![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার পরিচয় একজন ব্লগার, আমি সাহসী, আমি নির্ভীক, আমি আপোষহীন । যা বিশ্বাস করি তাই লিখি তাই বলি ।
উপদেষ্টাদের কি জন্যে নিয়োগ দেওয়া হয়েছে, আর তারা করছে কি ? দু একজন ছাড়া অন্যরা নিজেদের দায়িত্ব ঠিক মতো বুঝেন কিনা সেই সন্দেহ সৃষ্টি হচ্ছে । ইউনুস সাহেব সন্মানীত মানুষ তার জন্য জাতি অনেক কিছু পেয়েছে । কিন্তু উপদেষ্টারা তো সবাই সেই ইউনুস সাহেবের মাথায় কাঁঠাল ভেঙ্গে খাচ্ছে । দায়িত্ব পালন করতে না পারলে দায়িত্ব ছেড়ে দিন । অনেক যোগ্য লোক রয়েছে দেশে । দেশের বর্তমান পরিস্থিতির জন্য এই উপদেষ্টারা দায়ী । ইউনুস সাহেব একা আর কত করবেন ? কিন্তু তার পরেও দায় তার ও রয়েছে । অযোগ্য হবার পরেও পদে রাখা ।
উপদেষ্টাদের দায়িত্বগুলো তো ছিলো -
* সন্ত্রাস দমন
* সংস্কার
* খুন গুমের হত্যার বিচার
* দুর্নীতিবাজ আমলা,ব্যবসায়ীদের গ্রেফতার
* জুলাই আন্দোলনে নিহতে ,আহতদের ক্ষতিপূরণ সম্মান প্রদান ।
* নির্বাচন ।
বলুন তো এখন পর্যন্ত কোন কাজটা ঠিক মতো হয়েছে ? অথচ সময় চলে গেছে , নয় মাস । উল্টো উপদেষ্টারা দুর্নীতিবাজদের খুশি করার জন্য মহার্ঘ বার্তা ঘোষনা করছে , জ্বালানী তেলের মূল্য বৃদ্ধি করছে । ভ্যাট বসাচ্ছে । এ যেনো হাসিনা সরকারের ভিন্নরুপ । আমলা,ব্যবসায়ীদের খুশী করে ক্ষমতায় থাকো ।
এরা তো দেখছি, জাতিকে মদনা ভেবে বসে আছে । আরে ভাই, পতিতাবৃত্তিকে পেশা ঘোষুনা করার জন্য আপনাদের দায়িত্ব দেওয়া হয় নাই । ধৈর্যের তো একটা সীমা আছে ভাই ।
কিছু কিছু ক্ষেত্রে তো মনে হচ্ছে, যে বয়সে বিছানায় থাকার কথা সেই বয়সে তারা উপদেষ্টা হয়ে ডায়াপার পরে ক্ষমতা উপভোগ করছে ।
ফ্যাসিস্ট হাসিনার সহযোগী ব্যবসায়ীদের ছেলে মেয়ে বিয়ায় উপস্থিত হয়ে সৌন্দর্য বাড়াচ্ছে ।
পুরো দেশের অরাজকতার জন্য এই আপনারা দায়ী। তাই দায়িত্ব না পালন করতে পারলে, দায়িত্ব ছেড়ে দিন না । আপনাদের চেয়ে অনেক যোগ্য লোক আছে এ দেশে । তা না হলে পরিণতি হবে ভয়ংকর । এ জাতির আর পেছনে যাবার উপায় নাই । তাই সাবধান ।
২| ২৭ শে মে, ২০২৫ বিকাল ৫:৫২
ফেনিক্স বলেছেন:
গ্রামীন থেকে ঋণ নিয়েছেন?
৩| ২৭ শে মে, ২০২৫ সন্ধ্যা ৬:০৫
সৈয়দ কুতুব বলেছেন: কারো উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারছে না।
৪| ২৭ শে মে, ২০২৫ সন্ধ্যা ৬:১৮
ফেনিক্স বলেছেন:
যেখানে রাজনৈতিক জ্ঞান দরকার, সেখানে সুদখোর এনজিও'র লোক কিছু করতে পারার কথা নয়; যড়যন্ত্র করা আর দেশ চালনো একই কথা নয়।
৫| ২৭ শে মে, ২০২৫ সন্ধ্যা ৬:৪০
ঢাবিয়ান বলেছেন: খলিলুর রহমান, রিজোয়ানা হাসান, অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন ভাল কাজ দেখাচ্ছে। এনসিপি ও ছাত্র উপদেষ্টারা ডক্টর ইউনুসের ব্যাক আপ সাপোর্ট । এরা না থাকলে ডক্টর ইউনুসকে বহু আগেই বিদায় নিতে হত।
সবচেয়ে ব্যর্থ হচ্ছে স্বরাস্ট্র উপদেষ্টা ও আইন উপদেষ্টা। তবে সেনাপ্রধানের মুখোশ উন্মোচনের পর বোঝা যাচ্ছে যে, আওয়ামি সেনাবাহিনীর কারনেই স্বরাস্ট্র ও আইন মন্ত্রনালয় ঠিকমত ফাংশন করতে পারছ না। সেনাবাহিনী , আইন শৃংখলা বাহিনীর অসহযোগিতার কারনেই দেশের আইন শৃংখলা পরিস্থিতি খুবই নাজুক এবং বিচার বিভাগ পুরাই নিষ্ক্রিয় হয়ে আছে।
৬| ২৭ শে মে, ২০২৫ সন্ধ্যা ৬:৪৪
ফেনিক্স বলেছেন:
@ঢাবিয়ান,
৩০ জন ব্লগারের মাঝে সেনাবাহিনীর সবচেয়ে বড় সমর্থক কে? আপনি
৭| ২৭ শে মে, ২০২৫ সন্ধ্যা ৭:০৩
কামাল১৮ বলেছেন: বাকি জীবন জেলে থাকার বন্দোবস্ত করছে ইউনুস।ছয়মাসের জেল মাথায় নিয়েই এখানে আসছেন,বাকি জীবনের জন্য কনফার্ম করে ফেলেছে।
৮| ২৭ শে মে, ২০২৫ সন্ধ্যা ৭:২৬
সৈয়দ কুতুব বলেছেন: ঢাবিয়ান@খলিলুর রহমানের একটা ভালো কাজের উদাহরণ দেন। সবচেয়ে ব্যর্থ আসিফ মাহমুদ। এপিএস খারাপ কিন্তু বস ভালো
৯| ২৮ শে মে, ২০২৫ সকাল ৯:৫৬
রাজীব নুর বলেছেন: উপদেষ্টাদের কপালে দুঃখ আছে।
১০| ২৮ শে মে, ২০২৫ সকাল ১১:২৮
নিমো বলেছেন: আজহারকে মুক্তি দেবার দায়িত্ব দেয়া হয়েছে।
১১| ২৮ শে মে, ২০২৫ সকাল ১১:৪২
রূপক বিধৌত সাধু বলেছেন: শেখ হাসিনার সময়ও শুনতাম উনি একা আর কত করবেন? উনাকে ভুল বোঝানো হয়েছে (এটা সম্ভবত ইউনূস প্রথম কোনো এক টিভি সাক্ষাৎকারে বলেছিলেন)।
১২| ২৮ শে মে, ২০২৫ সকাল ১১:৫১
কিরকুট বলেছেন: পৃথিবীর সব থেকে আদিম ও পুরানা পেশা কে আপনি অবজ্ঞা করতে পারেন না । যাহা থেকে অর্থ আয় হয় উহাই পেশা । প্লেইন এন্ড সিম্পল ।
©somewhere in net ltd.
১|
২৭ শে মে, ২০২৫ বিকাল ৫:৪৬
ফেনিক্স বলেছেন:
আপনার কথা শুনছে না?