নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যুদ্ধ এবং শান্তি পাশাপাশি থাকতে পারে না।

দয়িতা সরকার

একজন সাধারণ মানুষ।

দয়িতা সরকার › বিস্তারিত পোস্টঃ

আমার, আমার ভাইদের, বাবা, দাদু বাড়ির সবার নির্যাতনের বিচার চাই-২

২৪ শে অক্টোবর, ২০২১ বিকাল ৩:৫৩

আমার নির্যাতন আমিও সব লিখতে পারবো না কারণ যেদিন থেকে আমি বুঝতে পেরেছি যে আমাকে নিয়ে বিভিন্ন মিডিয়া( পেপার পত্রিকা, আরও অনেক মিডিয়া)তখন থেকেই আমি সব কিছু এড়িয়ে চলি। আমি প্রথম যেদিন আমার, দাদা বাড়ির শত্রুদের চিনতে পারি সেদিন থেকেই ব্লগ, ফেসবুক এ লিখতে থাকি। আমি প্রথমে কয়েক জনের কাছে ফোনে হেল্প চেয়েছি।পরে লেখা শুরু করি।

সামু ব্লগের এক ব্লগার বলেছেন সেন্সেটিভ বিষয় নিয়ে না লিখতে। আপনারা এত যত্ন সহকারে লেখেন, তাহলে কেন প্রতিবাদ করেন না? আপনারা আমাকে অসহায় ভেবেছেন? চুপে চুপে আপনাদের কাজ হাসিল করবেন? আমি আমার সৃষ্টিকর্তা ছাড়া আর কাউকেই ভয় পাই না।
আমি বিশ্বাস করি আপনারা যারা অসৎ, নিজেদের সুবিধার জন্য মানুষকে নির্যাতন করেন , উপরে উপরে ভাল মানুষ এর মুখোশ পরে আছেন, একদিন না একদিন তাদের সবার মুখোশ প্রকাশ হবেই। যেমন ধরুন আমার মা, তাকে আমি ছোট থেকেই শ্রদ্ধা করি না, তবে তাকে আমিই বেশি যত্ন করতাম। এখন আমি তাদের সবাইকেই চিনে ফেলেছি।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৪ শে অক্টোবর, ২০২১ বিকাল ৪:২৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপু আপনার কিছু মানসিক সমস্যা আছে মনে হয়। রিলাক্স থাকুন, আনন্দ করুন। ঘুরতে বের হোন। আর ডাক্তার দেখান।

২৪ শে অক্টোবর, ২০২১ বিকাল ৪:৫৭

দয়িতা সরকার বলেছেন: আপনাকে বলতে হবে না আমি কি করব। পারলে প্রতিবাদ করুন।

২| ২৪ শে অক্টোবর, ২০২১ বিকাল ৫:০২

কাজী ফাতেমা ছবি বলেছেন: প্রতিবাদ কীসের ভিত্তিতে করবো। কোথায় গিয়ে করবো। আপনি সূচীপত্র রেডি করুন আমরা আছি আপনার সাথে

২৪ শে অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৬:১৪

দয়িতা সরকার বলেছেন: কয়েক বছর হোল ব্লগে কি করেছেন? তখন কি সূচীপত্র ধরে করেছেন?

৩| ২৪ শে অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৬:৩৩

জগতারন বলেছেন:
আপনার কষ্ট ঠিক বুঝতে পারছি না।
সময় সুযোগ আমার সাথে বিস্তারিত জানিয়ে ফোন করুন, দেখি সহযোগীতা করা যাবে।
WhatsApp: +1-214-355-8233 (USA)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.