![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভাটারা থানাঃ
রিক্সা ওয়ালাকে প্রথমে উত্তর বাড্ডা থানায় যেতে বললাম, সে দেখি রামপুরার দিকে নিয়ে যায়। এ দিকে রাস্তা প্রায় ফাঁকা, অন্ধকার হয়ে আসসে। তখন রিক্সা ঘুরায়ে ভাটারা থানায় নিতে বললাম।
থানায় নিজের পরিচয় দিলাম। প্রথম ডিউটি অফিসার মাস্ক পড়তে বলে অন্য আরেক অফিসার এর রুম এ পাঠালেন। উনি উনিফরম পরা ছিলেন না। আমি উনাকে বাসার কথা বললাম, অফিসার বললেন গুলশান থানায় যান।
আমিঃ এত রাতে(রাত ৮;৩০ কি ৯;০০ হবে) একটা মেয়ে কীভাবে থানায় যাবে। আপনারা নিয়ে যান। তাছাড়া ওখানে গেলে বলবে এ থানা নয়, অন্য থানায় যান।
অফিসার ঃ আপনি টাকা দেন।
আমি ঃ আমি পালায়ে এসেছি। টাকা কীভাবে আনবো।
অফিসার ঃ একজনকে হ্যান্ড সানিটাইজার দিতে বলনেন।
নেওয়ার সাথে সাথে হাতে আমার মশা কামরাতে শুরু করল।
আমি আমার কাকাদের কাছে যেতে চাইলাম। উনারা ফোন দিতে বললেন। আমি উনাদের কাছে গ্রামের বাড়িতে পৌঁছে দিতে বললাম।
এর পর আমার মা এসে হাজির, থানার অনেকেই আসলো। থানা অনেকটা নিরব ছিল। সবার সাথেই আমি কথা বলে যাচ্ছিলাম। কয়েকজন বড় অফিসার কথা বললেন। কেউ টাকা নিয়ে এসেছিল। যাক এভাবে ভোর হোল। ভোরের দিকে আমি কথা বলিনি। ওরা ছিল কারো পাঠানো। ওরা থানায় অনেক চিৎকার , চেঁচামেচি করছিলো। আমার মা আসার পর থেকেই তাঁর সাথে যেতে বলছিল। রাতে আমার মা থানায় তাদের সাথে খেল। সকাল হলে আমার মায়ের মেঝো বোনের জামাই, সৎ পুলিশ আমাকে উঠিয়ে নিয়ে আসলো, সাথে আমার বড় ভাই ছিল। আমার ভাই কে ওরা ব্যাবহার করে।আমি বুঝি না এই পুলিশ যার আমার চেয়ে কয়েক বছরের ছোট মেয়ে আছে , সে কীভাবে এমন কাজে জড়িত। আমাদের পুলিশ, বিভিন্ন প্রশাসনে এধরনের অসৎ লোক বসে আছে। রাষ্ট্র কিছুই বলছে না। রাষ্ট্রের ঘুম কবে ভাঙবে।
চলবে
২| ২৪ শে অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৭:৩৪
নতুন বলেছেন: আপনি একটা ঘোরের মাঝে আছেন। প্লিজ ডাক্তার দেখান্। আপনার চিকিতসা দরকার।
৩| ২৪ শে অক্টোবর, ২০২১ রাত ১০:৩৭
মরুভূমির জলদস্যু বলেছেন: প্রথম পাতায় একজনের ৪টি পোস্ট থাকা সম্পর্কে আপনার কোনো মতামত আছে?
৪| ২৫ শে অক্টোবর, ২০২১ রাত ১২:১১
নেওয়াজ আলি বলেছেন: আজ আপনার অনেক পোষ্ট বগ্ল তাও প্রথম পৃষ্ঠায়
৫| ২৫ শে অক্টোবর, ২০২১ রাত ১২:৪৭
অপু তানভীর বলেছেন: আপনার পোস্ট গুলো পড়ে যা মনে হচ্ছে আপনি মানসিক ভাবে অসুস্থ একজন মানুষ। এর আগেও ঠিক একই ধরনের পোস্ট করতে দেখেছি আপনাকে। ব্লগে পোস্ট না দিয়ে আপনি মানসিক ডাক্তার দেখান দয়া করে।
মডারেটরদের অনুরোধ থাকবে ইনার এই রকম পোস্ট যাতে প্রথম পাতায় না আসে সেই ব্যবস্থা গ্রহন করতে।
৬| ২৫ শে অক্টোবর, ২০২১ সকাল ৮:৩৪
নূর আলম হিরণ বলেছেন: আপনি কি লিখেছেন আপনি নিজে বুঝছেন নাকি? মনে হচ্ছে অন্য কোন ভাষার লেখা গুগুল ট্রান্সলেট করে সেটা কপি করে পোস্ট করেছেন!
৭| ০৭ ই নভেম্বর, ২০২১ দুপুর ১:২০
মহাজাগতিক চিন্তা বলেছেন: আমাদের পুলিশগুলো যে ফুলিশ, সেটা আমি বুঝি।
©somewhere in net ltd.
১|
২৪ শে অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৬:২৭
জগতারন বলেছেন:
বুঝলাম না।