![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Hi, this is Shamim Al Mamun. For my nature of wandering, I add my name as Shamim Gypsy. I like poetry, short story, aphoristic Essays and the books which are related to the human psychology.
ডঃ জাকির নায়েক সম্পর্কে যারা দুর্নাম করছেন তাদের দু-চারজন যারা ইসলাম সম্পর্কে খুব ভাল বুঝে তাদের জিজ্ঞেস করেছিলাম, জাকির নায়েকের ভুল কোথায়? অনেকেই আজগুবে উত্তর দিলেও দু-জন ব্যক্তি ভালভাবে উপস্থাপন করেছেন।
যাইহোক তারা কেউ বলেনি জঙ্গীবাদে ডঃ জাকির নায়েক জড়িত কিংবা উস্কানি দিয়েছেন। Jakir Naik লিখে ফেসবুকে সার্চ দিয়ে যা দেখলাম, ভারতের হিন্দুরা পুজা নিয়েও এতোটা স্টাট্যাস দেয় কি না সন্দেহ আছে। তারা পিচ টিভি বন্ধে এবং ডঃ জাকির নায়েক কে ইন্ডিয়ার বাহিরের রাখার জন্য স্টাট্যাস দিচ্ছেন।
***আমি হ্যাপি, ইন্ডিয়া সানি লেয়ুন কে স্বাগতম জানায় আর ডঃ জাকির নায়েক কে বহিস্কারের চিন্তা করে!
*** কেউ ভুলের উর্দ্ধে নয়, ডঃ জাকির নায়েকের ইসলামিক ভুল ব্যাখ্যা যদি থাকে সেটা সংশোধন হোক এটা আমিও চাই। কিন্তু একটা জিনিষ আমার জ্ঞ্যানে আসছে না যে বাংলাদেশে কিছু পীর, মহিলা মুরিদ দ্বারা “ইয়ে” তে মুখ ঠেকিয়ে নিয়ে বিভিন্ন সেবা দিচ্ছে তখন এইসব বাংলার আলেম কোথায় ছিল যারা ইসলামের অপপ্রচারের জন্য জাকিরের বক্তব্য নিষিদ্ধ করতে সরকারকে অনুরোধ করেছেন? যদি আমার কথা বিস্বাস না হয় দেখুন নীচের লিংগুলিতে পীরদের ভন্ডামী
https://www.youtube.com/watch?v=89kOtN5r0w8
https://www.youtube.com/watch?v=NCCrTMqgmdU
অনেকেই বলছেন ডঃ জাকির নায়েকের মাসিক আয় ২২৫-৬ কোটি টাকা।
*** ভাই ডঃ জাকির নায়েক টাকা চুরি করেনি। সানি লেয়ুন কত টাকা মাসে ইনকাম করলো সেটা আপনাদের মাথা ব্যাথার কারণ হয়নি, এটা হল কেন? বলতে পারবেন ডঃ জাকির নায়েক যাকাত কিংবা কর দেয়নি? বড় প্রতিষ্ঠান চালাতে হলে অবশ্যই শত শত কোটি টাকা রিজার্ভ থাকতে হবে। যদি যাকাত এবং কর দেয়ার পর ডঃ জাকির নায়েকের হাজার কোটি টাকা থাকে এতে আপনাদের প্রবলেম কোথায়?
ডঃ জাকির নায়েক এবং জঙ্গীবাদী ISIS:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিংবা জিয়ায়ুর রহমান এর আদর্শ অনুসরনকারী কোন একজন ব্যক্তি খুনের আসামী হিসেবে অভিযুক্ত হলে তার অপরাধের শাস্তী স্বরুপ আপনারা কি এই দুই মহান ব্যক্তির বক্তব্য এবং কৃতকর্ম সব ডিলেট করবেন? ভারতীয় হিন্দুরা সেটাই দাবী করেছেন। সাথে তাল মিলিয়ে চলছেন কিছু বাংলাদেশী মুসলিম।
কেউ কি প্রমান করতে পারবেন ডঃ জাকির নায়েক লাদেন কিংবা ISIS এর এজেন্ট হিসেবে কাজ করেছেন? বরং আমি একটা পুরানো ভিডিও সাথে বর্তমান সাক্ষাতকারের লিংক দিচ্ছে যেখানে ISIS এর সম্পর্কে ডঃ জাকির নায়েকের ধারনা অনেক আগেই ডঃ জাকির নায়েক দিয়েছেন। এই ভিডিওটিতে সমসাময়িক সাক্ষাতকারটিও পাবেন ডঃ জাকির নায়েকের (গুলশানের জঙ্গী হামলার বিষয়ে)।যেসব জঙ্গী তাকে ফলো করে বলে প্রচার করা হচ্ছে এটা ডাহা মিথ্যা। এই ভিডিওটিই তার প্রমান।
https://www.youtube.com/watch?v=QN9sBuFzePAv
পিচটিভি এবং ভারতের বিভিন্ন চানেল:
ভারতীয় টিভি চ্যানেলগুলো কারণে অনেক মেয়েই আত্মহত্যা করেছে বাংলাদেশে।স্টার জলসা, স্টার প্লাস এবং জি বাংলার কারণে প্রতিনিয়ত বেড়েই যাচ্ছে পরকিয়া, ডিভোর্স এবং বউ-স্বাশুরির যুদ্ধ। কই এসব কারণে কোন আলেমদের দল সরকারের কাছে আবেদন জানায়নি ভারতীয় চ্যানেল গুলো বন্ধ করতে! যেদেশে কসমিকসেক্স, থ্রি ইন ওয়ানবেড এবং বাপী বাড়ী যা এর মতো ছবি বাংলায় তৈরী হয় সেদেশের সমাজ এবং সেক্সুয়াল কালচার সম্পর্কে নতুন করে কিছু বলার নাই। যে দেশের টিভি চ্যানেল গুলো ঢাক ঢোল বাজিয়ে ব্লু-ফ্লিমের নায়িকাকে স্বাগত জানায় তাদের দেশের চ্যানেল থেকে বাংলাদেশের তরুন প্রজন্ম কি শিখবে? শিখবে “এটা কোন ব্যাপার নয়, সানি আপুতো রেগুলার করে”। হয়তোবা রাগ হচ্ছেন আমার উপর কিন্তু এটাই সত্য যা চায়ের দোকানে বসে টিনেজ ছেলেদের মুখে শুনেছি।
ভারতের একমাত্র টিভি চ্যানেল পিচটিভি যা থেকে শিক্ষনীয় প্রোগ্রাম দেখায়। যারা বিতর্ক করছেন তাদের সাথে একমত হলেও পিচটিভির ৫০% প্রোগ্রাম সঠিক, আর সেটাই বা কম কি? কারণ অন্য চ্যানেল গুলো শেখানোর বদলে ধ্বংস করছে আমাদের সমাজ এবং স্বকীয়তা।
তারপরেও পিচটিভি বন্ধ করাকে স্বাগত জানাবো যদি ভারতের সব চ্যানেল বন্ধ করা হয়। এতে বেচে যাবে আমাদের সমাজ এবং নবরুপে জেগে উঠবে আমাদের দেশী মিডিয়া গুলো। কলকাতা তথা ভারত বাংলাদেশের কোন চ্যানেল চালায় না তাহলে আমরা কেন চালাবো? যদি বলেন জনপ্রিয়তা নাই আমাদের তাহলে সেটা ভুল। ফেসবুকের সুবাদে আজ থেকে ৬-৭ বছর আগেও আমি বিভিন্ন কলকাতার ছেলে মেয়ের মুখে শুনেছি তারা বাংলাদেশের নাটকের ভক্ত। সমস্যা তাদের দেশে ক্যাবল মালিকেরা বাংলাদেশী চ্যানেল চালায় না।
ডঃ জাকির নায়েক বিরোধীদের কাছে কিছু প্রশ্ন:
১. ডঃ জাকির নায়েকের বক্তব্য শুনে ইহুদি, খ্রিষ্টান বা বির্ধমীরা ইসলাম ধর্ম গ্রহন করছেন নাকি মুসলিমরা অন্য ধর্ম গ্রহন করছেন?
খুব সহজেই উত্তর পেয়ে যাবেন একটু ভাবলেই। আমি ধর্ম নিয়ে মারামারি (ইন্ডিয়া বিখ্যাত) কিংবা ধর্ম পরিবর্তনের জন্য টাকা ছড়াছড়ি (আমেরিকা বিখ্যাত) কোনটাই পছন্দ করি না। তবে যুক্তি দিয়ে কাউকে বোঝানোর পদ্ধতিকে সঠিক মনে করি। ডঃ জাকির নায়েক বিরোধী ভাই ও বোনদের কাছে আমার আবেদন, ইসলাম প্রসারের জন্যে হলেও ডঃ জাকির নায়েকের প্রয়োজন বর্তমান সময়ে। আপনাদের দ্বি-মতের বিষয় গুলো প্রয়োজনে এড়িয়ে চলবেন, পারলে দু-এক জনকে বুঝিয়ে দেবেন কিন্তু তাকে চিরতরে বন্ধ করতে আন্দোলন করবেন না। আপনি যদি সঠিক ভাবে বুঝিয়ে বলেন তাহলে আর দশজন সেই ভুলগুলো এড়িয়ে চলবে যেমন আমাকে ভারতের এক ধর্মপরায়ন বড় ভাই বুঝিয়ে দিয়েছেন কয়েকটা পয়েন্ট।
২. ডঃ জাকির নায়েক কোন জঙ্গীবাদের সাথে জড়িত কিনা?
জঙ্গীবাদ কোন দেশের জন্যই ভাল খবর নয়। আমি জানিনা কিংবা কোন রেফারেন্স পাইনি ডঃ জাকির নায়েকের বিরুদ্ধে জড়িত থাকার। যদি থেকে থাকে আমাকে রেফারেন্স দিন আমি মন থেকে ডঃ জাকির নায়েক কে চিরতরে মুছে ফেলবো।
৩. ডঃ জাকির নায়েকের বিরুদ্ধে খ্রিষ্টান কিংবা ইহুদিদের এজেন্ট হিসেবে কাজ করার কোন প্রমান আছে কি না?
আমার মনে হয় নাই। জঙ্গীবাদ-ইহুদিদের এজেন্ট কারো সাথেই যদি ডঃ জাকির নায়েকের সম্পৃক্ততা না থাকে তাহলে আমার মনে হয় ডঃ জাকির নায়েক কে তার মত কাজ করতে দেয়া উচিৎ। একজন মানুষের নুন্যতম বাক স্বাধীনতা না দেয়া কোন সভ্য জাতির কাজ নয়।
১৩ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:৪৭
শামীম জিপসী বলেছেন: ধন্যবাদ ভাই!
২| ১৩ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:৪০
ব্যাড সেক্টর বলেছেন: ভাই আমরা হুজুকে জাতি, আমরা কোন কথা যাচাই করার প্রয়োজন বোধ করি না। চিলে কান নিয়ে গেছে আর আমরাও ছুটছি !!!
১৩ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:৪৯
শামীম জিপসী বলেছেন: ঠিক তাই ভাই, জানিনা এই ঝোঁক বাঙ্গলীর কমবে কবে।
©somewhere in net ltd.
১|
১৩ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:২১
বিলিওনার বলেছেন: গুড