![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রথমে ব্লগের সুপ্রিয় সকল ব্লগারদের শুভেচ্ছা । আশা করছি করোনা আতংকে ভিতরও ঈদ কিছুটা আনন্দ দিয়েছে। প্রায় তিন/চার মাস কাকার বাড়ি , হসপিটাল থেকে বাসায় ফিরলাম শুক্রবার। সামুতে লগিন প্রব্লেম, মেইল এ প্রব্লেম, ফেসবুকে প্রব্লেম। সব পাসওয়ার্ড ভুলে বসে আছি। সবচে বেশি মন খারাপ সামুতে লগিন করতে না পারা। অনেক চেষ্টা করে সামু, ইমেইল উদ্ধার করতে পারলাম। আমার সব প্রিয় ব্লগারদের পেয়ে মনটা কিছুটা শান্ত হল।
ফেসবুক পারছিনা। যে মেইল আইডি থেকে ফেসবুক ওপেন করেছি তার পাসওয়ার্ডও ভুলে গিয়েছি।
০৮ ই আগস্ট, ২০২০ দুপুর ১২:২৮
দয়িতা সরকার বলেছেন: ধন্যবাদ ভাইয়া। এখন থেকে তাই করব। আপনার ভুল হয়নি। আগে সালু সরকার ছিল।
২| ০৮ ই আগস্ট, ২০২০ দুপুর ১২:৩১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমারও তাই মনে হচ্ছিল। অ্যাড্রেস বারে আপনার লগিন আইডি দেখা যাচ্ছে Shalu
ভালো থাকবেন।
৩| ০৮ ই আগস্ট, ২০২০ দুপুর ১২:৩২
শাহ আজিজ বলেছেন: ফেবুতে ফরগেট অ্যাকাউনট অপশন দিয়ে চেষ্টা করুন ।
০৮ ই আগস্ট, ২০২০ দুপুর ১:৩২
দয়িতা সরকার বলেছেন: ধন্যবাদ আমার আইডি তে আসার জন্য। ফরগেট অ্যাকাউনট অপশন দিয়ে চেষ্টা করেছি, হয়না।
৪| ০৮ ই আগস্ট, ২০২০ বিকাল ৩:৩৪
রাজীব নুর বলেছেন: স্বাগতম।
আশা করি এখন থেকে ব্লগে নিয়মিত হবেন।
০৮ ই আগস্ট, ২০২০ বিকাল ৪:১১
দয়িতা সরকার বলেছেন: ধন্যবাদ ভাইয়া। আপনার জব কেমন চলছে?
৫| ২৭ শে আগস্ট, ২০২০ বিকাল ৩:১৫
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ ভাইয়া। আপনার জব কেমন চলছে?
জব নাই। বেকার জীবন যাপন করছি। হে হে---
২৭ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:৪৬
দয়িতা সরকার বলেছেন: ভাইয়া, আকার না থাকলে ব্যবসা শুরু করেন।
©somewhere in net ltd.
১|
০৮ ই আগস্ট, ২০২০ দুপুর ১২:২১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ওয়েলকাম ব্যাক।
আমি অনেক আগে থেকে এটা করে আসছি।
সবগুলো সাইট/পেইজ/ই-মেইলের আইডি/পাসওয়ার্ড একটা কাগজে লিখে প্রিজার্ভ করতে পারেন, মোবাইলে কোথাও প্রিজার্ভ করতে পারেন। একটা ওয়ার্ড ডকুমেন্টেও প্রিজার্ভ করতে পারেন। এগুলো আবার পাসওয়ার্ড প্রটেক্টেড যেন হয়
আপনার নিকনেইম কি আগে অন্যকিছু ছিল? লগিন আইডি দেখে পরিচিত মনে হচ্ছে। ভুলও হতে পারে আমার।
শুভেচ্ছ আপনার জন্য।