নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগিং শুরু করি প্রথম আলো ব্লগে \"আমার কবিতা নামে\" আমি ব্লগিং করি মূলত নিজের ভেতরে জেগে উঠা ব্যর্থতা গুলোকে ঢেকে রাখার জন্য । দুনীতিবাজ, হারামখোর ও ধর্ম ব্যবসায়িদের অপছন্দ করি ।

সাখাওয়াত হোসেন বাবন

আমার পরিচয় একজন ব্লগার, আমি সাহসী, আমি নির্ভীক, আমি আপোষহীন । যা বিশ্বাস করি তাই লিখি তাই বলি ।

সাখাওয়াত হোসেন বাবন › বিস্তারিত পোস্টঃ

ব্লগিও ক্যাচাল

০২ রা ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:১১


আলহামদুল্লিলাহ্ মডার্নের ৩য় ডোজ টিকা নিয়ে এলাম । হায়াত, মৌত, রিজিক, দৌলতের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা । তিনি যাকে ইচ্ছে সম্মানিত করেন যাকে ইচ্ছে অপমানিত করেন । তিনিই রিজিকদাতা । আমরা শুধু চেষ্টা করতে পারি । তাই চেষ্টা না করলে কিছু হবে না আবার যা হবার সেটা এমনিতেই হবে । যদি উদাহরণ দিয়ে বোঝাতে যাই , তাহলে বলতে হয় , এক সময় আমেরিকায় যাওয়ার জন্য অনেক চেষ্টা করেছি ( অবশ্যই বৈধ উপায়ে । ) অনেকবার ডিভি লটারি ফিলাপ করেছি । কিন্তু আমার হয়নি কিন্তু এমন ও অনেক লোককে চিনি যারা ঢাকা শহরের মুখ দেখে নাই প্রত্যন্ত গ্রাম থেকে ডিভি আবেদন করে লটারি জিতে আজ আমেরিকার নাগরিক । সবই আসলে ভাগ্য । আমরা আসলে ভাগ্যের সাথে পারি না । সবার উপড়ে তার সিদ্ধান্ত সেই সিদ্ধান্তের সাথে সংঘর্ষে লিপ্ত হয়ে পারা যাবে না । কিন্তু তাই বলে কি হাল ছেড়ে দিবো ? না , হাল ছেড়ে দেওয়া যাবে না । চেষ্টা চালিয়ে যেতে হবে ।

নিরাশ হওয়া মুসলিমদের জন্য নিষেধ , পবিত্র কুরআনে বলা হয়েছে, "যারা বিশ্বাস করেছো শোন , ধৈর্য ও নিষ্ঠার সাথে চেষ্টা করো এবং সালাতের মাধ্যমে সাহায্য চাও যারা ধৈর্য ও নিষ্ঠার সাথে চেষ্টা করে আল্লাহ্‌ অবশ্যই তাদের সাথে আছেন ।"

ব্লগিং ক্যাচাল একটি খুব পুরাতন বিষয় । যারা নিয়মিত ব্লগে লিখেন তারা বিষয়টির সাথে খুব পরিচিত । প্রথম আলো ব্লগ,বিডি নিউজ ব্লগ,সামু'তে এ নিয়ে বিস্তর লেখালেখি হয়েছে । যদি ও ক্যাচাল জিনিসটি ভাল না, তবুও অনেক সময় ব্লগের স্বার্থে ক্যাচালকে প্রশ্রয় দেওয়া হয় । হতে, পারে এটা ব্লগকে জনপ্রিয় করার একটা উপায় মাত্র। কিছু ব্লগার আছেন, যাদের দুটি, তিনটি করে নিক থাকে । এক নিকে থেকে পোষ্ট করে অন্যদিক থেকে কাউন্টার এর্টাক করেন । নিজের পক্ষে সাফাই গাইতে থাকেন । যদিও বিষয়টা নেতিবাচক । তবুও তাদের বিরুদ্ধে ব্লগে কর্তৃপক্ষ অনেক সময় কোন ব্যবস্থা গ্রহন করে না ব্লগের স্বার্থে । কারণ যতো ক্যাচাল ততো উত্তেজনা ততো পরিচিত।

অবশ্য ই যারা এসব করে তাদের আছে অঢেল সময় । তাই তারা সময়ের যথেচ্ছা ব্যবহার করতে পারেন ।

পৃথিবীতে যদি ৭শ কোটি মানুষ হয় , তবে ধরে নিতে হবে এই ৭শ কোটি মানুষ ৭শ রকমের । কারো সাথে কারো আচার, আচরণ, মতের মিল নেই । একজন যা পজিটিভ মনে করেন অন্য জনের কাছে তা নেগেটিভ হতেই পারে । তাই মত-বিরোধ হলে উত্তেজনার কিছু নেই । একান্ত পছন্দ না হলে তা এড়িয়ে যাওয়া বা ইগনর করাই শ্রেয় । তবে গঠনমূলক আলোচনা কিন্তু সবাই গ্রহন করেন । এবং সেটা হওয়া উচিত । আমি নিজেও সেটাকে সাধুবাদ জানাই ..

দু'দিন আগে এক ব্লগার ভাই সুন্দর একটি পোষ্ট দিয়েছিলেন,ব্লগে পাণ্ডিত্য নিয়ে । ব্লগ আসলে পাণ্ডিত্য দেখাবার জায়গাও নয় । এখানে যারা নিয়মিত লেখেন তারা নিজেদের ধান ধারনাকে অন্যের সাথে শেয়ার করে সাময়িক রিলিফ অনুভব করেন মাত্র ।


শুভ ব্লগিং ..................

মন্তব্য ২১ টি রেটিং +০/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ০২ রা ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:২৫

আরইউ বলেছেন:



পান্ডিত্য দেখানোর জায়গা ব্লগ অবশ্যও নয়। তবে আমি বিশ্বাস করি ব্লগে বা ভার্চুয়াল লাইফে, অন্যায় দেখলে ইউ শুড কল ইট আউট। আর ভালোর প্রশংসা প্রানভরে করা উচিত।

০২ রা ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:২৯

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: শুভ ব্লগিং

২| ০২ রা ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:৪৮

মরুভূমির জলদস্যু বলেছেন: আমার হাতে পর্যাপ্ত অলস সময় আছে, তবুও আমার নিক একটাই।

০৩ রা ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:২১

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: এটা কিন্তু ভালো , যতো নিক ততো ক্যাচাল

৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:১১

আলমগীর সরকার লিটন বলেছেন: সুন্দর কথা বলেছেন শুভ ব্লগিং ভাল থাকবেন

০৩ রা ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:২১

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: শুভ ব্লগিং

৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৩:৪৮

জটিল ভাই বলেছেন:
ব্লগীয় ক্যাঁচালে ভাইটামিন আছে!!! =p~

০৩ রা ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:২২

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: বা! তাই তো মনে হচ্ছে :)

৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৪:৪০

নতুন নকিব বলেছেন:



ভালো বিষয়ে আলোকপাত করেছেন। আপনার উল্লেখকৃত আয়াত এবং তার সরল বাংলা অর্থটা উল্লেখ করছি, কারণ, যদিও আয়াতের মর্মার্থ চিন্তা করলে 'চেষ্টার' একটি বিষয় পাওয়া যায়, তারপরেও সরাসরি এখানে 'চেষ্টা' করতে বলা হয়নি, বলা হয়েছে সাহায্য প্রার্থনা করতে এবং তা ধৈর্য্য ও নামাজের মাধ্যমে।

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اسْتَعِينُوا بِالصَّبْرِ وَالصَّلَاةِ ۚ إِنَّ اللَّهَ مَعَ الصَّابِرِينَ

হে মুমিনগন! তোমরা ধৈর্য্য ও নামাযের মাধ্যমে সাহায্য প্রার্থনা কর। নিশ্চিতই আল্লাহ ধৈর্য্যশীলদের সাথে রয়েছেন। -সূরা আল বাকারাহ, আয়াত ১৫৩

পুনশ্চঃ আমরা মহাগ্রন্থ আল কুরআনের আয়াতের নির্ভুল তিলাওয়াতের ব্যাপারে যেমন সতর্ক থাকার চেষ্টা করি, এর অর্থ করার ক্ষেত্রেও একইরকম সাবধান থাকা উচিত বলে মনে করি বিধায় সংশ্লিষ্ট আয়াত এবং তার অর্থ উল্লেখ করলাম। মহান আল্লাহ তাআলা আমাদের অনিচ্ছাকৃত ত্রুটি ক্ষমা করুন।

শুভকামনা জানবেন।

০৩ রা ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:২৮

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: ভাল বলেছেন ............

৬| ০২ রা ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৪:৪৩

রূপক বিধৌত সাধু বলেছেন: ডিভি লটারি আবার ছাড়ছে না কি?

০৩ রা ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:২৯

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: মনে হয় না , প্রথমে ভিডি ছিলো এরপর কি কি নামে যেনো লটারি করা হতো মনে নেই ।

৭| ০২ রা ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৪:৫৮

রাজীব নুর বলেছেন: যদি আপনি আমাকে একটি চড় মারেন তবে ব্যথাটা আপনার গালে অনুভূত হবে না। স্বার্থপরতার উৎপত্তি হয়েছিল এখান থেকে।

০৩ রা ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:৩০

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: কখনো কখনো অনুশোচনা আঘাতের চেয়েও মারান্ত্রক বুমেরাং হয় ফিরে আসে ।

৮| ০২ রা ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:১৩

তানীম আব্দুল্লাহ্ বলেছেন: খুব খারাপ ব্যাপার । বাঙালী চরিত্রের চুলোচুলি রূপ বাংলা ব্লগের চরিত্র কলুষিত করছে ।
করোনাও বিভিন্নভাবে চরিত্র বদল করছে । আরো ভেরিয়েন্ট এলে চতুর্থ পঞ্চম ডোজ নেয়া লাগতে পারে ।
ব্লগের ক্যাচালের মতোই বিরক্তিকর !

০৩ রা ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:৩১

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: শুভ ব্লগিং , সুন্দর মন্তব্যে জন্য ধন্যবাদ

৯| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১১:১২

জুল ভার্ন বলেছেন: আমি দুই ডোজ টিকা নিয়েছিলাম এস্ট্রোজনকা, বুস্টার নিয়েছি মর্ডানা। বুস্টার নেওয়ার দশ দিনের মাথায় আমি করোনাক্রান্ত হয়ে হাস্পাতালে ভর্তি হয়ে একটা কঠিন সময় পার করে এখন অনেক পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে সময় অতিক্রম করছি।

০৩ রা ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:৫৭

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: জাজাকাল্লাহু খাইরান , আমি ও ভাই গতকাল থেকে হালকা জ্বরে ও প্রচন্ড হাতের ব্যথায় ভুগছি । রাতে ঘুমাতে পারিনি হাতের ব্যাথায়

১০| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:০৪

রাজীব নুর বলেছেন: আমার মন্তব্যের উত্তর দেওয়ার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।

১১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৪:৪৭

বালিশ বলেছেন:



রাজীব নুর বলেছেন: যদি আপনি আমাকে একটি চড় মারেন তবে ব্যথাটা আপনার গালে অনুভূত হবে না। স্বার্থপরতার উৎপত্তি হয়েছিল এখান থেকে।
কিন্তু দাদা আমারতো বিষয়টা উল্টো মনে হচ্ছে। কারণ, আমি নিয়মিত আপনার থেকে ধৈর্য শিক্ষা নিচ্ছি। আপনার সঙ্গে দেখা না হলে জানতামই না মানুষ এতো বেহায়া হতে পারে। আপনার জন্য আমি গর্বিত।

০৭ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৪:১৬

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: ব্যক্তিগত ভাবে কাউকে আঘাত করা থেকে আমাদের সকলের বিরত থাকা উচিত

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.