নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যুদ্ধ এবং শান্তি পাশাপাশি থাকতে পারে না।

দয়িতা সরকার

একজন সাধারণ মানুষ।

দয়িতা সরকার › বিস্তারিত পোস্টঃ

সংবিধানের পাঁচটি মূলনীতি

২৫ শে নভেম্বর, ২০২১ বিকাল ৩:১৪





৩৪। আমার প্রথম প্রশ্ন রাষ্ট্র কোন অধিকারে আমার বাসায় স্পাই ক্যামেরা লাগিয়েছে ? তাছাড়া অনেক বছর হলো আমার কোনো প্রাইভেছি নেই। আমি কি ভিন গ্রহের কোনো আজব প্রাণী??? আমাকে আমার স্বাধীনতা দেওয়া হয় নি। আমি ঠিক মতো পড়তে পাড়িনি আমার দাদা- বাবার সব কিছু থাকার পরও। কেন আমাদের উপর এত জবরদস্তি করা হচ্ছে? আমরা মুল বাঙ্গালী, বাংলাদেশী। যারা উদ্ভাস্তু , যুগের পর যুগ ধরে বসবাস করলেই কী তাদের বাংলাদেশী বলা যায়?আমার কাছে সংবিধানের যে বইটা ছিল সেটা নীলক্ষেত এ কিনতে পাওয়া যায়। আমাকে গিফট করেছিল আমার স্কুল ফ্রেন্ড। আমাদের বাসায় যেহেতু কোনো কিছুই আমার থাকে না তাই এই মুহূর্তে আমি উকিপিডিয়া থেকে পাঁচটা পয়েন্ট আপনাদের মাঝে উল্লেখ করছি।

দ্বিতীয় ভাগ (রাষ্ট্র পরিচালনার মূলনীতি)
৩৪। জবরদস্তি ও শ্রম নিষিদ্ধকরণ
৩৬। চলাফেরার স্বাধীনতা
৪০। পেশা বা বৃত্তির স্বাধীনতা
৪২। সম্পত্তির অধিকার
৭১। দ্বৈত -সদস্যতায় বাধা

৩৪। আমার প্রথম প্রশ্ন রাষ্ট্র কোন অধিকারে আমার বাসায় স্পাই ক্যামেরা লাগিয়েছে ? তাছাড়া অনেক বছর হোল আমার কোনো প্রাইভেছি নেই। আমি কি ভিন গ্রহের কোনো আজব প্রাণী??? আমাকে আমার স্বাধীনতা দেওয়া হয় নি। আমি ঠিক মতো পড়তে পাড়িনি আমার দাদা- বাবার সব কিছু থাকার পরও। কেন আমাদের উপর এত জবরদস্তি করা হচ্ছে? আমরা মুল বাঙ্গালী, বাংলাদেশী। যারা উদ্ভাস্তু , যুগের পর যুগ ধরে বসবাস করলেই কী তাদের বাংলাদেশী বলা যায়?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.