|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
খুব ইচ্ছে হয় ! 
কেউ একজন থাকুক আমার ফেরার অপেক্ষায় ।
ঘন ঘন সময় মেপে যাক ঘড়ির কাঁটায় ।
হঠাৎ করেই যেন সে তার কাজে মনযোগ হারায়
অশান্ত মন নিয়ে বিরক্তিতিতে রাত্রি কাটায় !
খুব সকালে ,ভোরের আলোয় আবার যেন 
সে আমার ফেরার স্বপ্ন কুড়ায় 
খুব স্বাধ হয় ! 
কাউকে কাঁদাই !কেউ একজন আমাকে হারাবে 
ভেবেই কেঁদে যাক ।
অপ্রত্যাশিতভাবে সে আমায় আঁকড়ে থাকে যেন 
আর কোন ঠাঁই নাই কাছে ধারে ।
খুব ভালোবেসে , গভীর আলিঙ্গনে আবার যেন 
সে প্রাণের স্পন্দন জাগায় ।
খুব আকাঙ্খায় অধীর এই আমি ।
আছি তোমার অপেক্ষায় ।
৬ জুলাই ২০২০
SH
 ৮ টি
    	৮ টি    	 +১/-০
    	+১/-০  ১৮ ই অক্টোবর, ২০২২  সন্ধ্যা  ৭:৪৭
১৮ ই অক্টোবর, ২০২২  সন্ধ্যা  ৭:৪৭
সামরিন হক বলেছেন: ধন্যবাদ । শুভেচ্ছা রইল ।
২|  ১৮ ই অক্টোবর, ২০২২  দুপুর ১২:৫০
১৮ ই অক্টোবর, ২০২২  দুপুর ১২:৫০
মোগল সম্রাট বলেছেন: ইচ্ছে করে 
অনেকগুলো ইচ্ছেরা সব 
বুক পকেটে জমা থাকুক.........।!!!
  ১৮ ই অক্টোবর, ২০২২  সন্ধ্যা  ৭:৪৮
১৮ ই অক্টোবর, ২০২২  সন্ধ্যা  ৭:৪৮
সামরিন হক বলেছেন: সম্রাট মানুষ আপনি ।যা ইচ্ছা তাই তো করবেন ।
শুভ কামনা ।
৩|  ১৮ ই অক্টোবর, ২০২২  দুপুর ২:২১
১৮ ই অক্টোবর, ২০২২  দুপুর ২:২১
রাজীব নুর বলেছেন: সুন্দর।
  ১৮ ই অক্টোবর, ২০২২  সন্ধ্যা  ৭:৫০
১৮ ই অক্টোবর, ২০২২  সন্ধ্যা  ৭:৫০
সামরিন হক বলেছেন: জাযাকাল্লাহু খইরন ।
শুভেচ্ছা রইল।
৪|  ১৮ ই ডিসেম্বর, ২০২৩  সকাল ৭:০৭
১৮ ই ডিসেম্বর, ২০২৩  সকাল ৭:০৭
সাড়ে চুয়াত্তর বলেছেন: সহজ সরল ভাবের প্রকাশ।
  ১৮ ই ডিসেম্বর, ২০২৩  রাত ৯:০১
১৮ ই ডিসেম্বর, ২০২৩  রাত ৯:০১
সামরিন হক বলেছেন: শুভেচ্ছা রইল।
©somewhere in net ltd.
১| ১৮ ই অক্টোবর, ২০২২  ভোর ৪:৩০
১৮ ই অক্টোবর, ২০২২  ভোর ৪:৩০
কবিতা ক্থ্য বলেছেন: আবেগ..
কবিতার পরতে পরতে।