নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার পরিচয় একজন ব্লগার, আমি সাহসী, আমি নির্ভীক, আমি আপোষহীন । যা বিশ্বাস করি তাই লিখি তাই বলি ।
মধ্য বয়স্ক জীবনে প্রেম ঝুলে থাকে
ঝুল বারান্দায় ঝুলনা হয়ে ;
রোদ, বৃষ্টি, মেঘে রং ঝলসে যাওয়া
তক্তপোষের মতো সে শুষে নিতে পারে সব।
মোটা ফ্রেমের ফাঁক গলে যতটুকু
আলো প্রবেশ করে - ক্ষত চিহ্ন তার চেয়েও
ঢের বেশি গভীর ! কোন প্রলেপেই
সে আর পায় না খুঁজে পূর্বের রূপ।
মধ্য বয়সে কেউ কেউ হয়ে উঠে পাকা অভিনেতা
পাক ধরা চুলের ভাজে কলপ ঘষার মতো
হুট হাট দুঃখ, কষ্ট লুকিয়ে ফেলে
দিব্যি করে যায় সুখী মানুষের অভিনয় !
মধ্য বয়স্ক সময়টা বড্ড বেশি গোলমেলে
মানুষ চিনতে পারে এ সময় নিজেকে ,
আপন পরের ব্যবধানগুলো ঘুচে যায় ক্রমশ
মধ্য বয়স্ক জীবনে নারী, পুরুষ
কেউ কেউ বেছে নেয় সন্ন্যাস জীবন ।।
১২।০১।২০২২
০৯ ই জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৩৯
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: অনেক অনেক শুভ কামনা দাদা
২| ০৯ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৫:১৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: বাহ বেশ হয়েছে কবিতা
০৯ ই জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৩৮
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: ধন্যবাদ শুভকামনা
৩| ০৯ ই জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৪৩
কালো যাদুকর বলেছেন: একটি ব্যার্থ প্রেম জীবনে ঘটে গেলে মধ্যবয়সে সময়টি বেশ ভাল কাটে - কোথায় যেন শুনেছিলাম। আপনার কাটি বেশ সুনর করে মধ্যবয়সের " চেহারা "` ফুটিয়ে তুলেছে ৷
০৯ ই জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৫৩
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: সময় ও কালের বিবর্তনে ব্যর্থ প্রেমের যন্ত্রণাও ফিকে হয়ে আসে। তবে মধ্য বয়সের প্রেম হয় সর্বগ্রাসী সব কিছু তচনচ করে দিয়ে যায়। মধ্য বয়সে খড় কুটো আকড়ে হলেও মানুষ নিজেকে ফিরে পেতে চায়।
অনেক অনেকে শুভ কামনা।
৪| ০৯ ই জানুয়ারি, ২০২২ রাত ৮:০৩
শেরজা তপন বলেছেন: চমৎকার! মধ্যবয়সে ঠিক এমনই হয়
০৯ ই জানুয়ারি, ২০২২ রাত ৮:৩১
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: কেউ কেউ বেছে নেয় সন্যাস জীবন, শুভ কামনা প্রিয়
©somewhere in net ltd.
১| ০৯ ই জানুয়ারি, ২০২২ দুপুর ২:২৮
আলমগীর সরকার লিটন বলেছেন: বেশ ভাবনাময় প্রকাশ কবি দা