নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার পরিচয় একজন ব্লগার, আমি সাহসী, আমি নির্ভীক, আমি আপোষহীন । যা বিশ্বাস করি তাই লিখি তাই বলি ।
ও আকাশ
তুমিও বুঝি আমারই মতো
কখনো সখনো বড্ড একা ;
ঋজু হয়ে অভিমানি মেয়ের মতো অপলক তাকিয়ে থাকো
তাকিয়ে তাকিয়ে ভাবো, ভেবে ভেবে ক্লান্ত তুমি তাই বুঝি
এমন করে ভেঙ্গে পরো !
আমি কিন্তু ঠিক উঠে দাড়াই
হাটতে হবে বলেই হেঁটে যাই ;
ভর দুপুরে কারা যেনো চিৎকার করে উঠে,
হায় হায় হায় .... বিলাপ করে লুটোপুটি খায় ;
কিংকর্তব্যবিমূঢ় লোক'জন ততোক্ষণে দর্শকের ভূমিকায়
কেউ কেউ জটলা পাকিয়ে গোল হয়ে দাঁড়িয়ে ভাবে,
বাসের চাকায় ভরদুপুরে মানুষ কি করে যায় ?
পানের পিক ফেলে দেয়ালে আঙুলের চুন মুছতে মুছতে একজন বলে -
গেল রে, গেল মানুষটা এক্কেবারে গেল,
পেছন থেকে অন্য একজন বলে, আহারে লোকটা ব্যাংকার ছিল
পরক্ষণেই বিরবির করে বলে, কাধে ব্যাগ যেছিলো,
দু'একজন সেলফি তোলে
ক্ষীণ স্বরে হাহাকার শোনা যায় ...
পানি, পানি, একটু পানি দাও
ও আকাশ, তুমি বুঝি তাই এমন ভেঙ্গে পরো.......
কিন্তু হায় ! সে তো জানে না
তোমার জলে মেটেনা তৃষ্ণা কারো ।
১৫ ফেব্রুয়ারি ২০১৭
২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:৩২
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।
৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:৪৭
সোনাগাজী বলেছেন:
বক্তব্য মনে থাকার মতো হয়নি। কাজলাদিদি কবিতা যারা পড়েছেন, তারা মনে রেখেছেন দিদির চলে যাওয়া
৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:৫৫
নয়ন বড়ুয়া বলেছেন: কবিতা পাঠ করলাম...
©somewhere in net ltd.
১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১২:২২
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর হয়েছে