নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যুদ্ধ এবং শান্তি পাশাপাশি থাকতে পারে না।

দয়িতা সরকার

একজন সাধারণ মানুষ।

দয়িতা সরকার › বিস্তারিত পোস্টঃ

সংবিধানের পাঁচটি মূলনীতি -২

২৫ শে নভেম্বর, ২০২১ বিকাল ৩:৫৭

৩৬। চলাফেরার স্বাধীনতা :
এই পয়েন্টটা সংবিধানের রচয়িতা যারা উনারা কীভাবে ব্যাখ্যা করেছেন জানিনা। আমি গণিত নিয়ে পড়েছি, সংবিধানের ব্যাখ্যাকারী নই, তবে আমি যতোটুকু নিজে বুঝি অন্যকে তাঁর চেয়ে বেশি বোঝাতে পারি। আমার নিজের বিবেক- বুদ্ধি দিয়ে বলতে পারি রাষ্ট্রের যারা বৈধ নাগরিক, যাদের উপর কোনো আইনি মামলা জটিলতা নেই তারা আমাদের সংস্কৃতি মেনে যেকোনো পোশাকে রাস্তায় চলাফেরা করতে পারবে। কোনো নাগরিক যদি মানুসিক ভাবে অসুস্থ হয়, সেও যদি উলজ্ঞ হয়ে ঘোরাফেরা করে তাহলে যে কোনো সুনাগরিকের উচিৎ তাকে উপযুক্ত ব্যক্তি , হতে পারে থানায় দেওয়া, যাতে তাঁর প্রতি কোনো অন্যায় না হয়।
আমার উপর, আমার ভাইদের উপর কেন রাস্তায় রাস্তায় পিছনে পিছনে মানুষ ঘুরে বেড়াত, বুলিং করতো। আমাদের অন্যায় টা কোথায়? আমাদেরকে দাদা বাড়ি থেকে বিচ্ছিন্ন করে কেনই বা তাদের কাছ থেকে টাকা নিত। আমার ছোট ভাইয়ে মৃত্যুর জন্য দায়ী কে? আমাদের সুন্দর ভবিষ্যৎ নষ্ট কররার জন্য দায়ী কে? আমাদের উপর যদি এত নির্যাতন হয়, বস্তি, গরীব, অসহায় তাদের হিসাব কে রাখে? তারা কি তাদের অধিকার জানে যে রাষ্ট্র তাদের কি অধিকার দিয়েছে?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.