নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিশেষ কিছু নেই।

সামরিন হক

সামরিন হক › বিস্তারিত পোস্টঃ

জনস্বার্থে লেখাটি শেয়ার করছি ।

০৪ ঠা ডিসেম্বর, ২০২২ ভোর ৪:৩৬

“নেশা” এমনি এক অভ্যাস যা ব্যক্তি মানুষকে এতটাই অজ্ঞান করে দেয় যে তারা চেয়ে থাকে ঠিকই কিন্তু দেখতে পায় না ।তারা বাস্তবতা জানে কিন্তু মানে না ।এরা নিজেদেরকে অনেক প্রগতিশীল মানেন যা তারা কখনই নন । বস্তুত তারা স্বার্থপর ।তারা নেশার সরঞ্জাম যোগারের জন্য আত্মমর্যদা ত্যাগ করতে বিন্দুমাত্র দ্বিধা করেন না কিন্তু অসহায় আত্নীয়ের সাহায্যে দশটা টাকার ক্ষনিকের নেশাও তারা ত্যাগ করতে পারেন না ।বরং আত্মীয়ের অসহায়ত্ব হয়ে যায় তাদের কাছে নেশার সরঞ্জাম যোগারের নতুন পন্থা ।আর তাদের এ ব্যবহার যখন নিকটস্থদের সামনে উন্মোচিত হয় তখন দ্বন্দ্ব শুরু হয় । কিন্তু নেশাখোর ব্যক্তিরা এ দ্বন্দ্বে প্রতিপক্ষের স্বার্থপরতা ঠিকই দেখতে পায় ,দেখেনা নিজেদের স্বার্থপরতা। আর তাকে যদি প্রতিপক্ষ প্রমাণও করে দেন যে সে-ই ঠিক না তখন তারা শুরু করে দেয় অন্যরকম খেলা । প্রকৃতপক্ষে নেশাখোর ব্যক্তিরা সুস্থ মানসিকতার মানুষ থাকেনা ।সুতরাং তাদের সুস্থতার জন্য তাদের সুচিকিৎসা দেওয়া উচিত ।
আর সতর্কতা স্বরুপ সস্তা কথা পরিহার করুন ।যেমন: ছেলেরা ধূমপান করতে পারেন কারন আমাদের দেশে এটাই স্বাভাবিক কিন্তু মেয়েরা পারেনা কারন আমাদের মা-বোনরা করেন না ।করা আর পারা এই দুয়ের ব্যবধান বুঝুন । মেয়েদেরকে এসব অপমান সূচক অবাস্তব কথা বলে খারাপ কাজের উসকানি দিবেননা ।

৪ঠা ডিসেম্বর ২০১৮

মন্তব্য ২০ টি রেটিং +০/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ডিসেম্বর, ২০২২ সকাল ৮:২৭

অনল চৌধুরী বলেছেন: মেয়েদের মদ-সিগারেট খাওয়াসব সব নীতিহীন কাজে প্ররোচিত করে নিজের স্বার্থসিদ্ধি করা লোক বাংলাদেশের সব জায়গার মতো এখানেও অনেক আছে।
আমার লেখা মদ-সিগারেট খেলেই মেয়েরা জাতে উঠেনা-এবং অন‍্যান‍্য আরো কিছু লেখায় এদের মন্তব্য দেখে আসল উদ্দেশ্য বুঝতে পারবেন।

০৪ ঠা ডিসেম্বর, ২০২২ দুপুর ১২:৩৬

সামরিন হক বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ ।

২| ০৪ ঠা ডিসেম্বর, ২০২২ সকাল ৯:১৮

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: নেশাখোররা নিজেদের প্রগতিশীল দাবী করে এই তথ্য কই পেলেন?

০৪ ঠা ডিসেম্বর, ২০২২ দুপুর ১২:৩৫

সামরিন হক বলেছেন: নেশাখোরদের কাছ হতে ।

৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০২২ সকাল ১০:৩৮

সেলিম আনোয়ার বলেছেন: নেশ ক্ষতিকর সবসময়ই তা পরিত্যাজ্য। সবচেয়ে ক্ষতিকর নেশা হলো দুনিয়ার মহব্বতের নেশা আর অজ্ঞতার নেশা ।

০৪ ঠা ডিসেম্বর, ২০২২ দুপুর ১২:৩৪

সামরিন হক বলেছেন: মন্তব্যের জ ধন্যবাদ ।

৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০২২ দুপুর ১২:০৭

অপু তানভীর বলেছেন: নেশাখোর ছেলে হোক মেয়ে দুই শ্রেণীকে অপছন্দ । এদের কাছ থেকে সব সময় নিজেকে দুরে রাখি ।
অথচ কিছু কিছু ছাগল আছে তারা কেবল মেয়েদের নেশা করাকে খারাপ চোখে দেখে। তাদের এমন একটা ভাব যেন ছেলেদের নেশা করাটা অতিস্বাভাবিক একটা ব্যাপার । এটা নিয়ে তাদের কিছু বলার নেই।

একটা সময়ে বিড়ি টানা কে মানুষ স্মার্টনেসের একটা অংশ মনে করতো । এখন সেই ভাবনা আর নেই ।

০৪ ঠা ডিসেম্বর, ২০২২ দুপুর ১২:৩৩

সামরিন হক বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য ।




একটা সময়ে বিড়ি টানা কে মানুষ স্মার্টনেসের একটা অংশ মনে করতো । এখন সেই ভাবনা আর নেই —এটাই আশা সুস্থ পরিবেশ পাওয়ার ।

৫| ০৪ ঠা ডিসেম্বর, ২০২২ দুপুর ১:২৫

নতুন বলেছেন: নেশা অবশ্যই খারাপ, আর সিগারেট থেকেই নেশার শুরু হয়। আস্তে আস্তে বাড়তে থাকে।

তবে কিছু মূর্খ আছে যারা ছেলেদের সিগারেট খাওয়াকে মেনে নয় কিন্তু নারীরা সিগারেট খেলে চেতনার দন্ড দাড়িয়ে যায়। তারা তখন নারীকে নেশা করতে নিষেধ করতে তত্বকথা ঝাড়তে থাকে।

সমাজে নিজে সিগারেট খেয়ে নারীর সিগারেট খাওয়ার সমালোচনা করার মতন ভন্ডের অভাব নাই।

০৪ ঠা ডিসেম্বর, ২০২২ রাত ৯:০৩

সামরিন হক বলেছেন: সুন্দর বলেছেন ।ধন্যবাদ ।

৬| ০৪ ঠা ডিসেম্বর, ২০২২ দুপুর ২:০৬

সাহাদাত উদরাজী বলেছেন: গাজাকে নেশা ধরা হয় না, অনেক দেশে। হা হা হা

০৪ ঠা ডিসেম্বর, ২০২২ রাত ৯:০৪

সামরিন হক বলেছেন: সঠিক বলেছেন । ধন্যবাদ ।

৭| ০৪ ঠা ডিসেম্বর, ২০২২ দুপুর ২:১২

রাজীব নুর বলেছেন: কুকুরের লেজ বিষজ্ঞরা এই বিষয়ে ভালো মন্তব্য করতে পারবে।

০৪ ঠা ডিসেম্বর, ২০২২ রাত ৯:০৫

সামরিন হক বলেছেন: হুম ।
শুভ রাত্রি ।

৮| ০৪ ঠা ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:১০

নেওয়াজ আলি বলেছেন: জনস্বার্থে লেখা পড়েছি । কিন্তু নেশা করা লোক এইসব পড়ে মানে না।

০৪ ঠা ডিসেম্বর, ২০২২ রাত ৯:০৮

সামরিন হক বলেছেন: একদিন মানবে ইন্ শা আল্লাহ্ । মানলে তাদের নিজেদের জীবনই সুন্দর হবে

৯| ০৪ ঠা ডিসেম্বর, ২০২২ রাত ১০:৩২

অনল চৌধুরী বলেছেন: যেসব গরু -ছাগল-গন্ড-মূর্খ মেয়েদের সিগারেট-মদ-গাজা খাওয়া সমর্থন করে, লজ্জা বলে কিছু থাকলে তাদের আজ থেকে নিজেদের সাথে সাথে তাদের পরিবারে মহিলা এবং মেয়েদেরও এসব খেতে দেয়া উচিত।

০৫ ই ডিসেম্বর, ২০২২ রাত ১:২৬

সামরিন হক বলেছেন: নেশা কারোই করা উচিত নয়।মুসলিম মহিলা ও পুরুষ উভয়ের জন্যই নেশা হারাম ।নিষেধ উভয়কেই করতে হবে আর না পারলে চুপ করে থাকাই শ্রেয় । কিছু বলে দ্বন্দ্ব সৃষ্টি করাও অপরাধ ।
ধন্যবাদ ।

১০| ০৫ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৩:১৬

নীল আকাশ বলেছেন: আপনি লেখায় দাঁড়ি একটা অতিরিক্ত ফাঁক দিয়ে লেখেন কেন? এটা ভুল। যে কোনো বাংলা শব্দের শেষে একসাথেই দাঁড়ি হবে।
নেশাগ্রস্থ হওয়ার সাথে মেয়েদের অপমান সূচক অবাস্তব কথা বলার মাঝে সম্পর্ক কী?
ধন্যবাদ।

০৫ ই ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:০১

সামরিন হক বলেছেন: ধন্যবাদ ।
দাঁড়ির ঘটনাটি ঠিকই বলেছেন ।আসলে এটা আমার অপারগতা আমি নিজে চোখে ঠিক দেখিনা তাই দাঁড়িটা এভাবে দেয়া হয়ে গেছে ।রামগতি ন্যায়রত্ন মশাইয়ের মত অত কঠিন হবেন না দয়া করে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.