নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিশেষ কিছু নই।

সামরিন হক

মাঝে মাঝে কিছু ভাবের প্রকাশের জন্য কবিতা চর্চা করি ।

সামরিন হক › বিস্তারিত পোস্টঃ

অঙ্কুর

২০ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৪:২৪

কেমন যেন ভরসা জন্ম নিচ্ছে বুকের অভ্যন্তরে

অজান্তেই হোক আর অনিচ্ছেতেই হোক

বিশ্বাসের একটা জোড়াল অনুভূতি বাসা বুনছে

ঠিক খড়কুটো জড়ো করে বাবুই যেমন বাসা বাঁধে

তার নিজের শৈল্পিক সত্তা উজাড় করে দিয়ে ।

তেমনি একটু একটু করে মুক্ত ধারা

হৃদয়কে অধিকারের পথে হাঁটচ্ছে ।



যতদূর আমি জানি ভ্রান্ত পথিক পথ সাধে না,

আর তৃষ্ণার্ত জলের প্রতিবিম্বে, নিজেকে খোঁজে না

একজন বিচক্ষণ সত্তাই পারে

বিশ্বাস শূন্য প্রভাতে ,পূর্ণ বিশ্বাসের জন্ম দিতে ।



20 June 2021

SH

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২০ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৫:১১

রানার ব্লগ বলেছেন: দারুন লিখেছেন !

২০ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৫:২৩

সামরিন হক বলেছেন: ধন্যবাদ ।
শুভেচ্ছা রইল ।

২| ২০ শে সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৪৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: স্কুল লাইফে, ৮০'র দশকে বিমল মিত্রের কোনো এক উপন্যাসে পড়েছিলাম - নায়িকা 'সমীচীন' বানানটা ঠিক করে লিখতে পারে, সেটা দেখেই নায়ক তাকে চিনে ফেলে; কারণ, সেই তল্লাটে একমাত্র ঐ নায়িকাই এ বানানটা নাকি ঠিকমতো লিখতে পারতো :) আপনার 'সত্তা' বানানটা দেখেও আমি আপ্লুত ও অবাক হয়েছি - খুব কমই দেখেছে এ বানানটা কেউ ঠিকমতো বোঝেন বা লেখেনে - হয় লেখেন 'সত্ত্বা' বা 'স্বত্বা' - যতরকমভাবে লেখা যায়, শুদ্ধ বানানটা ছাড়া। একটা অভিনন্দন প্রাপ্য আপনার।

আপনার কবিতার গঠন ভালো, সাবলীল এবং আধুনিক। কিন্তু 'সত্তা' বানান বাদে অনেক অশুদ্ধ বানান আছে, সেদিকে নজর দিন। অপ্রচলিত শব্দের সঠিক প্রয়োগ না করতে পারলে বাদ দিন, প্রচলিত শব্দ ব্যবহার করুন, এতে লেখা হবে সাবলীল।


শুভ কামনা।

২১ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:২০

সামরিন হক বলেছেন: ধন্যবাদ ।
আপনি না বললে খেয়ালই করতাম না ভুলগুলো ।
তাই আবারও ধন্যবাদ ।

৩| ২০ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:৪৬

অপ্‌সরা বলেছেন: সুন্দর কাব্য কিন্তু সোনাবীজভাইয়া তো দেখি ব্লগ গোয়েন্দা হয়ে যাচ্ছে আমাদের সাথে থেকে থেকে। :)

৪| ২০ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:১৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
অপ্‌সরা বলেছেন: সুন্দর কাব্য কিন্তু সোনাবীজভাইয়া তো দেখি ব্লগ গোয়েন্দা হয়ে যাচ্ছে আমাদের সাথে থেকে থেকে। :)

ওয়াও !!! তাই!!!! তাহলে তো আমার নিজেকে অনেকগুলো বাহবা :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.