নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগিং শুরু করি প্রথম আলো ব্লগে \"আমার কবিতা নামে\" আমি ব্লগিং করি মূলত নিজের ভেতরে জেগে উঠা ব্যর্থতা গুলোকে ঢেকে রাখার জন্য । দুনীতিবাজ, হারামখোর ও ধর্ম ব্যবসায়িদের অপছন্দ করি ।

সাখাওয়াত হোসেন বাবন

আমার পরিচয় একজন ব্লগার, আমি সাহসী, আমি নির্ভীক, আমি আপোষহীন । যা বিশ্বাস করি তাই লিখি তাই বলি ।

সাখাওয়াত হোসেন বাবন › বিস্তারিত পোস্টঃ

জুন - জুলাই

২৯ শে জুন, ২০২১ সকাল ১০:৩৫

জুন জুলাই যায়
চড়ুইদের মতো ফুড়ুৎ করে ডানা ঝাপটে,
পাপোষ শুকাতে দেওয়া দেয়ালের কার্নিশে বসে
ফিরে তাকায়, বেশি দূর উড়ে যেতে পারে না
শুকনো নড়বড়ে বাসাটির মায়ায়
ফিরে ফিরে আসতে হয় ;
মাথার উপর দিয়ে সূর্য পূব থেকে পশ্চিমে হেলে পরে
জুন জুলাই যায়..

তোমার চোখের কাজল আজ
একটু অন্যরকম ;
আলো আধারিতে দেখা সেই মুখ, সেই শরীর যা
এখনো সুপ্ত আগ্নেয়গিরির মতো
উত্তাপ ছড়ায় ; হঠাৎ দিনের আলোয় তা
অচেনা লাগে ....।

জুন জুলাই যায়
দানবের মতো,ঝড়ের মতো,
সুনামির মতো ছোটাছুটি করে আমায় ঘিরে ;
হয়তো চিৎকার করে কিছু বলে,
আতংক ছড়ায়,দাঁত ক্যালিয়ে হাসে
অচেনা পদ শব্দে চমকে চমকে উঠি
ভাবি এই এলে বুঝি!

জুন জুলাই যায়
সর্বক্ষণ বুকের ভেতর
গির্জার ঘণ্টার মতো বেজে চলা,
সমুদ্রের ঢেউয়ের মতো,
আছড়ে পরা স্রোতের মতো অনুভূতিগুলো
এখন খুব সাবধানী, ধীর স্থির,
শিকারির মতো প্রতীক্ষায়।

জুন জুলাই যায়.....
তুমি ও নিশ্চয়ই আমার মতো ক্যালেন্ডারের পাতায়
চোখ রেখে ভাবো জুন জুলাই যায় জন্মের মতো

বাবন
২৮.০৬.২১

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৯ শে জুন, ২০২১ সকাল ১১:২৯

আলমগীর সরকার লিটন বলেছেন: বাহ সুন্দর ভাবনার প্রকাশ কবি দা

২| ০২ রা নভেম্বর, ২০২১ রাত ১১:৪১

খায়রুল আহসান বলেছেন: জুন জুলাই চলে গেল,
কবিতাটি র'য়ে গেল।
না জানি কী কথা হয়েছিল,
জুন জুলাই কেবল সাক্ষী ছিল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.