![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের বাড়ীতে দুজন হিন্দু টিচার ছিলেন। ব্যবসা ছিল হিন্দুদের সাথে, বাড়ীর চিকিৎসক, বাধা মেডিসিন সোপ সবই ছিল হিন্দুদের সাথে। ওদের সাথে আমাদের আত্মীয়দের মতো সম্পর্ক ছিল। আমাদের বাড়ীতে সূতার কাজ করতেন এক ফুপু।ব্রাহ্মণ হাওয়াতে তাঁদের কিছু বাধা ছিল। আমাদের সাথে সেটা না ঠাকায় গরীব হলেও তার মা আমাদের বাড়ীতে পাঠাতেন। আমার মা বেশ কয়েক বছর আগে বলেন সেই ফূপূকে না কী বিক্রি করে দিয়েছে। আমি বুঝিনা, আমার মা এতো খবর কোথায় পান।
বীণা ফুপু তুমি যেখানেই থাকো ভালো থেকো।
১২ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:৩১
দয়িতা সরকার বলেছেন: ভাইয়া, টাইপিং প্রবলেম।
©somewhere in net ltd.
১|
১২ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:৫২
ভুয়া মফিজ বলেছেন: আপনি আপনার যে কোনও লেখা পোষ্ট করার আগে পাঠক হিসাবে বারকয়েক পড়ে নিবেন। তাহলে লেখার সমস্যা অনেকটাই দুর হবে। এটা বলাতে আশা করি মনে কিছু নিবেন না।