![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার মায়ের ও মায়ের পরিবারের কথা সবাই কম বেশি জেনেছেন। ছোট বেলা থেকে তাদের কাছে কথায় কথায় বিভিন্ন নীতি বাক্য শুনেছি। এই ধরুন আমার মা সে কিন্তু আমার নিজের গর্ভধারিণী মা, সে বলে মান যোগ হুশ না থাকলে তাকে মানুষ বলে না। আমি তাদের মাঝে কখনো মান ও হুশ কোন টাই দেখিনি। তাদের মেয়েদের স্বভাব গ্রামে-গ্রামে, মহল্লায় বিভিন্ন বাড়িতে বাড়িতে ঘুরে বেড়ানো বিশেষ করে সমাজে যারা সব দিক থেকে প্রতিষ্ঠিত, হোক সে আল্লাহ ভক্ত, ভগবান ভক্ত, ঈশ্বর ভক্ত। তাদের যে বিশেষ একটা গুন সেটা হোল নিজেকে বিভিন্ন ভাবে প্রকাশ করা (নিজের শরীর দেখানো)। মানুষের শরীর একটা শিল্প যেটা শিল্পীরা, বিভিন্ন ফিল্ম এ আমরা সেটাকে শিল্প হিসেবে মেনে নেই। সেইটা যদি আমরা নিজেদের স্বার্থের জন্য কাউকে অ্যাটাক কারার জন্য ব্যবহার করি সেটা কি শিল্প থাকে? তাছাড়া নির্দিষ্ট কোন বিশেষ উদ্দেশে যেমন, কারো বাড়ি গাড়ি, টাকা চাই, কারো দেশ চাই, কারো নিজেদের পরিচয়ে পরিচিত করতে চাই। এই বিশেষ উদ্দেশ্য হাসিল কারার জন্য তারা কখনো ধার্মিক সাজেন , কখনো কোনটাই নয়। আমার দাদা বাড়িতে কখনো কোন নীতি বাক্য, ছেলেমেয়েদের তাদের ইচ্ছার বিরুদ্ধে কোন কাজ করাননি, বিশেষ করে বাচ্চাদের যতটা সম্ভম খেলা-ধুলা, নিজেদের কাছাকাছি রাখতেন, বিভিন্ন গল্প করতেন। আমার দাদু আমার সাথে রাজা বাদশা, বণিকদের গল্প করতেন। ছোট বেলায় দেখতাম বাড়িতে আত্মীয় স্বজন এ ভরা। তবে কোন কাজের লোক(এখনকার সমাজে কাজের লোক বলতে যাদের বুঝি সে ধরনের কোন মানুষ বাড়িতে ছিল না) তবে গরীব , অভাবী মানুষ সব সময় ছিল। বাড়ির ভিতরে শুধুই মেয়েদের ও কাছের মানুষ জনের অনুমতি ছিল বাহিরে ছিল যারা কাজ করতেন তারা। আমাদের যখন বাড়ি ভেজ্ঞে নতুন বাড়ি তখন একটু বড় হওয়ার পর আমার সাথে থাকার জন্য একটা মেয়েকে রাখে, সে আমারি সমবয়সছিল। আমরা কখনো বাবা, দাদা, কাকাদের কখনো বাজে কথা বলতে শুনিনি, নীতি বাক্য শুনিনি, কথায় কথায় হাদিস শুনিনি। কাউকে হাদিসের কথা উপদেশ দিতেও শুনিনি। এত সব কথা বলছি কারণ জীবনের এত গুলো বছর পেরিয়ে যখন এক এক করে কাছের মানুষ জন কে হারাচ্ছি , প্রতিবেশী , ছোট বেলার খেলার সাথী , পরিচিত অনেক মানুষ জনকে পতিতা বানাচ্ছে, নিচু মানুষে পরিণত করছে তখন বুজতে পারলার কোন পরিবেশ আমাকে মানুষ হতে সাহায্য করছে। যারা কথায় কথায় হাদিস বলে, নীতি বাক্য বলে তারা সঠিক না আমার বাবা- দাদা সঠিক। যারা মানুষকে তাঁর ইচ্ছার বিরুদ্ধে নরকের দিকে ঠেলে দেয়, পৃথিবীর যত রকম নির্যাতন আছে করে তাদেরকে কীভাবে মানুষ বলি। যাদের সামান্য তম জ্ঞান নেই যে একজন ১৮ বছরের অধিক বয়সি মানুষকে তার ইচ্ছার বিরুদ্ধে অনৈতিক কাজ করানো যায় না। আমি নিজে সত্যই হতভম্ভ হই এই শ্রেণীর মানুষ গুলো সমাজে এত বেশি কেন? আমাদের সমাজের সচেতন, শিক্ষিত মানুষজন কোথায়? রাষ্ট্র তাঁর নাগরিকদের যে নিরাপত্তা দেওয়ার কথা উনারা কোথায় থাকেন? এদের সংখ্যা কেন হিসাব করা হয় না? কেন যুগের পর যুগ তাদের কথা কোন নির্ভরযোগ্য সংবাদ মাধ্যম এ আসে না? আইন তাদের কেন বাধা দেয় না? আমরা কি সবাই ওদের মতো নাম মাত্র মানুষ হব? কেন দেশ থেকে সনাতন ধর্মাবলম্বীরা চলে যাচ্ছেন? কেন তারা ওপেন ভাবে সৎ মানুষদের নির্যাতন করে তাদের চরিত্রে কালিমা দিতে চায়? অনেককে দিচ্ছেও, পতিতা বানাচ্ছে, প্রজনন ক্ষমতা নষ্ট করে দিচ্ছে। অথচ তাদের ঘরে সন্তান, নাতি-পুতির অভাব নেই। তারা আমাদের চোখের সামনে তাদের সংখ্যা দিন দিন বাড়াচ্ছে। এভাবে চললে দেশটা কোথায় যাবে বলতে পারেন? ভাল মানুষ সমাজে কমে গেলে তাদের সাথে লোকবল, শিক্ষা, টাকা, রাজনীতি কোন দিক থেকে আমরা পারব বলতে পারেন?
২১ শে অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৭:৪১
দয়িতা সরকার বলেছেন: মায়ের কথা বলতে এখন নিজেরই লজ্জা লাগে। তাদের জন্য আমাদের সব হারাতে হয়েছে। আপনিই বলুন নিজ মা তাঁর সন্তানদেরকে কেন শেষ করে দিচ্ছে?
২| ২৭ শে আগস্ট, ২০২১ রাত ১১:১৫
খায়রুল আহসান বলেছেন: আপনি একজন ভালো ক্লিনিকাল সাইকোলজিস্ট এর শরণাপন্ন হতে পারেন। এ ব্লগের জাফরুল মবিন নিজেই আপনাকে ভাল পরামরশ দিতে পারতেন, কিংবা কোন একজন ভালো মনোবিজ্ঞানীর কাছে রেফার করতে পারতেন। কিন্তু তিনি তো অনেকদিন ধরে ব্লগে আসছেন না।
২১ শে অক্টোবর, ২০২১ রাত ৮:৩৪
দয়িতা সরকার বলেছেন: বাইরে, বাসায় সবসময় যদি অশান্তি থাকে সে কীভাবে ভাল থাকবে? এখন ভাল আছি। মা গ্রামে চলে গেছেন। এর পর মা, মায়ের পরিবার নির্যাতন করলে আইনের আচ্রয় নেব। দোয়া করবেন যেন আমি ভাল থাকি। আমি একজন ভাল, নির্ভরযোগ্য গাইনী খুজছি।
৩| ০১ লা সেপ্টেম্বর, ২০২১ ভোর ৫:০৩
সোহানী বলেছেন: মবিন ভাই এর ফেসবুকের এড্রেস:
https://www.facebook.com/zafrul007
উনি চমৎকার একজন মানুষ। আমি খায়রুল ভাই এর মতো বলছি তুমি মবিন ভাই এর সাথে কথা বলে দেখতে পারো। একজন ব্লগার হিসেবে উনি তোমার সাথে কথা বলবেন আশা করি।
২১ শে অক্টোবর, ২০২১ রাত ৮:৩৮
দয়িতা সরকার বলেছেন: আপু, আমি একজন ভাল, সৎ, নির্ভরযোগ্য গাইনী খুঁজছি।
©somewhere in net ltd.
১|
২৬ শে আগস্ট, ২০২১ বিকাল ৪:৫৫
চাঁদগাজী বলেছেন:
আপনি আপনার মা'কে বিশ্বাস করার চেষ্টা করেন, উনি আপনার ভালো চাচ্ছেন।