![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশের প্রথম সারির পত্রিকা, ইলেক্ট্রনিক মিডিয়া, ইউটিউব সহ আরও যেসব মিডিয়া আছে , তাদের প্রত্যেকেরই এক একটা পলিসি থাকে। এই সব পলিসি কী? সেসব পলিসি আমার জানার প্রয়োজন নেই। তারা কে কোন দেশের এজেন্দা বাস্তবায়ন করছে , সেগুলোও আমার জানার দরকার মনে করছি না।
আমাদের অনেক ধর্ম প্রাণ মুসলিমরা জানেই না, তারা কোন শ্রেণির মুসলিমদের সাথে প্রতি মুহূর্তে চলা-ফেরা করছে। মিডিয়াও তেমন জানে না তাদের মূল পলিসি কী? এটা উদাহরণ মাত্র।
সবার কাছে আমার দাবী- আপনারা নিজেদের স্বার্থ ছেড়ে দিয়ে দেশের ভিতর যত রকম ট্র্যাফিকিং -সেক্স, চাইল্ড, জেন্ডার নিয়ে লিখতে। কারা ট্র্যাফিকার ? কারা ভিকটিম ? এদের নিয়ে লিখতে। কারা ট্র্যাফিকারদের সহযোগিতা করে? বিশেষ করে ট্র্যাফিকারদের নিয়ে।
সময়ের সাথে সাথে সব পরিবর্তন হয়। এদের ও রুপ পরিবর্তন হয়েছে। ভিকটিম সাজিয়ে তাদের নিয়ে করুনা করার কোন মানেই হয় না। কারা তাদের এই পরিনতি করল তাদের খুজে বের করুন।
২| ৩১ শে অক্টোবর, ২০২১ বিকাল ৫:৫৯
নাহল তরকারি বলেছেন: যে যার মত সাংবাধিক হয়ে যাচ্ছে। আমার মতে সাংবাধিকতা নিয়ে স্নাতক কোর্স করা উচিৎ।
৩| ৩১ শে অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৬:১৯
উদারত১২৪ বলেছেন: সহমত ভাই
এক জান্নাতী সাহাবিয়ার ধৈর্য কতটুকু ছিল দেখুন
৪| ৩১ শে অক্টোবর, ২০২১ রাত ১১:৩০
রাজীব নুর বলেছেন: মানুষ নিজের কাজে ব্যস্ত। মানুষের এত সময় কোথায়?
৫| ০৭ ই নভেম্বর, ২০২১ দুপুর ১:১৫
মহাজাগতিক চিন্তা বলেছেন: আমি ক্লান্ত। আপনি যেন কি করতে বললেন?
©somewhere in net ltd.
১|
৩১ শে অক্টোবর, ২০২১ বিকাল ৫:৪৪
কবিতা পড়ার প্রহর বলেছেন: আচ্ছা করবো।
থ্যাংকস ফর দ্য চিন্তা ভাবনা এন্ড রিকোয়েস্ট।