নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগিং শুরু করি প্রথম আলো ব্লগে \"আমার কবিতা নামে\" আমি ব্লগিং করি মূলত নিজের ভেতরে জেগে উঠা ব্যর্থতা গুলোকে ঢেকে রাখার জন্য । দুনীতিবাজ, হারামখোর ও ধর্ম ব্যবসায়িদের অপছন্দ করি ।

সাখাওয়াত হোসেন বাবন

আমার পরিচয় একজন ব্লগার, আমি সাহসী, আমি নির্ভীক, আমি আপোষহীন । যা বিশ্বাস করি তাই লিখি তাই বলি ।

সাখাওয়াত হোসেন বাবন › বিস্তারিত পোস্টঃ

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে ডক্টর মুহাম্মদ ইউনুস কি ব্যর্থ হবেন ? ঘরে শক্র রেখে সফল হওয়া যায় না

১২ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:৪৯




ব্যক্তি ডক্টর মুহাম্মদ ইউনুস একজন খ্যাতিমান ব্যক্তি । শুধু খ্যাতিমান নন তাকে বাংলাদেশের ইতিহাসে সর্ব শ্রেষ্ঠ বাঙ্গালী বলা চলে । এটাই ছিল খুনি হাসিনার সাথে তার ধন্ধের মূল কারণ । এ ছাড়াও হাসিনার সঙ্গে তার ধন্ধের কারণ ছিল ওয়ান ইলিভেনের সময় তার টু মাইনাস ফর্মুলা । হাসিনা ধরেই নিয়েছিলেন এ দেশটা তার বাপের জমিদারি আমরা সবাই তার প্রজা । মূলত শেখ মুজিব ছিলেন একজন স্বৈরাচার । জনগণের ভালবাসার মূল্য তিনি দিতে পারেন নাই । তার ছেলে ও ভাতিজারা ছিল সন্ত্রাসী । তাদের নিয়ন্ত্রণ করতেও তিনি ব্যর্থ হয়েছিলেন । সরকারী আমলাদের উপর মাত্রাতিরিক্ত নির্ভর করে ( এসটি ইমাম, মুশতাক) তিনি কাছের মানুষদেরকেও জেলে ঢুকাতে ছাড়েন নাই । হাসিনাও সেই একই ভুল করেছে । জনগণের ভালবাসার মূল্য না দিয়ে গুলি উপহার দিয়েছে । তাই এই নামটা এখন মুখে উচ্চারণ করলেও ওজু ফরজ হয়ে যায় ।

এতোগুলো প্যাঁচালের মূল কারণ হচ্ছে , একজন নেতা আর রাষ্ট্র নায়ক এক কথা নয় । নেপোলিয়ন খুব ভালো যোদ্ধা ছিলেন কিন্তু রাষ্ট্রনায়ক হিসাবে ছিলেন ব্যর্থ । ওসমান রা: ছিলেন সাহাবিদের মধ্যে সবচেয়ে সহজ ,সরল উত্তম মানুষ । তিনি কারো প্রতি কঠোর হতে পারতেন না । তার সরলতার সুযোগকে কাজে লাগিয়েই শক্ররা তাকে হত্যা করে ফলে ইসলামী খেলাফত খারাপদের হাতে চলে যায় ।

একজন রাষ্ট্র নায়ক বা রাষ্ট্র পরিচালকে হতে হবে , যেমন লৌহ দণ্ডের শক্ত তেমনি ফুলের পাপড়ির মতো কোমল । ডক্টর মুহাম্মদ ইউনুস একজন কোমল হৃদয়ের মানুষ । তিনি দুর্নীতিবাজ এবং হাসিনার রেখে যাওয়া নব্য রাজাকারদের প্রতি কঠোর হতে পারছেন না। ঘরের ভেতর শক্র থাকলে বেশি দূর এগোনো যায় না । তারা বার বার পেছনে টেনে ধরবে এটাই স্বাভাবিক । বাংলাদেশে বর্তমানে হচ্ছেও তাই। একের পর এক ইস্যু তৈরি করে তার রাষ্ট্র পরিচালনায় বাধার সৃষ্টি করা হচ্ছে । কারণ ইউনুস সাহেবের এখন ঘরে বাইরে শক্রু ।


অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে ডক্টর মুহাম্মদ ইউনুস এর প্রথম ভুল ছিল ছাত্রদের উপদেষ্টা বানানো । এর ফলে উপদেষ্টা পদটা সকলের কাছে সস্তা হয়ে গেছে । আবার যাদের উপদেষ্টা বানানো হয়েছে তাদের জ্ঞান নিয়ে আছে, যথেষ্ট সন্দেহ । ব্র্যাক বা নথ সাউথ ইউনিভারসিটির ছাত্রদের যোগ্যতার কাছে এ দুজনের যোগ্যতা অত্যন্ত নগণ্য । ফলে আন্ত:জাতিক মহলে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে । উপদেষ্টা কোন সহজ বা দীর্ঘস্থায়ী পদ না যে , শিখে শিখে এগুবে ।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে ডক্টর মুহাম্মদ ইউনুস এর দ্বিতীয় ভুল ছিল , স্বরাষ্ট্র উপদেষ্টার পদ থেকে ব্রি. জে. (অব.) সাখাওয়াত হোসেন সাহেবকে সরিয়ে দেওয়া । ফলে যা হবার তাই হচ্ছে । মাথা চাড়া দিয়ে উঠছে হাসিনার রেখে যাওয়া আমলা,ব্যবসায়ী তথা অর্থ পাচারকারী দেশদ্রোহীরা ।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে ডক্টর মুহাম্মদ ইউনুস এর তৃতীয় ভুল হচ্ছে , তিনি এখনো দুর্নীতিবাজদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করতে পারেন নাই । ফলে হাসিনার সেই সিন্ডিকেট এখনো বহাল আছে । চাল,ডাল,চিনি লবন,তেলে, পেয়াজের দামতো কমে নাই উল্টো বেড়েছে । এবং সেটা পরিকল্পনা মাফিক করা হচ্ছে । যাতে এই সরকারকে ব্যর্থ করা যায় । বিশেষ অভিযান পরিচালনা না হলে এটা বন্ধ হবে না । ফলে ধীরে ধীরে জন অসন্তোষ বাড়ছে ।

যদি দ্রুত ই বিশেষ অভিযান পরিচালনা করা না যায় তাহলে , ডক্টর মুহাম্মদ ইউনুস নোবেল জয়ী হলেও রাষ্ট্র পরিচালক হিসাবে ব্যর্থ হবেন । এবং সেটা হবে জাতীর জন্য আর একটা পরাজয় । ঘরে ভেতর শক্র রেখে আপনি স্যার কখনো সফল হতে পারবেন না । শক্রদের মাপ করলে তারা সেটা দূর্বলতা ভেবে জাতির গলায় ছুরি চালাবে । তাই শক্র দমনে দ্রুত সংস্কারে হাত দিন ।


মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১২ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:৩৮

এম ডি মুসা বলেছেন: একটি শান্তিপূর্ণ উদাহরণ দেই.... আমাদের বাড়িতে হারুন এর শশুর ছিল আওয়ামীলীগ সরকার ক্ষমতায় প্রভাবশালী নেতা। তার দাপটে ছিল তার ওয়াইফ। সে সুবিধা কাজে সহযোগিতা করছে। এখন হারুন বিএনপির দলের বড় নেতা। আপনি এটার উত্তর দিতে পারবেন??

১২ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:১৩

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: এমন দল বাজ জামাই শশুর সামুতেও আছে । "জামাই শশুর ভাই ভাই / নিজে বাচি তোকে বাচাই ।"
মতাদর্শ ভিন্ন হওয়া দোষের নয়, দোষের হচ্ছে নৈতিকতা ।

ক্ষমতায় টিকে থাকার জন্য যারা শত শত নিরিহ ছাত্র জনতা খুন করে, হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে যাওয়ার পরেও যারা উন্নয়ন ছাড়া আর কিছুই চোখে দেখে না তাদের আপনি কি বলবেন ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.