নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগিং শুরু করি প্রথম আলো ব্লগে \"আমার কবিতা নামে\" আমি ব্লগিং করি মূলত নিজের ভেতরে জেগে উঠা ব্যর্থতা গুলোকে ঢেকে রাখার জন্য । দুনীতিবাজ, হারামখোর ও ধর্ম ব্যবসায়িদের অপছন্দ করি ।

সাখাওয়াত হোসেন বাবন

আমার পরিচয় একজন ব্লগার, আমি সাহসী, আমি নির্ভীক, আমি আপোষহীন । যা বিশ্বাস করি তাই লিখি তাই বলি ।

সাখাওয়াত হোসেন বাবন › বিস্তারিত পোস্টঃ

সাখাওয়াত বাবনের নির্বাচিত প্রেমের কবিতা

০১ লা ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:৫৭

ছবি : আমার নিজের তোলা , লোকেশন পদ্মা

যে দিন যায় সে দিন কি একেবারেই যায়

যে দিন যায় সে দিন কি
একেবারেই যায়?
এই যে শীত গিয়ে বর্ষা এলো
শরৎ গিয়ে হেমন্ত ছুলো
ঘাটের নৌকা নগর, বন্দর,শহর ঘুরে ঘাটে এলো
পাড়ার বুড়োটাও মরতে মরতে ফিরে এলো ;
লোকাল ট্রেনের মতো জানুয়ারি গড়িয়ে গড়িয়ে
রক্তাক্ত ফেব্রুয়ারি নিয়ে এলো
সেই যে আসছি বলে গেলে কই আর তো ফিরে এলে না!
রোগে ভোগা রাত্রির মতো
প্রতীক্ষার পালা দীর্ঘ হয় ক্রমশ অথচ সূর্য উঠে না ....
যে দিন যায় সে দিন কি
একেবারেই যায়?

বাবন
৩১.০১.২২

মন্তব্য ১৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০১ লা ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১১:৩৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর কবিতা

০১ লা ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৪:১১

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: ধন্যবাদ , শুভ ব্লগিং

২| ০১ লা ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১১:৪০

শায়মা বলেছেন: দিনগুলো একেবারেই যায় হয়ত কিন্তু মন পড়ে থাকে একইখানে। :(

০১ লা ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৪:১২

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: তবুও সে রেখে যায় অনেক কিছু ...........।

৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:৪১

মরুভূমির জলদস্যু বলেছেন: কবিতা ভালো হয়েছে, ছবিটা পছন্দ হয়েছে।

০১ লা ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৪:১৪

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: ধন্যবাদ , শুভ ব্লগিং

৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৩:১৭

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:


দিন একেবারেই যায় ঠিক, তবে সাথে নিয়ে যায় মনের কিছু অংশ।

আপনের বাড়ি কি পদ্মার ওপাড়ে?

০১ লা ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৪:১৪

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: হ্যা , পদ্মা পাড়িয়েই যেতে হয় , ছবিটি অফিসের কাজে খুলনা যেতে তুলেছিলাম ।

৫| ০১ লা ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:৩৩

তানীম আব্দুল্লাহ্ বলেছেন: নির্বাচিত প্রেমের কবিতা - ব্যাপারটা কিভাবে ঘটে ?
নিজের লেখা নিজেই নির্বাচন করেন ?
নিজের লেখার তুলনা নিজেই কিভাবে করে কবিরা ?
একইদিনে কয়েকটা কবিতা লিখে একটা নির্বাচন করা হলে বাকি লেখাগুলি অনির্বাচিত হিসেবে প্রকাশ করা যায়না কি ?

ছবিটা সুন্দর ।
ডুবন্ত সূর্য স্পিডবোর্ডকে পানিতে ভাসিয়ে নিয়ে যাচ্ছে ।

০২ রা ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:০৪

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: মাত্র ৩টি পোস্ট করে যদি নিজেকে ব্লগার ভাবা যায় তাহলে একজন মানুষ কেন ২ হাজারের উপর কবিতা লিখে নিজের কবিতা নির্বাচন করতে পারবেন না ? সত্যি বলতে , মন্তব্য করার আগে আমাদের একটি ভাবা উচিত । অসুবিধা নেই ১০০ পোস্ট দিন ততোদিনে শিখে যাবেন ।

ছবির প্রশংসা করা জন্য ধন্যবাদ । শুভ ব্লগিং

৬| ০২ রা ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:২৭

নীল আকাশ বলেছেন: আপনার উপরের প্রতি মন্তব্য কিছু অহংকারমূলক।
কারো ব্লগে লেখা কম পোস্ট থাকা মানে যে সে নিজে কম লিখেছে এটা ঠিক না। ব্লগে অনেকে আছেন যারা কম পোস্ট করেন।
এখানে নির্বাচিত মানে আপনার পছন্দ বলে দিলেই হতো।
মন্তব্য করার আগে আমাদের একটি ভাবা উচিত। - আপনি কি ভেবে করেছেন?

৭| ০২ রা ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১১:৩০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সুন্দর কবিতা। হ্যা দিন একেবারেই যায়, রেখে যায় স্মৃতি।

০২ রা ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:৩০

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: শুভ ব্লগিং

৮| ০২ রা ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:১৯

রাজীব নুর বলেছেন: অতি মনোরম হয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.