![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার পরিচয় একজন ব্লগার, আমি সাহসী, আমি নির্ভীক, আমি আপোষহীন । যা বিশ্বাস করি তাই লিখি তাই বলি ।
কথায় আছে ঘরের শত্রু বিভীষণ আর বিএনপির শক্র, দলের ভেতর লুকিয়ে থাকা সুবিধা ভোগী ।
যারা দীর্ঘ ষোল বছর হাসিনার সাথে চুক্তি করে বিএনপির শীর্ষ পর্যায়ের নেতা সেজে নিজ দলের নেতা,কর্মী ও তারেক জিয়া,খালেদা জিয়ার সাথে আন্দোলন আন্দোলন খেলেছে । ষোল বছর যারা কৌশলে পুলিশের সাথে মিলে হাসিনার বিরুদ্ধে একটা আন্দোলনও জমে উঠতে দেয়নি ।
যখন যে নেতা, কর্মী মাথা উঁচু করে বিএনপির ব্যানারে আন্দোলন গড়ে তুলতে চেয়েছে তাদেরকে সাকা চৌধুরী, ইলিয়াস,পিন্টুর মতো সরিয়ে দেওয়া হয়েছে।
এ জন্যই যখন জুলাইয়ের আন্দোলন দেখে ফ্যাসিস্ট হাসিনার কলিজা কেঁপে উঠেছিলো । আওয়ামীলীগের মাথা মোটাগুলি বার বার এটিকে বিএনপির আন্দোলন বলে দায় চাপাচ্ছিলো । তখন হাসিনাকে আস্বস্থ করতে মীর্জা ফাকরুল নামের বিএনপির এক নেতা প্রকাশ্য মিডিয়ায় জানিয়ে দিয়েছিলো, "এ আন্দোলনের সাথে, বিএনপির কোন সম্পৃক্ততা নেই। " তার মানে মারো, কাটো যা ইচ্ছা করো । আমাদের কিছু যায় আসে না । হাসিনার পতনে ফাকরুলের মনে গোপন ব্যথা মোচর দিয়ে উঠেছিলো, তাই তো, স্বৈরাচার মুজিবের মুতি ভাংতে দেখে তার প্রাণ কেঁদে উঠেছিলো ।
এরপরেও তারেক জিয়া এদের বিশ্বাস করে। এদের দলে রাখছে দেখে আমার মনে হয়; তারেক জিয়া হয় বোকা না হয় রাজনীতিতে অপরিপক্ক । আজ ব্লগ লিখছি তাকের জিয়াকে সর্তক করতে । শোনা না শোনা তার মর্জি ।
"তারেক জিয়া , শুনলাম আপনি নাকি দেশে আসবেন । আমার মনে হয়; আপনি দেশে আসলে , আপমাকে প্রাণ সংশয় হতে পারে । আপনার পরিনতিও হতে পারে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো । কেননা আপনার দলের ভেতর মিশে থাকা মীর জাফরেরা ওৎ পেতে অপেক্ষা করছে । আপনার মৃত্যু হলে, বিএনপির নেতৃত্ব চিরতরে চলে যাবে তাদের হাতে । " বাধ্যকের কারনে তখন খালেদা জিয়া কিছুই করতে পারবেন না ।
তাই জনাব তারেক জিয়া; দেশে আসার আগে বিএনপি থেকে বুড়া ভামগুলিকে বিদায় করুণ । দলের খুন ও গুম হওয়া নেতাকর্মীদের ব্যাপারে খোজ খবর করুণ । ষড়যন্ত্রকারীদের খুজে বের করে কঠোর শাস্তি দিন ।
২| ০৭ ই জুলাই, ২০২৫ বিকাল ৫:২০
ওমর খাইয়াম বলেছেন:
জেনারেল জিয়া বাংলার জারজ রাজনীতিবিদ, যারা মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানকে সাহায্য করেছিলো, তাদেরকে নিয়ে বিএনপি গঠন করেছিলো; তারা যদি তারেককে হত্যা করে ( আপনার লেখানুসারে ) সেটাই স্বাভাবিক হবে।
৩| ০৭ ই জুলাই, ২০২৫ বিকাল ৫:২২
ওমর খাইয়াম বলেছেন:
তারেকের দেশে ফেরা নির্ভর করছে আমেরিকান এম্বেসী ও মিলিটারীর উপর।
৪| ০৭ ই জুলাই, ২০২৫ সন্ধ্যা ৭:৪২
ঢাবিয়ান বলেছেন: খালেদা জিয়ার রাজনৈতিক প্রজ্ঞা আছে। তবে বিএনপি নিন্দিত হয়েছে উনার সন্তান তারেক রহমানের কারনে। রাজনৈ্তিক বিষয়টা বরাবরই খালেদা জিয়া সামলিয়েছে। আর তারেক রহমান মাকে সামনে রেখে পেছনে হাওয়া ভবন খুলে চুরি ডাকাতি করেছে। খালেদা জিয়ার পর বিএনপির আর ভবিষ্যত নাই। তারেক রহমান যতই ইন্ডিয়ার কাছে যাক না কেন , ইন্ডিয়া কখনই আওয়ামিলীগকে ছেড়ে বিএনপিকে কাছে টেনে নেবে না। তারেক রহমান এই সহজ বার্তাটা বুঝতে ব্যর্থ হয়েছে। অসুস্থ ও বৃদ্ধা খালেদা জিয়ার সেই দিন নাই যে , তিনি দেশের এই সন্ধিক্ষনে রাজনৈ্তিক দ্বায়িত্ব পালন করতে পারবেন। বিএনপি আওয়ামীপন্থী প্রসাষনের সহায়তায় ক্ষমতায় গেলেও , তারেক জিয়া মারা পড়ার সম্ভাবনাই বেশি।
©somewhere in net ltd.
১|
০৭ ই জুলাই, ২০২৫ বিকাল ৩:৫২
ঋণাত্মক শূণ্য বলেছেন: বিম্পির বুড়া গুলা বহু বহু বহু আগেই বিক্রি হয়ে গেছে। আগে জনগন খালি মনে করতো জাপা বিক্রি হয়েছে; জাপাও অতটা বিক্রি হয়নি যতটা বিম্পি হয়েছে!