নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কনটেন্ট রাইটার -অপটিমাইজার এবং এসইও এক্সপার্ট হিসেবে বিভ্ন্নি প্রোডাক্ট, সেবা গুগল সহ বিভিন্ন সার্চ ইন্জিনে র‌্যাঙ্ক করি। প্রয়োজনে যোগাযোগ করুন, ০১৭২২৯৮০৬৯৮।

শামীম জিপসী

Hi, this is Shamim Al Mamun. For my nature of wandering, I add my name as Shamim Gypsy. I like poetry, short story, aphoristic Essays and the books which are related to the human psychology.

শামীম জিপসী › বিস্তারিত পোস্টঃ

ক্রাইমপেট্রল, একটি খাটি দেশী 2x প্রোগ্রাম!

২৮ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৭

সরি এমন একটি ইস্যু নিয়ে কথা বলতে হচ্ছে যা পাবলিক প্লেসে বলা উচিৎ নয়! বাট প্রবলেম যেহেতু সর্বস্তরের মানুষ ক্রেন্দ্রিক আমি ক্রাইমপেট্রল বিষয়ে সবার সামনেই বলবো। ইন্ডিয়ানরা আর কিছু না জানুক বিজনেস প্রতিষ্ঠান কিভাবে চালাতে হয় এই বিষয়ে দক্ষ। বিস্বাস না হলে বর্তমান বিশ্বের বড় বড় কোম্পানীর দিকে তাকালেই বুঝবেন। তারা সর্প হয়ে দংশন করে, ওঝা হয়ে ঝাড়ে। তারা সানি লেউনকে ন্যাঙটা টাকা করে টাকা ইনকাম করে আবার সমাজ যখন সানি লেউনের মতো ন্যাঙ্টা হয়ে নাচতে শুরু করে তখন ইহার প্রতিষেধক স্বরুপ তারা ক্রাইমপেট্রল তৈরী করে। বখে যাওয়া সমাজ কে রক্ষা করার জন্য।


কিন্তু একটু চিন্তা করে দেখেন, দুই টাইপের প্রোগ্রামে তারা এমন কিছু দেখায় যা নগ্ন বা 2x ফ্লিমের সামিল। কিন্তু ক্রাইমপেট্রল দেখলে মনে হয় এটা শিক্ষামূলক। কিন্তু আসল ঘটনা কিন্তু সেটা নয় এখানে পরকিয়া, প্রেম এবং যৌনতার কাহিনী মুখশের আড়ালে তুলে ধরা হয় অনেক ভদ্রতার সহিত! তবে হট দৃশ্য দুটোতেই সেইম! আপনার সাথে বসে আপনার ছোট ভাই বোন কিংবা যেই দেখুক না কেন এই অনুষ্ঠান তারও ফিল হবে এটা একটা অপরাধ কিন্তু তার মনে দৃড় একটা বিস্বাস জন্ম নিবে এসব সামাজে হয়েই্ থাকে। এবং পরবর্তীতে এই বিস্বাসের মাধ্যমে আপনার সেই সব আপনজন দ্বারাই এসব ঘটনা ঘটাতেই পারে। এমন যেন না হয় যে আপনার আপনজনের লাইফ স্টেরি থেকে ক্রাইম পেট্রলের গল্প রচীত হয়।
============================
সরি যারা মনে করছেন এই প্রোগ্রামটি সচেতনা মুলক, এখানে পরকিয়া, প্রেম এবং যৌনতার কাহিনী অনেক প্রানবন্ত। আপনার মতামতকে শ্রদ্ধা রেখে বলতে চাই টিনেজ ছেলে মেয়েদের থেকে এসব প্রোগ্রাম দুরে রাখবেন!
#Stop_indian_channel #Save_bangladeshi_culture #crime_patrol

মন্তব্য ১৯ টি রেটিং +১/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ২৮ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:০১

রাজীব নুর বলেছেন: ফালতু পোষ্ট।

২৮ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৫৩

শামীম জিপসী বলেছেন: ধন্যবাদ, আমার পোষ্টটি দ্বিমত হবার মতোই, যাইহোক ছোট ভাই বোনেরা যেন হট সিন গুলো না দেখে খেয়াল রাখাবেন

২| ২৮ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:০৪

নাদিয়া রহমান চুমকি বলেছেন: বাজে কথা।

২৮ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৫২

শামীম জিপসী বলেছেন: ধন্যবাদ, আমার পোষ্টটি দ্বিমত হবার মতোই, যাইহোক ছোট ভাই বোনেরা যেন হট সিন গুলো না দেখে খেয়াল রাখাবেন!

৩| ২৮ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:১৫

হাসান৭৮৬ বলেছেন: ধন্যবাদ,সত্য তুলে ধরার জন্য

২৮ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৫২

শামীম জিপসী বলেছেন: ধন্যবাদ, খুব কম জনই একমত হবে এই বিষয়ে!

৪| ২৮ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৩৯

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: যে যেভাবে নেয়। আমার কাছে তো যথেষ্ট সচেতনতামূলক মনে হয়।

২৮ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৫০

শামীম জিপসী বলেছেন: ধন্যবাদ, আমার পোষ্টটি দ্বিমত হবার মতোই, যাই ছোট ভাই বোনেরা যেন হট সিন গুলো না দেখে খেয়াল রাখাবেন!

৫| ২৮ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৬

আখেনাটেন বলেছেন: টিভির টিআরপি বাড়ানোর জন্য অনেক কিছুই করতে হয়। সমাজ এখানে গৌণ, ব্যবসাটায় মুখ্য।

২৮ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৪৭

শামীম জিপসী বলেছেন: ধন্যবাদ ভাই!

৬| ২৮ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:০৬

আমি চির-দুরন্ত বলেছেন: মানুষ এইসব বিষয়ে সচেতন হতে পারে।

কিন্তু মুলকথা হল এইসব দেখে যত মানুষ যতটুকু সচেতন হয় , তার থেকে বেশি অপরাধীরা অপরাধের কলাকৌশল শিখে যায়।

২৮ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৪৬

শামীম জিপসী বলেছেন: আমার কাছে এটা মনে হয়েছে ভাই, ধন্যবাদ।

৭| ২৮ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:২৩

কানিজ রিনা বলেছেন: চির দরন্তর সাথে একমত। ধন্যবাদ উপস্থপন
ভাল লাগল।

৮| ২৮ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৫৭

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ক্রাইম পেট্রোল অবশ্যই দর্শকদের জন্য শিক্ষামূলক সিরিয়াল। যৌনতার বিষয়ে আমি আপনার সাথে একমত নই। এই সিরিয়ালে রেখে ঢেকেই যৌনতার বিষয়টি দেখানো হয়। আর যৌনতা ক্রাইমের অন্যতম প্রধান উৎস। না দেখিয়ে উপায় নেই। বাচ্চাদের নিয়ে আপনি এসব সিরিয়াল দেখবেন কেন?

৩১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৩:২০

শামীম জিপসী বলেছেন: যৌনতা অনেকাংশে কমিয়ে দেখানো যেত বাট তারা প্রানবন্ত করে দেখিয়ে থাকে। যাইহোক শিক্ষা নিতে থাকেন মুলত বিশেষ শিক্ষাই এখনে দেয়া হয়ে থাকে!
(বাচ্চাদের নিয়ে আপনি এসব সিরিয়াল দেখবেন কেন?- না আমি দেখিনা এই প্রোগ্রাম দু-চারটিতেই অভিজ্ঞতা হয়েছে তবে আপনি এই ভুল করবেন না দয়া করে)

৯| ২৮ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:০৭

অদ্বিত বলেছেন: সম্পূর্ণ একমত। এসব টিভি শোগুলো হল আজাইরা। অপরাধ বিষয়ে কার আগ্রহ হয় ? খুব কম মানুষের। এসব ক্রাইমের অনুষ্ঠান দেখলে আরো মন মেজাজ খারাপ হয়ে যায়। আমি কোন দুঃখে সচেতন হয়ে চলতে যাব ? তাহলে তো সবসময় ভয়ে ভয়ে থাকতে হবে, এই বুঝি কিছু হয়ে যায়। এমন ভয়ে ভয়ে বাঁচা যায় নাকি ? আমরা সচেতন হয়ে চলব না। যদি কিছু হয়, দোষ পুলিশের। তারা আছে না আমাদের রক্ষা করার জন্য। আমরা যেন নিশ্চিন্তে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরতে পারি, সেটা পুলিশ ও সরকারের দায়িত্ব ( আমাদের নয় )।

৩১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৩:২২

শামীম জিপসী বলেছেন: এরা মোড়কের আড়ালে ভিন্ন প্রোডাক্ট সেল করে।

১০| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৩:৫২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সহমত। হঠাৎ করেই ক্রাইম পেট্রোল, সাবধান ইন্ডিয়া - তে অপরাধ দেখাতে গিয়ে খামাখা অশ্লীল দৃশ্য চিত্রায়ণ করা হচ্ছে। আরেকটা বিষয় টিভি এখন আর পরিবারের সবাইকে নিয়ে দেখার পর্যায়ে নেই। সিরিয়ালগুলোতেতো অনেক আগেই অশ্লীল দৃশ্য(শ্লীল পোশাকে) শুরু করেছে এমনকি আইপিএল-ও দেখতে গিয়ে হঠাৎ হঠাৎ বিব্রত হয় বিজ্ঞাপন বা মডেলদের কারণে।

৩১ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩০

শামীম জিপসী বলেছেন: ঠিক বলেছেন ভাই কিন্তু এই সহজ হিসাব কেউ বোঝে না :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.