নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যুদ্ধ এবং শান্তি পাশাপাশি থাকতে পারে না।

দয়িতা সরকার

একজন সাধারণ মানুষ।

দয়িতা সরকার › বিস্তারিত পোস্টঃ

প্রিয় সামু

১২ ই আগস্ট, ২০২১ দুপুর ১২:২৮

প্রিয় সামু,
কেমন আছ? আমি তোমাকে অনেক বছর হোল জানি। তোমার এখানে আমার দুটা আইডি আছে। আগে যেটা ছিল তাতে কোন লেখা নেই। তখন শুধুই কিছু লেখা পড়তাম। সেটা কয়েক বছর আগের। সেটা ভুলে যাওয়াতে এই আইডি নিয়েছি। আমি ভাল লিখতে পারি না, লেখার অভ্যাস কম। আমার নিজের জীবনের অনেক কথা তোমাকে বলতে ইচ্ছে হয়। এখানে অনেক ব্লগার এত সুন্দর করে লেখেন তাদের মাঝে নিজের অপরিপক্ক লেখা কিভাবে লিখব সেটা ভেবে কখনো লেখা হয়নি। আচ্ছা তুমি কি বলতে পারো মা কেন তাঁর সন্তানকে সবসময় নিজের কন্ট্রোল এ রাখতে চায়। পারবে না। আমার মা আমাকে ফোন করছে, আমার কাছে আসতে চায়, হয়তো কিছু ক্ষনের মধেই চলে আসবে। তখন লিখতে পারব না। এসে আমার উপর জাপিয়ে পরবে। আমি পাগল, আমাকে বিভিন্ন ভাবে ওষুধ খাইয়ে দেবে। আমি অনেকবার তাকে বলেছি আমাকে বিশ দাও, সে টা না দিয়ে বিভিন্ন ওষুধ দেবে। আমি তোমাকে অনেক অনেক ভালবাসি। তুমি অন্তত আমাকে বিশ এনে দাও। অথবা এমন একটা পথ বলে দাও যেন আমি খুব সহজেই আমার ছোট ভাই, আমার দাদু, বাবার কাছে যেতে পারি। আমি আর আমার মা, যাকে বিয়ে করেছি মায়ের হাত থেকে বাচতে তাঁর কাছে থাকতে চাই না। এমনকি আমার মায়ের সকল আত্মীয় এর কাছে। আমি আমার দাদার বাড়িতে যেতে চাই। আমাকে কি নিয়ে যাবে? দয়া করো একটু, আমায় নিয়ে যাও। সামু আমি তোমাকে অনেক অনেক মিস করব সেখান থেকে। আমাকে আমার বড় ভাই, মায়ের আত্মীয়রা যেতে দেবে না। আমাকে যেতে দাও।

মন্তব্য ১৬ টি রেটিং +০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১২ ই আগস্ট, ২০২১ দুপুর ২:২০

কাজী ফাতেমা ছবি বলেছেন: কী হইছে আপু। ধৈর্য্য ধরেন আল্লাহ ভরসা সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। বেশী সমস্যা হলে আইনের আশ্রয় নিতে পারেন

১২ ই আগস্ট, ২০২১ বিকাল ৩:১৩

দয়িতা সরকার বলেছেন: যখন মা সন্তানের ভাল চায় না, সেখানে আইন এর আশ্রয় নিয়ে কি হবে। তাছাড়া আইনের অনেক কুৎসিত রুপ আমি দেখেছি। আমি থানায় সারারাত সাহায্যর জন্য ছিলাম, তারা চাইলেই আমাকে সাহায্য করতে পারত। সেখান থেকে আমার খালু পুলিশ, আর আমার বড় ভাই তুলে নিয়ে যায়। আইন তাদের হাতে। আমাদের মতো সৎ মানুষের হাতে নয়। আপনি আমার হয়ে থানায় যান।

২| ১২ ই আগস্ট, ২০২১ বিকাল ৩:০২

শায়মা বলেছেন: হায় হায় আপু কি বলো???????????

তুমি পাগল?????????????


তাই বলো .........

তাই বুঝি এসব লিখেছো????


যাইহোক ওষুধ খেয়ে আবার লিখো। যখন কেউ পাগল বলবে না বা নিজেকেই বলবে না তুমি.....

তবে আমাকেও কেউ কেউ পাগল বলে কেউ কেউ বলে সেয়ানা পাগল!!!!!!!

আমি মাইন্ড করিনা........ :P


লাভ ইু লাভ ইু লাভ ইু!!!!!!!!!! :)


আনন্দে থাকো।

১২ ই আগস্ট, ২০২১ বিকাল ৩:১৪

দয়িতা সরকার বলেছেন: আপু তুমি ভাল থেকো।

৩| ১২ ই আগস্ট, ২০২১ বিকাল ৩:৫২

রানার ব্লগ বলেছেন: খুব সহজ ভাষায় বলি আপনাকে, এইভাবে সোশ্যাল মিডিয়ায় কান্না কাটি করলে লোকজন আপনার অনুভূতিকে যতোনা না শ্রধ্যা করবে তার থেকে বেশি ভাববে আপনি এটেনশান ছিকার!!! এই গুলা বাদ দেন। সমস্যার মুখমুখি দাঁড়ান। আপনি মানূষ, গরু ছাগল না যে খোয়াড়ে ঢুকে বসে থাকবেন। বেশ শক্ত ভাষায় বললাম বলে দুঃখ প্রকাশ করছি।

১২ ই আগস্ট, ২০২১ বিকাল ৪:০৪

দয়িতা সরকার বলেছেন: সারাটা জীবন অপমান-পদস্ত মেনে নিয়েছি। এখন খুব আক্ষেপ হয় কেন অন্যায় গুলো মেনে নিয়েছি। অবশ্য আমার চারপাশে এমন মানুষ জন ছিল যারা মুখুসের আড়ালে ভদ্র বেসে ছিল। আর তারা আমাকে সবসময় আমার মতো করে কথা বলতে, চলতে, পড়তে দেয় নি। আমাকে কিভাবে যেন আবনরমাল করে রাখত। আমি যেটা এখন মনে করে যেকোনো অন্যায় মেনে না নিয়ে বলা। হয় সে মরবে না হয় বাঁচবে।

৪| ১২ ই আগস্ট, ২০২১ বিকাল ৪:২৬

ডার্ক ম্যান বলেছেন: আপনার কি ধরনের সাহায্য দরকার।

১২ ই আগস্ট, ২০২১ বিকাল ৪:৩৯

দয়িতা সরকার বলেছেন: আমি আমার দাদা বাড়ী যেতে চাই, সেখানে আমার দাদুর জমির অংশ হয় তো আমি পাবো যদি আমার বড়ো ভাই সেগুলো নিজের করে না নিয়ে থাকে। সেটা নিয়ে আমার কাকার পরিবারের সাথে বাকী জীবনটা কাটাতে চাই। তবে এতো বছরে আমার মায়ের পরিবার তাঁদের শেষ করে দিয়েছে।

৫| ১২ ই আগস্ট, ২০২১ বিকাল ৪:৪৫

ডার্ক ম্যান বলেছেন: আপনার পরিবারের সাথে কি নিয়ে ঝামেলা সেটা জানি না। তবে আপনি তাদের সাথে আর থাকতে আগ্রহী নন, তাতে বুঝা যায় সমস্যা জটিল।
আপনার কাকার পরিবার কি জানে আপনি উনাদের সাথে থাকতে আগ্রহী?

১২ ই আগস্ট, ২০২১ বিকাল ৫:২১

দয়িতা সরকার বলেছেন: তাড়া নিজেদের পড়িবারকে শেভ করতে পারেননি অনেকেই মারা গেছেন। আমার বাবাকে ১৯৯৯ সালে নিখোঁজ তারপর খুন, আমার এক ছোটো ফুপু পাণিতে পড়ে মারা যায়, আমি নিজেও তখন অনেক ছোটো। আমার মা বলেছে আমার কাকী দেখেছে সে পাণিতে পোড়েছে কিন্তু সে চাইছিল সে মোরে যাক। আমি এখন বুঝি এ কাজ আমার মা করেছে। আমার দাদূকে অনেক ভাবে অসম্মান, গায়ে হাত ইত্যাদি করে অসুস্থ করে। ২০১৪ কী ১০১৫ সাথে আমার উপর চরম অত্যাচার করে পাগল করে হসপিটালে নিয়ে আবণোড়মাল করে। ঐ সময় আমার দাদূ মারা জান। আমার বড়ো কাকার অবস্থা খুবই করুণ। উনার ছেলে দুটা কীভাবে নিরক্ষর হোলো আমি বুঝি না। তাঁদের উপর লাখ লাখ টাকা ঋণের বুঝা কীভাবে চাপালো? আমার ছোটো কাকা তার পরিবার নিয়ে কোণ ভাবে বেচে আছে। মেঝো কাকার অবস্থা ও করুণ, তার ছেলে কেও নিয়ে জামেলা চলছে। বড়ো ফূপা মেয়েদের নিয়ে পালিয়ে থাকে। ছোটো ফূপা মোটামুটি আছেন কারণ তার মামা এক সময় এমপি ছিলেন, বর্তমানে চেয়ারম্যান। আমি যদি আমার কাকার পরিবারের সাথে থাকি তাড়া আমাকে ফেলে দেবেন না। আমার মনে হয় উনাদের ভালো লাগবে।

৬| ১২ ই আগস্ট, ২০২১ বিকাল ৫:৩১

দয়িতা সরকার বলেছেন: সরি , আমার উপর অত্যাচার বেশী মাত্রায় হয় ২০১২, ২০১৩ সালে।

৭| ১২ ই আগস্ট, ২০২১ বিকাল ৫:৪২

ডার্ক ম্যান বলেছেন: ফেলে দিবে না এটা যেমন সত্য ঠিক তেমনি আপনি যে আরও খারাপ পরিস্থিতির সম্মুখীন হবেন না, সেটারও কোন নিশ্চয়তা নেই।
আপনার বয়স কিংবা আর্থিক সামর্থ্যের কথা আমি জানি না। আপনি যদি শান্তিতে বাঁচতে চান তবে কোন আত্মীয়র সাথে সম্পর্ক রাখা উচিত হবে না।

১৪ ই আগস্ট, ২০২১ দুপুর ১২:০৬

দয়িতা সরকার বলেছেন: আমাকে যদি রাষ্ট্র সাহায্য করে আমার মতো করে বাঁচতে তবে যাদের কারনে আজ আমার এ পরিনতি তাদের অবশ্যই বিচারের মুখোমুখি আনতে পারব ইনশাআল্লাহ। যদি রাষ্ট্র তাদেরকে আমার পরিচয় ভুল ভাবে উপস্থাপন করতে সাহায্য করে সে ক্ষেত্রে আমার কিছু বলার নেই।তবে এর পরিনাম কখনো ভাল হবে না। আর বয়স কোন বাধা হতে পারে না।

৮| ১৩ ই আগস্ট, ২০২১ রাত ১২:৩১

রাজীব নুর বলেছেন: মানব জীবন জটিলতায় ভরা।

১৪ ই আগস্ট, ২০২১ দুপুর ১২:০৮

দয়িতা সরকার বলেছেন: আপনারা শুধু এটাই বলতে থাকুন আর গান গাইতে থাকুন।

৯| ১৩ ই আগস্ট, ২০২১ দুপুর ২:৫৭

সেলিম আনোয়ার বলেছেন: ভাল থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.