নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যুদ্ধ এবং শান্তি পাশাপাশি থাকতে পারে না।

দয়িতা সরকার

একজন সাধারণ মানুষ।

দয়িতা সরকার › বিস্তারিত পোস্টঃ

সংবিধানের পাঁচটি মূলনীতি -৪

২৫ শে নভেম্বর, ২০২১ বিকাল ৪:৫৪

৪২। সম্পত্তির অধিকার ঃ
গুগল থেকে
সম্পত্তি ঃ
সম্পত্তি = (ধন, ঐশ্বর্য, সম্বল) বিষয়-আশয়, জায়গাজমি । সম্পদ = (ধন, ঐশ্বর্য, সম্বল), উৎকর্ষ, মহিমা, পুঁজি।জায়গাজমির মালিক।

সম্পত্তির অর্থ এখানে যা দেওয়া হয়েছে তাঁর প্রত্যেক টা আমাদের দাদা, বাবার আছে। এছাড়াও আমাদের উপর মায়ের পরিবারের শত নির্যাতন সহ্য করেও আমারা সবাই শিক্ষিত হয়েছি, আকাদেমিক, চারিত্রিক দিক, সামাজিক দিক থেকে। যে সম্পত্তি কেউ নিতে পারবে না।
আপনি বলুন আমাদের আর কত শাস্তি ভোগ করতে হবে সেই সব অমানুষ দের জন্য যাদের কোনো সম্পত্তি নেই। আছে শুধু অপরের সম্পত্তি (জায়গাজমি) কীভাবে ভোগ -দখল করা যায়? কীভাবে জায়গাজমি খাস করা যায়? সেই জমি তারা নিজেরা কোনো কাজেই লাগায় না। তারা কেউ কোনো কাজ করে না, তারা সব সময় অপরের পিছনে লেগে থাকে, গল্প করে সময় পার করে, কেউ তাদের আত্মীয় নয়, তবু বলবে সে আমাদের এই হয় , সেই হয়। তারা দেশের নাগরিক নয়, উদ্বাস্তু। তাদের কোনো শেষ ঠিকানা নেই(কবরস্থন)।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.