নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কনটেন্ট রাইটার -অপটিমাইজার এবং এসইও এক্সপার্ট হিসেবে বিভ্ন্নি প্রোডাক্ট, সেবা গুগল সহ বিভিন্ন সার্চ ইন্জিনে র‌্যাঙ্ক করি। প্রয়োজনে যোগাযোগ করুন, ০১৭২২৯৮০৬৯৮।

শামীম জিপসী

Hi, this is Shamim Al Mamun. For my nature of wandering, I add my name as Shamim Gypsy. I like poetry, short story, aphoristic Essays and the books which are related to the human psychology.

শামীম জিপসী › বিস্তারিত পোস্টঃ

জিপসী মানুষের রাজনৈতিক চিন্তা

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:২৫

আমি আওয়ামীলীগ সমর্থক বাট আওয়মীলীগের সমর্থকরা আমাকে সহ্য করে না। কারন আমি ভুলটাকে ভুল বলি। একচুয়ালী আমি শেখ হাসিনা পন্থী না আমি বঙ্গবন্ধু পন্থী। আমি টাকার জন্য বা তেল মেরে জবের জন্য রাজনীতি সমর্থন করি না। আমার কোন নেতাকে তেল দেয়া বা বেল দেয়ার টাইম নাই।
------------------------------------------------
বিএনপি সমর্থকেরা আগে যারা আমার ক্লায়েন্ট ছিলো তারা ইলেকশনের আগে আওয়ামীলীগের পক্ষ নিয়ে স্টাটাস দেয়ায় আমার উপর মন খারাপ। আরে ভাই, না আওয়ামীলীগ না বিএনপি কেউ আমাদের একটা টাকা দিবেনা তাহলে আমাদের মধ্যে যুদ্ধ করে লাভ কি? আমরা ভাই ভাই, মতামত ডিফারেন্ট থাকবেই তাইবলে আমাদের মধ্যে যুদ্ধ করার কিছু নাই। আমি যুক্তি-তর্ক করি, কিন্তু সম্পর্ক নষ্ঠ করাটা মুর্খতার পরিচয় মনে করি।
তারপরেও যদি কারো মনে হয় যুদ্ধ করবেন তবে আসেন ওপেন চ্যালেন্জ, কেউ যদি বিএনপিকে আওয়ামীলীগ অপেক্ষা ভালো প্রমান করতে পারে আমার সাথে যুক্তিতে আমি বাপ জন্মেও রাজনীতি নিয়ে ষ্টাটাস দিবো না।
------------------------------------------------
গনতন্ত্র আর ‘আইন সবার জন্য সমান’ এগুলো হলো কৌতুক। যে গনতন্ত্র রেগুলার হরতাল জালাও পোড়াও করে তার দরকার নাই আমার। যে কন্ট্রোলড ডেমেক্রেসি মালেসিয়া বা সিঙ্গাপুরের মতো ফকির দেশকে উন্নতদেশে রুপান্তর করে সেই গনতন্ত্রই আমার কাছে উত্তম। চাই মেধাবী প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতন। একমাত্র জয় হতে পারে সেই বিকল্প!

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৩৯

চাঁদগাজী বলেছেন:


আপনি মনে হয়, নতুন প্রজাতির রাজনীতিবিদ! ফাঁসকরা প্রশ্ন ব্যবহার করেছেন পরীক্ষা দেয়ার সময়?

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৩৮

শামীম জিপসী বলেছেন: ভুলটা এখানেই! আমি রাজনীতিবিদ না সমর্থক মাত্র!

২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৫২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: মালয়েশিয়া, সিঙ্গাপুরের মত কন্ট্রোলড ডেমোক্রেসি আমিও চাই। কিন্তু মালয়েশিয়া, সিঙ্গাপুরে রাতের বেলা ভোট চুরি করে না। মালয়েশিয়া, সিঙ্গাপুরে আইনের শাসন আছে। আর আমিও চাইব বিএনপি ক্ষমতায় এসে কন্ট্রোলড ডেমোক্রেসি দিয়ে আওয়ামী লীগকে প্যাঁদানি দিবে...

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৪০

শামীম জিপসী বলেছেন: সত্যকে অস্বীকার করবো না আমি। তবে আমাদের দেশেও আইনের শাসন ধীরে ধীরে প্রতিষ্ঠিত হবে। একসময় ওই সব দেশ আমাদের মতো ছিলো।

৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৪৫

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ##একচুয়ালী আমি শেখ হাসিনা পন্থী না আমি বঙ্গবন্ধু পন্থী।
বঙ্গবন্ধু নেতা হিসেবে গ্রেট। তিনি সমাজতন্ত্রে বিশ্বাসী ছিলেন, বর্তমান বিশ্বে সেটা অচল।


চাই মেধাবী প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতন। একমাত্র জয় হতে পারে সেই বিকল্প!
এটা কি তেল? না মবিল??
প্রধানমন্ত্রী কবে মেধাবী/বুদ্ধিমান ছিলেন? তিনি বড়জোর চালাক। আর জয় তো ম্যাওপ্যাও।

জাশি তো মরে ভূত, বিম্পি এখন কবরে, ছাত্রইউনিয়নের মাথামোটারা ব্লগে আসে না। এখন শুধু আমলিগ আর আমলিগ। আসো খেলা হবে....;)

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৫০

শামীম জিপসী বলেছেন: একটা রাজনীতিবিদ যেমন হওয়া উচিৎ প্রধান মন্ত্রী তেমন। বিএনপির নাকি অনেক সমর্থক, তারপরেও ক্ষমতায় না আসাটা কি তাদের নেতৃত্বর ব্যর্থতা নয? যাইহোক আমি কোথাও কোন রাজনীতিক ব্যানারে নাই যে “চাই মেধাবী প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতন। একমাত্র জয় হতে পারে সেই বিকল্প!
এটা কি তেল? না মবিল?? ” আমার তেল মবিলে কি কাজে দিবে? গার্মেন্টে সেকটর পাক-ভারতে চেয়ে এতো দুর এগিয়ে যাবার পিছনের কারন এই কন্ট্রোলড ডেমোক্রেসি। আমি মুজিব-হাসিনা-জয়ের ভক্ত, এটাকে যদি তেল মবিল মনে হয়, করতে পারেন। বাট এখানে কোন স্বার্থ নাই আমার।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৫১

শামীম জিপসী বলেছেন: ভাই আমার ব্লগ চেক করতে পারেন আমি নিজ দলের কড়া সমালোচনাও করতে পারি।

৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫১

রাজীব নুর বলেছেন: নানান মানূষের নানান মত। নানান চিন্তা ভাবনা। মানুষের চিন্তা ভাবনা কে আমি সম্মান করি।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৪৭

শামীম জিপসী বলেছেন: শ্রদ্ধা রইলো আপনি যে দল করেন না কেন! এতো ভদ্রভাষা আমরা খুব কম ব্যবহার করতে পারি।

৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ ভোর ৬:৩৭

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: বিচক্ষণ প্রতিউত্তরে থ্যাংকস।

শেখ হাসিনার ডেমোক্রেসিতে বাংলাদেশ ৮৮তম। বাঁকিটা বুঝে নিন। ;)

ব্লগ চেক করার প্রয়োজন নেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.