নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগিং শুরু করি প্রথম আলো ব্লগে \"আমার কবিতা নামে\" আমি ব্লগিং করি মূলত নিজের ভেতরে জেগে উঠা ব্যর্থতা গুলোকে ঢেকে রাখার জন্য । দুনীতিবাজ, হারামখোর ও ধর্ম ব্যবসায়িদের অপছন্দ করি ।

সাখাওয়াত হোসেন বাবন

আমার পরিচয় একজন ব্লগার, আমি সাহসী, আমি নির্ভীক, আমি আপোষহীন । যা বিশ্বাস করি তাই লিখি তাই বলি ।

সাখাওয়াত হোসেন বাবন › বিস্তারিত পোস্টঃ

ভেবো না আমি তো আছি .......

২৫ শে ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১২:০৮



তোমায় হতাশ হতে দেখে
ভাবনার অতলে ডুবে যাই ;
জগতের কোন কিছুই আর স্পর্শ করে না তখন আমায় ;
সব কিছুর ঊর্ধ্বে উঠে ভগবানের মতো
স্পন্দনশূন্য নেত্রে দেখতে ইচ্ছে করে জগত সংসার;
যদিও নিশ্চিত করে জানি জঠরের ঘূর্ণিপাকে
তুমি আমি আমরা সকলে-
মানুষ! মানুষ সে বরই অসহায় ;
তবুও ঈশ্বর প্রদত্ত মন, কিছুতেই বারণ মানে না;
সে ক্যাবলি বিদ্রোহ করে, নাচার হয়ে উঠে;
ক্যাবলি তোমার কাছে যেতে চায় ।
মাথায় হাত বুলিয়ে বলতে চায় - ভেবো না, আমি তো আছি !
আর ঈশ্বর ! তার কথা থাক;
কষ্টের কিনারায় তিনি বড্ড বেমানান
খুজে পাওয়া যায় না কোথাও !
নিদান কালে সুখ না দিলে .....
পরাণে তারে বাঁধি কোন যতনে ?


২৫। ০২। ২০২৪

মন্তব্য ৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১২:১২

কাজী ফাতেমা ছবি বলেছেন: কষ্টের সময় আর কাউকে না পাওয়া গেলেও রবকে পাওয়া যায়

সুন্দর হয়েছে

২৫ শে ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ২:৩১

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: নিদান কালে সুখ না দিলে .....
পরাণে তারে বাঁধি কোন যতনে ?

২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১:৩০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


ইশ্বর থাকেন ভদ্র পল্লীতে।
মানুষের বিপদে তার দেখা মেলা ভার।

২৫ শে ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ২:৩৩

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: আসতাগফিরুল্লাহ্

তিনি সর্বত্র বিরাজমান । তারে ধারণ করার জন্য হৃদয় চাহি ....

৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:২৭

মায়াস্পর্শ বলেছেন: ঈশ্বরকে যতনে আগে বাঁধতে হবে। তারপর যা হয় হোক।
সুন্দর কবিতা।

৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:০৫

সোনাগাজী বলেছেন:



শেখ হাসিনা যদি জাতিকে বলতেন, "আপনারা ভয় পাবেন না, আমি আছি"; জাতি বদলে যেতো। কিন্তু ইহা উনার মাথায় আসবে না।

৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:১৯

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.