নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগিং শুরু করি প্রথম আলো ব্লগে \"আমার কবিতা নামে\" আমি ব্লগিং করি মূলত নিজের ভেতরে জেগে উঠা ব্যর্থতা গুলোকে ঢেকে রাখার জন্য । দুনীতিবাজ, হারামখোর ও ধর্ম ব্যবসায়িদের অপছন্দ করি ।

সাখাওয়াত হোসেন বাবন

আমার পরিচয় একজন ব্লগার, আমি সাহসী, আমি নির্ভীক, আমি আপোষহীন । যা বিশ্বাস করি তাই লিখি তাই বলি ।

সাখাওয়াত হোসেন বাবন › বিস্তারিত পোস্টঃ

হিংসা বা ঈর্ষা হচ্ছে মানুষের সহজাত প্রবৃত্তি

০৩ রা জানুয়ারি, ২০২২ বিকাল ৪:০৫



কথায় আছে , "বন্ধু ফেল বা অকৃতকার্য হলে কষ্ট লাগে কিন্তু বন্ধু প্রথম বা ফাস্ট হলে আরো বেশি কষ্ট লাগে। " এই কষ্ট লাগার বিষয়টি হচ্ছে, হিংসা বা ঈর্ষা । অন্যের উন্নতি ও নিজের ব্যর্থতা আমাদের অনেক ক্ষেত্রে ব্যথিত ও হতাশ করে। আর তা যদি হয় নিজেস্ব গন্ডির মধ্যে তাহলে অন্যের সাফল্যে নিজের ব্যর্থতা বিশেষ বেদনার সৃষ্টি করে৷ যা হজম করা খুব সহজ নয়। অথচ হাত পা বাধা কিছু করার থাকেনা। ফলে সব রাগ ক্ষোভ এসে পরে নিজের উপর।
এই হিংসা বা ঈর্ষা হচ্ছে, মানুষের সহজাত প্রবৃত্তি । শুধু মানুষ বলছি কেন ? সৃষ্টি জগতের কোন জীবই এ থেকে মুক্ত নয় । আমাদের মানসিকতা হচ্ছে, কেউ আমার ছাড়িয়ে যেতে পারবে না । মেধা,মনন,যোগ্যতায় সবাই হয় কাছাকাছি থাকবে নয়তো নিচু থাকবে কিন্তু এগিয়ে গেলে সেটা হবে অসমর্থন যোগ্য,বেদনাময় । মুখে যে যাই বলুক না কেন অন্যের সাফল্যের গল্প শুনতে কারো্‌ই ভাল লাগে না। কেন লাগে না ? কেন আমরা অন্যের কোন ভাল কিছু সহ্য করতে পারিনা ? এ ব্যাপারে আপনি কি ভাবছেন ? আছে কি কোন সঠিক উত্তর আপনার জানা ?


মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৩ রা জানুয়ারি, ২০২২ বিকাল ৪:১৯

আলমগীর সরকার লিটন বলেছেন: সুন্দর বলেছেন তবে রক্ত লাল ঠিক আছে কিন্তু মন কিন্তু একটু অলাধা সবার মন কিন্তু এক নয়----ভাল থাকবেন

০৩ রা জানুয়ারি, ২০২২ রাত ৮:২৩

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: হ্যা, সবাই এক নয়, কিন্তু মুখে যতোই নিখুঁত অভিনয়ের চিত্র ফুটিয়ে তুলি না কেন বুকে ঠিক ই চিনচিনে ব্যথা অনুভুত হয়।

২| ০৩ রা জানুয়ারি, ২০২২ বিকাল ৪:৪৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: এই সমস্যার সহজ কোনো সমাধান নেই, না থাকার কারণ ষড়রিপুরা সবসময় সচল। সাধ্যসাধনায় সাধক হতে হলে রিপুদেরকে নিয়ন্ত্রণ করতে হয়, যা অত্যন্ত কঠিন।

০৩ রা জানুয়ারি, ২০২২ রাত ৮:২৪

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: খুব ভাল বলেছেন....

৩| ০৩ রা জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৩৭

জ্যাকেল বলেছেন: ঈর্ষা মানুষের উচ্চতর সিদ্দিলাভের পথের অন্যতম বড় পরিক্ষা। সহজাত ভাবতে পারেন কিন্তু ইহা আসলে শয়তানের এক বড় অস্ত্র মানুষকে বিপথে চালনা করার জন্য।

০৩ রা জানুয়ারি, ২০২২ রাত ৮:২৫

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: ঈষার কারণে অনেক সাফল্য ও আসে। হ্যা ঈষা শয়তানের একটি শক্তিশালী হাতিয়ার। খুব ভাল বলেছেন

৪| ০৩ রা জানুয়ারি, ২০২২ রাত ৮:৪৯

সোবুজ বলেছেন: হীনমন্যতার কারনে এমনটা হয়।

০৪ ঠা জানুয়ারি, ২০২২ সকাল ১০:১০

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: শুধু মাত্র হীনমন্যতা এর জন্য দায়ী বলে মনে হয় না । এর সাথে আরো অনেকগুলো বিষয় রয়েছে ..

৫| ০৩ রা জানুয়ারি, ২০২২ রাত ১০:৫৭

রাজীব নুর বলেছেন: সেদিন কে যেন বলল- কারো সাফল্য দেখে যদি আপনার ভালো না লাগে, হিংসা হয়- তাহলে বুঝে নিন আপনি ছোটলোক।

০৪ ঠা জানুয়ারি, ২০২২ সকাল ১০:১০

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: একমত নই , তবে কথাটা ফেলে দেওয়ার মতো ও নয়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.