![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ধরুন আপনি এখন কোন সুন্দরী স্মার্ট একটা মেয়ের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন - আপনার মনে তখন প্রথমে কোন কথাটা মনে পড়বে?
১। তাঁর পাশাপাশি হাঁটতে, তাঁর সাথে কথা বলে চাইবেন?
২। তাকিয়ে তাকিয়ে শুধু দেখবেন?
৩।তাকে ইভ টিজিং করবেন?
আপনি এখন কোন রুমে আছেন। সেখানে আপনার সাথে কোন মেয়ে চলে এলো, সে আপনার মা, বোন, মেয়ে কেউ নন। কী করবেন?
১। তাঁর সাথে কিছু ক্ষণ কথা বলবেন?
২। চুপ করে থাকবেন?
৩। অসভ্যতা করবেন?
আপনি কোন সুন্দর একটা স্পটে ঘুরতে গেছেন , কোন সঙ্গি নেই। তো?
১। আপনার প্রথমে সেখানে কাকে মনে পড়বে? প্রেমিকা? পরিবার? অন্য কোন নতুন মেয়ে?
২| ২৩ শে মার্চ, ২০২০ দুপুর ১২:৩০
রাশিয়া বলেছেন: আমি কিছুই করব না। কারণ ঐ সুন্দরী মেয়ে যতই সুন্দরী হোক - ঐ সৌন্দর্য আমার কোন কাজে লাগবেনা। এই সুন্দর পৃথিবীতে উপভোগ করার মত অনেক কিছু আছে। রস্তায় হেঁটে যাওয়া একটা মেয়ে তাতে নতুন কিছু যোগ করবেনা।
আমি চুপ করে থাকব। প্রথমে একবার তাকিয়ে দেখব। যখন বুঝব সে এমন একজন, যার দিকে তাকানো নিষেধ - আমি আর তাকাবো না।
আমার সৃষ্টিকর্তাকে মনে পড়বে - এই সৌন্দর্য যিনি নিজ হাতে গড়েছেন, তাঁকে মনে পড়বে।
এবার আমার টেস্টের রেজাল্ট দিন।
©somewhere in net ltd.
১|
২৩ শে মার্চ, ২০২০ সকাল ১১:১৮
নীল আকাশ বলেছেন: আগে দেশে মানুষ করোনা থেকে বেঁচে নিক তারপর না হয় মেয়ে নিয়ে চিন্তা করা যাবে।
প্রবাদ আছে জানে না ?
নিজের বাঁচলে তারপর না বাপের নাম?