নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগিং শুরু করি প্রথম আলো ব্লগে \"আমার কবিতা নামে\" আমি ব্লগিং করি মূলত নিজের ভেতরে জেগে উঠা ব্যর্থতা গুলোকে ঢেকে রাখার জন্য । দুনীতিবাজ, হারামখোর ও ধর্ম ব্যবসায়িদের অপছন্দ করি ।

সাখাওয়াত হোসেন বাবন

আমার পরিচয় একজন ব্লগার, আমি সাহসী, আমি নির্ভীক, আমি আপোষহীন । যা বিশ্বাস করি তাই লিখি তাই বলি ।

সাখাওয়াত হোসেন বাবন › বিস্তারিত পোস্টঃ

এসো তুমি,আমি সক্কলে মিলে/ লক ডাউন, লক ডাউন খেলি

২৭ শে জুন, ২০২১ দুপুর ১২:১৩


লক ডাউন মানে / যেই লাউ, সেই কদু,/
গরীবের কষ্ট বাড়ে শুধু / মরে মরুক,যদু মধু /

নেতা,কাঁথা,ব্যবসায়ী আহহ.... /
যমের অরুচি/ তারাই আছে সুখে /
মনে তাদের কত সুখ / দ্রব্য মূল্য আকাশ ছোঁয়া /
করোনা ? সে আবার এমন কি অসুখ? /

সময়ের সুবিধাভোগী / আমলারা ভাবে /
দেশটা তো তাদের / জনগণ ই না দেশে
উমাইন্না থাকে / তবে, এতো কথা কিসের /
হয় করোনা না হয় মরো বিষে /

স্বাস্থ্য মন্ত্রণালয়ের ব্যস্ততা কত /
সারাদিন প্রচার করে, মাস্ক পরো, মাস্ক পরো /
যতো মাস্ক ততো লাভ / ২ টাকার মাস্ক কেনা হয় ৩৭৬ টাকা ধরে /
বোকা জনগণ কিছুতেই বুঝতে চায় না /
বাংলাদেশে এখন টাকা গাছে ধরে /
কত্ত পরিশ্রম, কত্ত কষ্ট তাদের /
আস্ত একটা হাসপাতাল উদাও /
এ কি / চাট্টিখানি কথা? /
শুনলে যাদের মাথা ঘুরায় / বুকে লাগে ব্যথা /
তারা করোনায় মারা যাও /

ভেবো না এ সবই ফাকা বুলি/
এসো তুমি,আমি সক্কলে মিলে/
লক ডাউন, লক ডাউন খেলি /
ফুলে উঠছে পকেট /
বাড়ছে সম্পদ আর নারী /
প্রতিবাদ করলেই মনে রেখো, ছাড়তে হবে ঘর /
ছাড়তে হবে বাড়ি... /
লক ডাউন

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুন, ২০২১ দুপুর ১:২৮

মাকার মাহিতা বলেছেন: চমৎকার বর্ননা।
আমি যেমনটা আশা করছিলাম।
আজকে আমার একটা পোস্ট আছে, সময় থাকলে ঢুঁ মারতে পারেন।

" উম্মাইন্না " মানে কি ব্রো?

২| ২৭ শে জুন, ২০২১ বিকাল ৪:০৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালো লাগলো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.