![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফেইসবুকে স্ট্যাটাসবারের নিচে লাইক, কমান্ড ও শেয়ার বাটান রয়েছে। লাইকের মানে বলতে আমি বুঝি, 'যদি আমার এ পোস্টটা পছন্দ হয় তবে আমি লাইক বাটানে ক্লিক করে আমি আমার মনের ভাব প্রকাশ করতে পারি যে, আমার এ পোস্টটি পছন্দ হয়েছে। আমার কোন মন্তব্য থাকলে ‘কমান্ড’ বাটানে ক্লিক করে কোন মন্তব্য জুড়ে দিতে পারি। আর সর্বশেষ পোস্টটি আমার টাইমলাইনে দিতে চাইলে ‘শেয়ার’ করতে পারি।
ইদানিং একটা বিষয় খেয়াল করিছি যে, ‘লাইক’ বাটানের কিছু বাজে ব্যবহার। যেমন- কেউ একজন পোস্ট করল যে, ওমুক জায়গায় একটি দুর্ঘটনা ঘটছে। দেখা যাচ্ছে যে সবাই লাইক দিচ্ছে। এর মানে কি? এখানে তো কামান্ড করে সমবেদনা জানানো প্রয়োজন; এখানে কেন লাইক দিচ্ছে? একই ঘটনা যখন কারো মৃত্যুর বিষয়ে পোস্ট করা হয়। আবার কোন নির্যাতন বা অন্যায়ের ছবি/ভিডিও প্রকাশ করা হয় তখনও এই ‘লাইকের’ প্রয়োগই সবচেয়ে বেশি।
ইদানিং আরো একটা জিনিস লক্ষ্য করছি যে, একটা পোস্ট এ যতগুলো কমান্ড পড়ে তার বেশির ভাগই ‘Nice’ আমার মনে হয়, এই Nice টা Like এর কাছাকাছি। কমান্ড বক্সে কোন গঠনমূলক কিছু বলা উচিত।
এবার যদি শেয়ার বাটানে যাই তবে বলতে হবে যে, এটাই একমাত্র বাটান যেটার ব্যবহার সঠিক হয় বলে আমার কাছে প্রতীয়মান হয়।
সবচেয়ে বড় কথা হচ্ছে Facebook টা একটা স্বাধীন প্লাটফর্ম এটা নিয়ে কথা বলার কিছু নেই তবুও মনে হলো স্বাধীন এ প্লাটফর্মে নিজের অনুভূতিগুলো শেয়ার করার দরকার। তাই Article টা লিখলাম। সবাইকে আমার পক্ষ থেকে ফাগুনের শুভেচ্ছা।
©somewhere in net ltd.