নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কনটেন্ট রাইটার -অপটিমাইজার এবং এসইও এক্সপার্ট হিসেবে বিভ্ন্নি প্রোডাক্ট, সেবা গুগল সহ বিভিন্ন সার্চ ইন্জিনে র‌্যাঙ্ক করি। প্রয়োজনে যোগাযোগ করুন, ০১৭২২৯৮০৬৯৮।

শামীম জিপসী

Hi, this is Shamim Al Mamun. For my nature of wandering, I add my name as Shamim Gypsy. I like poetry, short story, aphoristic Essays and the books which are related to the human psychology.

শামীম জিপসী › বিস্তারিত পোস্টঃ

সাধারন মানুষদের উলঙ্গ করবার অধিকার সরকারের নাই!

২১ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২৭

সাধারণ জনগন না খেয়ে মরবে অথচ সরকারী কর্মকতারা নাক ডেকে ঘুমাবে এটা হতে পারে না। সাধীন দেশে সুস্থ ভাবে বেচে থাকার অধিকার সকল মানুষের । সরকারের উচিৎ তথ্য প্রযুক্তির উন্নয়ন করে সবার জন্য কর্ম সংস্থান সৃস্টি করা। আর সরকার সেটা না করে যারা সরকারী চাকুরী করছেন তাদেরকেই বেতন আরো দিগুন দিতে চান। এটা দু:খ জনক। সরকারের এই সিদ্ধান্তের কারনে পন্য মূল্য দিগুন হবে। সরকারী কর্মকর্তরা না হয় চলতে পারবে আমরা কিভাবে চলব? আর যারা চাকুরী না পেয়ে বেকার বসে আছে তাদের কি হবে? একটা পরিবারের সংকট একটা দেশের সংক বোধ করি এই জ্ঞ্যানটুকু রাজনীতিক নেতাদের মাথায় থাকা উচিৎ।

মাননীয় প্রধান মন্ত্রীর কাছে আমার অনুরোধ, আমি গতবার আপনার দলকে ভোট দিয়েছি তবে এবার হয়তোবা দিবো না্ । দয়া করে আমার মত লাখ লাখ বেকারের স্বপ্ন নষ্ঠ না করে সবার জন্য কিছু করবার চিন্তা করুন। তথ্যপ্রযুক্তির উন্নয়ন করে বেকারদের কর্মসংস্থান সৃষ্টি করুন। বাংলাদেশকে বেকার মুক্ত দেশে রুপান্তরিত করুন। আজ আমি আপনাদের ভুল সিদ্ধান্তের কারনে সামহোয়ার ইন ব্লগে এসেছি কিন্তু কাল হয়তো লাখ লাখ জনগন রাস্তায় নেমে আসবে এবং আপনাদের বিরুদ্ধে স্লোগান দেবে।

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২১ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩২

খেলাঘর বলেছেন:


আপনাকে হয়তো সৌদী পাঠাবে সরকার।

২১ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৫

শামীম জিপসী বলেছেন: শুধু আপনারা মনে রাখুন আমায়, তাহলেই চলবে।

২| ২১ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩৫

ঢাকাবাসী বলেছেন: হা হা হা বেকারদের উ্‌নয়ন করবে এই সরকার?

২১ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৭

শামীম জিপসী বলেছেন: সরকারের দোষ ধরতে আমি আসি নাই। আমি লাখো বেকারের দাবী আদায় করতে আসছি।

৩| ২১ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩৫

এমএম মিন্টু বলেছেন: ভাল বলেছেন প্রধান মন্ত্রী হয়ত আমাদের কথা চিন্তা করবে না ।

২১ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৮

শামীম জিপসী বলেছেন: দু:খ আমার এখানেই।

৪| ২১ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৬

খেলাঘর বলেছেন:


জয়, আর তারেকের আয় আছে? শেখ হাসিনা ও খালেদা জিয়ার মাথা ব্যাথা নেই!

২১ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৯

শামীম জিপসী বলেছেন: কি যে বলি ভাই, কষ্টে আছি।

৫| ২১ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০৫

খেলাঘর বলেছেন:


আগামী বছরের মার্চ, এপ্রিলে আমাকে আপনার ব্যাপারে মনে করায়ে দেবেন, আমি বেকারদের জন্য কিছু করবো।

২১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৪১

শামীম জিপসী বলেছেন: হা হা হা ভাইয়া আমি চাকুরীজিবী। আমি আমিরিকান ব্লগে পন্য সম্পর্কে লেখা লেখি করি। নতুন তাই অবশ্য বেতন কম কিন্তু ভালই লাগে। ধন্যবাদ সুন্দর একটা কমেন্ট এর জন্য।

৬| ২১ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১৪

প্রবাসী ভাবুক বলেছেন: সরকার কি আর জনগণের কথা ভাবে? ভাবে নিজের আর আমলাদের কথা৷ আমার আপনার চিল্লাপাল্লা শুধু বৃথা৷

২১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৪০

শামীম জিপসী বলেছেন: If Winter comes, can Spring be far behind?-P. B. Shelley একদিন নতুন সূর্য্য উদয় হবেই..।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.