নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যুদ্ধ এবং শান্তি পাশাপাশি থাকতে পারে না।

দয়িতা সরকার

একজন সাধারণ মানুষ।

দয়িতা সরকার › বিস্তারিত পোস্টঃ

আমায় কি কেউ সাহায্য করবেন

১৩ ই আগস্ট, ২০২১ সকাল ৯:৩৩


কাল থেকে দরজায় আমার মা , আজ আমার বড় ভাই কয়েক জন মানুষ নিয়ে আসছেন? দেশের মানুষ কে নিরাপত্তা দেওয়ার অধিকার রাষ্ট্রের। আমি কেন সে অধিকার থেকে বঞ্চিত?

মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১৩ ই আগস্ট, ২০২১ সকাল ১০:০২

সাসুম বলেছেন: Call 999 Or আইন ও শালীস কেন্দ্রের নারী সেল আছে একটা।

১৪ ই আগস্ট, ২০২১ সকাল ৮:১১

দয়িতা সরকার বলেছেন: কল করেছিলাম।

২| ১৩ ই আগস্ট, ২০২১ সকাল ১০:১৮

শেরজা তপন বলেছেন: আগা নাই মাথা নাই -কি বললেন আর কিসের সাহায্য চাইছেন কিছুই বুঝলাম না!!!
আপনার মা আর ভাই কিছু মানুষ নিয়ে আসছেন আপনার দরজায়-সেখানে আবার প্রশ্নবোধক চিহ্ন!!!

১৪ ই আগস্ট, ২০২১ সকাল ৮:১০

দয়িতা সরকার বলেছেন: আমার প্রবলেমটা আমার তৈরি করা নয়। এটা আমাদের পরিবার ও মায়ের পরিবারের । মুলত এটা রাজনৈতিক। আমি সব কিছু বলতে পারছি না। বাসায় মা,যাকে বিয়ে করেছি সে আমাকে লিখতে দেয় না। রাতে নেট বন্ধ করে দিয়েছে। য়ামি কিছু বললেই আমাকে মানুসিক রুগি বলে।

৩| ১৩ ই আগস্ট, ২০২১ দুপুর ১:২১

নতুন বলেছেন: আপনার মা ভাই কেন মানুষ নিয়ে এসেছেন?

বিস্তারিত না বললে কিভাবে মানুষ সাহাজ্য করবে বা পরামর্শ দেবে?

আপনার নিরাপত্তার জন্য ৯৯৯ এ কল করুন সাহাজ্য চান।

১৩ ই আগস্ট, ২০২১ দুপুর ২:১৫

দয়িতা সরকার বলেছেন: আমাকে তারা তাদের মতো করতে চায়। কোন আইন য়ে আছে একজন ৩৬ বছর মেয়েকে জোর পূর্বক তাদের পুতুল করে রাখতে। তারা নকল করে, জাল সনদ এনে বিভিন্ন দেশের সাহায্য এনে পয়সা কামায়ছে আর আমাকে পরিবশ সেখায়, ব্যক্তিত শেখায়, স্মার্ট শেখায়, সালাম শেখায়। আমাকে তাদের এত প্রয়োজন কেন। আমার তাদের প্রয়োজন নেই। আমি না খেয়ে, এক পোশাক পরে, কুরে ঘরেও থাকতে পারি। তাদের এত বাজে কেন? আমাকে সূরা শেখায়, হাদিস শেখায়। আমি কি অন্ধ?

৪| ১৩ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:০৭

নতুন বলেছেন: আমাকে পরিবশ সেখায়, ব্যক্তিত শেখায়, স্মার্ট শেখায়, সালাম শেখায়। আমাকে তাদের এত প্রয়োজন কেন। আমার তাদের প্রয়োজন নেই। আমি না খেয়ে, এক পোশাক পরে, কুরে ঘরেও থাকতে পারি। তাদের এত বাজে কেন? আমাকে সূরা শেখায়, হাদিস শেখায়। আমি কি অন্ধ?

আপনার কাউন্সিলিং দরকার মনে হচ্ছে।

অনেক সময় আমরা আমাদের নিজের পক্ষের যুক্তি ছাড়া অন্য কিছুই বুঝতে চাইনা।

আমার ভাই নিয়েই এমন একটা সমস্যায় আছি। সে ছাড়া অন্য সবাই তার বুদ্ধিতে অমত পোষন করেছে কিন্তু সে মনে করছে যে সেই ঠিক আছৈ।

আমি, আমার বোন, বাবা, বোনের জামাই, বড় মামা, খালু, খালা সবাই এমন কি প্রতিবেশি সবাই তার মতামতটি পছন্দ করছেনা কিন্তু সে বিশ্বাস করে তার সিদ্ধান্তই ঠিক।

অনেক সময় আমাদের এমনটা মনে হতে পারে। তাই আপনি যাকে বিশ্বাস করেন এমন কোন বন্ধু বা মানুষিক রোগ বিশ্বেষঙ্জ কারুর সাথে কথা বলতে পারেন।

১৪ ই আগস্ট, ২০২১ সকাল ৮:০০

দয়িতা সরকার বলেছেন: প্রথমত আমি সরি। ব্লগার নতুন নকিব ভেবে কথা গুলো বলেছি। টাইপিং এ প্রবলেম এর জন্য বানানে প্রচুর ভুল হয়। কোন মানুষকে যদি ছোট থেকেই বুজতে না দেওয়া হয় যে সে যে পরিবেশে বেড়ে উঠছে সেটা তাঁর জন্য নিরাপদ নয় কারণ তাকে যদি তাঁর একান্ত কাছের মানুষ(নিজের মা) সেই বিষয় টা গোপন রাখে।

আমার কোন বন্ধ এখন আমাকে সাহায্য করতে পারবে না। এক মাত্র রাষ্ট্র যদি আমাকে নিরাপত্তা দেয় তাহলে আমি বাঁচতে পারব।
বাসায় আমার মা চলে আসছেন, যাকে বিয়ে করেছি সেউ তাদের দলের।

৫| ১৩ ই আগস্ট, ২০২১ রাত ৯:৩১

শাহ আজিজ বলেছেন: দৃষ্টি আকর্ষণ করতে চাইছেন ? সামু এমন একটি জায়গা যেখানে সবাই সবাইকে চেনে না । মুশকিল হচ্ছে কি ভাবে আপনাকে সাহায্য করবে ? আপনি অন্যভাবে আপ্রোচ করুন , কাজে দেবে ।

৬| ১৪ ই আগস্ট, ২০২১ সকাল ৮:২২

দয়িতা সরকার বলেছেন: আমি কারো আঁটেনশন পেতে চাচ্ছি না। সামুতে আমরা ব্যক্তিগত ভাবে কাউকে চিনি না। সবার ব্লগ পরে তাঁর সম্পর্কে তাকে কিছুটা জানা যায়। আমি এই মুহূর্তে নিজেকে নিরাপত্তাহীন ভাবছি কারণ আমার চার পাশে শুধুই তারা।

৭| ১৪ ই আগস্ট, ২০২১ বিকাল ৪:২৭

নতুন নকিব বলেছেন:



গতকাল আপনার সাম্প্রতিক একাধিক পোস্ট পড়ে আপনার অবস্থা সম্মন্ধে কিছুটা জেনেছিলাম। আজও আপনার অবস্থার উন্নতি হয়েছে কি না, তা জানার জন্য এসে দেখলাম, ব্লগার নতুন ভাইয়ের একটি প্রতিমন্তব্যে আমাকে স্মরণ করেছেন। আসলে আপনার সার্বিক অবস্থা যতটুকু আপনার লেখা থেকে জানতে পেরেছি, তাতে মনে হয়েছে, আপনার অবস্থা খুবই জটিল কিছু নয় এবং আপনি এ অবস্থা থেকে অতি সহজেই উত্তরণলাভ করে স্বাভাবিক অবস্থায় ফিরতে পারবেন।

আপনার প্রতি অনুরোধ রেখে দু'একটি কথা বলছি-

প্রথমতঃ সুখে দুঃখে সর্বাবস্থায় আপনি মহান আল্লাহ তাআ'লার প্রতি শুকরিয়া আদায় করুন। নান্দনিক পৃথিবী দেখার জন্য যিনি জীবন দিলেন তাঁর প্রতি কৃতজ্ঞতা আদায় করে শেষ করা যাবে না। জীবনের শেষ মুহূর্ত পর্যন্তু ভরসাও রাখতে হবে তাঁরই প্রতি। মনে রাখবেন, জীবন মৃত্যুর মালিক একমাত্র তিনিই। নিজের জীবনকে ধ্বংসের দিকে ঠেলে দেয়ার কোনো অধিকার আমাদের কারও আদৌ নেই। এটা পবিত্র কুরআনের স্পষ্ট নির্দেশ।

দ্বিতীয়তঃ আত্মীয় স্বজন এবং কাছের মানুষদের মধ্যে আপনি যাকে বিশ্বাস করেন, যার প্রতি আপনার আস্থা রয়েছে, ভরসা করার মত এমন কারও সাথে আপনার সার্বিক অবস্থাদি শেয়ার করুন। পরামর্শ করুন। বান্ধবীদের মধ্যে যাকে সবচেয়ে বেশি ধার্মিক বলে জানেন, তার কাছ থেকে পরামর্শ নেয়ার চেষ্টা করেন- আশা করি, তার/ তাদের থেকে সুপরামর্শ পাবেন এবং তাতে এই সঙ্কট কাটিয়ে ওঠার পথও পেয়ে যাবেন ইনশাআল্লাহ।

তৃতীয়তঃ আপনার স্বামী, মা কিংবা পরিবারের অন্যান্য সদস্যগণ যদি কোনো কারণে আপনার নেট ব্যবহারে বাধা দিয়ে থাকেন, আপনার উচিত সাময়িক কিছু দিনের জন্য তাদের পরামর্শ মেনে নিয়ে সেইভাবে সময় পার করে দেখা। এতে যদি সাময়িক সময় সামুতেও আপনার আসার সুযোগ না থাকে, সেটাকেও সমস্যা মনে না করে সহজভাবে মেনে নিয়ে দেখতে পারেন। ধরে নিচ্ছি, আপনি সুস্থই আছেন, তবু তাদের ধারণা অনুযায়ী, এতে আপনার মানসিক অবস্থার সুস্থতার প্রতি তাদের আস্থা তৈরি হবে। পরবর্তীতে আপনি সুযোগমত আপনার প্রয়োজনে আবার নেট ব্যবহার করে আপনার কাজ করতে পারবেন বলে মনে করি।

সবশেষে আপনার জন্য আমরা একান্তভাবে কল্যানের দোআ করছি। আল্লাহ তাআ'লা আপনার প্রতি সদয় হোন। আপনার সকল সমস্যার সমাধান তিনি যেন সহজেই করে দেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.