![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বরাবর,
বাংলাদেশ সরকার প্রধান(PM), ও পৃথিবীর অভিভাবক(UN).
আপনারা কোনো দেশ, জাতি সর্বোপরি পৃথিবীতে আদৌও কোনো শান্তি আনতে পারবেন কী???????? যদি কোনো পরিবার একক ভাবে শান্তিতে তার সন্তানদের নিয়ে রাতে ঘুমাতেই না পারে, সেখানে দেশ এর বাউন্ডারি, পৃথিবীর বাউন্ডারির কি প্রয়োজন আছে?????? আমাদের এই পৃথিবীতে ,সমাজে, জাতিতে এত force কেনো? মানুষকে কেনো তার ইচ্ছের বিরুদ্ধে বিভিন্ন জাতি, বিশেষ করে সমাজের যারা একদম নিচের , মূর্খ, বিবেকহীন ,তারা কেনো আজও আমাদের মত শান্তিপ্রিয় মানুষদের শেষ করে দিচ্ছে????? আমার দেশ, Bangladesh এর অনেক ভদ্র, সমাজে প্রতিষ্ঠত তাদের নিখোঁজ করে দিয়েছে। অনেক পরিবার তাদের হাতে জিম্মি. UN আপনাদের আদৌ পৃথিবীর প্রয়োজন কি না????? আপনারা half human দের পৃথিবী দেবেন না কি full human দের দিবেন?????
Facebook & somehereinblog-Doyeeta sarkar ( real name - Mst. Salma Khatun)MSc(Math), Hon(math), Eden Mohila College, Azimpur, Dhaka, Bangladeah.
বাংলাদেশের অনেক প্রাইভেট স্কুলে জাতীয় সঙ্গীত, শপথ হয় না। বাচ্চাদের, টিচারদের (যে সকল টিচার দেশ প্রেমিক, বাংলাদেশী)তাদের বিভিন্ন গ্রুপ এ নেয় , তাদের না জানিয়ে। বাংলাদেশ এর আইন বিরোধী, এমন কি তাদের নীতির বিরুদ্ধে কাজ করায়। অনেকে ফেঁসে যায়। যাদের পারেনা তাদের বাসায় পর্যন্ত রাতে বিছানা share করতে চুপে half human পাঠায়, অর্থাৎ রেপ করতে পাঠায়।
©somewhere in net ltd.