নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যুদ্ধ এবং শান্তি পাশাপাশি থাকতে পারে না।

দয়িতা সরকার

একজন সাধারণ মানুষ।

দয়িতা সরকার › বিস্তারিত পোস্টঃ

প্রিয় বাংলাদেশ

১২ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:২৭

প্রিয় বাংলাদেশ, তুমি স্বাধীন হয়েছ ১৯৭১। তুমি কী জানো তোমার কোলে আজোও কতো হাজার হাজার দেশ প্রেমিক বাঙ্গালী প্রতি মুহূর্তে যুদ্ধ করে মরে যায়। জানো না। আমি যুদ্ধ দেখিনি। যে স্বাধীনতা তার দেশ এর সৎ, দেশের পক্ষের মানুষদের নিরাপত্তা দিতে পারে না সেই স্বাধীনটা দিয়ে আমি কী করবো ? আমার চোখের সামনে হাজার হাজার পরিচিত মানুষ যারা দেশের বিপক্ষে ১৯৭১ সাল থেকে কাজ করছে তারা সরকারী উচ্চ পর্যায়ে কাজ করছেন। বেসরকারী পর্যায়েও। তারা বাড়ী- গাড়ী, ব্যাংক থেকে কোটি কোটি টাকা লূটে নিচ্ছে। তাঁদের বহু রূপ। কেঊ নাম মাত্র আওয়ামীলীগ করে, কেঊ জামাত করে , কেঊ বিএনপি করে। অনেক ভার্সিটির টিচার যারা নতুন প্রজন্মের তারা অধিকাংশ দেশ বিরোধী। আমরা শুধু জামাতিদের বলি দেশ বিরোধী কিন্তু জামাতের কতো রূপ তা কেঊ দেখতে পায় না। এক দল আছেন নামাজ রোজা করেন, এক দল বিভিন্ন ক্ষমতাশীল রাজনৈতিক দলের(যখন যে দল ক্ষমতায় থাকে) সাথে যুক্ত। তাঁদের কথা বার্তা, বেশ ভূষা দেখে বুজবেন না এরা কারা।

আমি আর লিখতে পাড়ছি না , দরজা ভেজ্ঞে হয় তো আমায় নিয়ে যাবে। দরজায় শব্দ হোচ্ছে।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১২ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:৪৬

ডার্ক ম্যান বলেছেন: আপনি ৯৯৯ কল করুন। ফেসবুক লাইভ করেও সাহায্য চাইতে পারেন।

১২ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:৫২

দয়িতা সরকার বলেছেন: আপনি কী আমাকে পাগল ভাবছেন? আমাকে নিতে আসছে। দরজায় কড়া নাড়ছে। মায়ের আত্মীয়রা এসেছে।

২| ১২ ই আগস্ট, ২০২১ রাত ৮:০০

ডার্ক ম্যান বলেছেন: পাগল কেন ভাববো। আপনি আপনার মায়ের আত্মীয়ের সাথে যেতে চাইছেন না। তাই বললাম।

৩| ১২ ই আগস্ট, ২০২১ রাত ৮:০৬

কামাল১৮ বলেছেন: এই দানবারা ছব্দবেশে আমাদের চারদিকে আছে,এদের থেকে শাবধান থাকতে হবে।দিন দিন এরা সংথ্যায় বাড়ছে।

৪| ১৩ ই আগস্ট, ২০২১ রাত ১২:২৪

রাজীব নুর বলেছেন: এই গানটি আপনার জন্য

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.