড়ে এসে যাত্রী নিয়েই চলে যাচ্ছে নদীতে । আমাদের সকলের জীবন যেনো ঝুলে আছে এপার ও পাড়ের মাঝে ।

"মুক্তি" আবার হেসে উঠবে পৃথিবী । সকলে ব্যস্ত হয়ে যাবে আপনা লয়ে ।

মন্তব্য ২৭ টি রেটিং +১২/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ২২ শে জুন, ২০২১ দুপুর ২:১৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালো লাগলো ছবি ব্লগ।

২২ শে জুন, ২০২১ দুপুর ২:১৮

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: ধন্যবাদ , ভেবে ছিলাম আমি ছাড়া আর কারো ভাল লাগবে । শুভ কামনা আপনার জন্যে

২| ২২ শে জুন, ২০২১ বিকাল ৪:০০

মোঃমোজাম হক বলেছেন: কাক ও বৃক্ষ এবং লকডাউন ছবি দুইটা ভাল লেগেছে

২৪ শে জুন, ২০২১ সকাল ১১:১৫

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ

৩| ২২ শে জুন, ২০২১ বিকাল ৪:১৯

সামিয়া বলেছেন: সুন্দর ছবি

২৪ শে জুন, ২০২১ সকাল ১১:১৫

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: ধন্যবাদ

৪| ২২ শে জুন, ২০২১ বিকাল ৪:৪৭

ঢুকিচেপা বলেছেন: এত অল্প ছবি কেন ? আরো ছবি যোগ করেন।

শুভকামনা রইল।

২৪ শে জুন, ২০২১ সকাল ১১:৫৫

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: নতুন ছবি যোগ করা হলো , অনেক অনেক ধন্যবাদ ও শুভ কামনা আপনার জন্য

৫| ২২ শে জুন, ২০২১ বিকাল ৫:৫৫

মোহামমদ কামরুজজামান বলেছেন: আমাদের দৈনন্দিন জীবনের এবং আশেপাশের পরিবেশ ও প্রকৃতির খুবই সহজ-সরল ছবি।

সাফল্যের প্রত্যাশায় -

২৪ শে জুন, ২০২১ সকাল ১১:১৭

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ

৬| ২৩ শে জুন, ২০২১ সকাল ১১:৩০

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সুন্দর সুন্দর যতসব মুগ্ধকরা ছবি।

২৪ শে জুন, ২০২১ সকাল ১১:১৭

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও শুভ কামনা আপনার জন্য

৭| ২৪ শে জুন, ২০২১ রাত ১০:২৬

ঢুকিচেপা বলেছেন: নতুন সংযোজন করা ৩টা ছবিই চমৎকার তবে "লক ডাউন" ইউনিক একটা ছবি হয়েছে।

২৯ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:১৪

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: ধন্যবাদ

৮| ২৪ শে জুন, ২০২১ রাত ১১:১২

করুণাধারা বলেছেন: চমৎকার সব ছবি। প্রত্যাশা শিরোনামের ছবির বিষয় আর ছবি দুটোই অসাধারণ, দেখে দীর্ঘশ্বাস ফেললাম। এই ছবির নাম হতাশাও হতে পারতো...

শুভকামনা।

২৯ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:১৬

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ । এই পোস্টের কথা ভুলেই গিয়েছিলাম হঠাত দেখে ফিরে এলাম । আবারো ধন্যবাদ ও শুভকামনা আপনার জন্য

৯| ২৫ শে জুন, ২০২১ রাত ১২:৩০

ঢুকিচেপা বলেছেন: উপরে ভুল হয়ে গেছে ওটা “লক ডাউন” না হয়ে হবে “প্রত্যাশা”।

২৯ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:১৬

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: জ্বি ধন্যবাদ , শুভ কামনা আপনার জন্য

১০| ২৫ শে জুন, ২০২১ রাত ১:০২

অপু তানভীর বলেছেন: চমৎকার ছবি গুলো । বিশেষ করে কাক ও বৃক্ষ টা

২৯ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:১৭

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: আমার কাছেও ওটা ভাল লেগেছে , শুভকামনা ভাই

১১| ২৬ শে জুন, ২০২১ বিকাল ৪:০৮

মহাজাগতিক চিন্তা বলেছেন: সুন্দর

১২| ০৪ ঠা জুলাই, ২০২১ সকাল ৯:২৯

অপু তানভীর বলেছেন: পছন্দের কিছু ছবি নিয়ে একটা ছবি ব্লগে আপনার একটি ছবি ব্যবহার করেছি সুত্র উল্লেখ করেই। পোস্টটিতে আপনার যদি আপত্তি থাকে তাহলে অনুরোধ থাকবে সেটা জানানোর।
অগ্রিম ধন্যবাদ।

২৯ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:১৮

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: কোন আপত্তি নেই ভাই , লিংক দেবেন মন্তব্য করবো । শুভ কামনা রইলো

১৩| ০৪ ঠা জুলাই, ২০২১ রাত ১১:০৯

শেরজা তপন বলেছেন: আপনার ছবি প্রাথমিকভাবে নির্বাচিত হবার জন্য অভিনন্দন

প্রত্যাশা ফটোগ্রাফটা আমার ব্যক্তিগতভাবে ভাল লেগেছিল-তবে বিচারকের রায়-ই শেষ কথা।

* মন্তব্যের উত্তর দেয়া উচিৎ

২৯ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:১৪

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: আপনাকেও ধন্যবাদ , দু:খিত সময় মতো উত্তর না দেবার জন্য । ব্যস্ততার করণে পোস্ট দেওয়ার পর হাওয়া হয়ে গিয়েছিলাম ভাই । ভাল থাকুন

১৪| ০৬ ই জুলাই, ২০২১ রাত ১২:৫৭

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: "অপেক্ষা" এভাবেই আশায় থাকি আমরা ।

......................................................................
ভালো লাগল
অংশগ্রহনের জন্য আপনাকে ধন্যবাদ ।

২৯ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:২০

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: হ্যা , এ আশায় ই আমাদের বাচিয়ে রাখে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.