নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিশেষ কিছু নেই।

সামরিন হক

সামরিন হক › বিস্তারিত পোস্টঃ

যখন তোমার পাশে নেই

১৩ ই ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:১২

তোমাকে চেয়েছিলাম সেসব রাতে
যেসব রাত অন্ধকারে ছেয়ে ছিল
চাঁদ চলে যাবার পর যে আকাশের
দূর দূরান্তে কোথাও তারাদের দেখা যায়নি।

তোমাকে চেয়েছিলাম সেসব প্রহরগুলোতে
যেসব প্রহর নিষ্প্রাণ কাটছিল।
স্বস্তি চলে যাবার পর যে অসাড় দেহের
কোথাও কোন অনুভূতি আঁচড় কাটেনি।

তোমাকে চেয়েছিলাম সেসব পথগুলোতে
যেসব পথ চলতে প্রদর্শক প্রয়োজন
ক্লান্তিতে চোখ বুজে আসলে যেখানে
পথ হারানোর ভয় জাগে।

তোমাকে চেয়েছিলাম প্রতিবাদের ভাষাতে
স্রোতের বিপরীতে সাহসের যোগারে
অসত্যের প্রতাপে নিরবে পড়ে থাকা ,
যেখানে মনুষ্যত্বের অবক্ষয় হয়।

তোমাকে চেয়েছিলাম অনাকাঙ্ক্ষিত ঘটনায়
বেদনার ঘোরে যখন সারশূণ্য মন
অজ্ঞতা ,ব্যর্থতার আস্ফালনে
সমাহিত ভবিষ্যত জীবন।

তোমাকে চেয়েছিলাম -


০৯/১১/২০২২
সা•হ•

মন্তব্য ১৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ১৩ ই ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:২৬

অক্পটে বলেছেন: সুন্দর কবিতা।

কিছু টাইপো আছে।
ক্লান্তি

১৩ ই ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৪৫

সামরিন হক বলেছেন: অসংখ্য ধন্যবাদ।
এত চেকের পরও যখন টাইপো থাকে তখন নিজেকে এলিয়েন মনে হয়।

২| ১৩ ই ডিসেম্বর, ২০২২ রাত ৯:৩৬

নীলসাধু বলেছেন: হুম। কবিতা পড়লাম।
থ্যাংকইউ।

১৩ ই ডিসেম্বর, ২০২২ রাত ১০:১১

সামরিন হক বলেছেন: অনেক অভিনন্দন।

৩| ১৪ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ১২:২২

রাজীব নুর বলেছেন: বড় বড় কথা বলাটাই পূর্ণ বয়স্ক হওয়া নয়, আপনি তখনই পূর্ণ বয়স্ক হবেন যখন ছোট ছোট বিষয়গুলো বুঝতে পারবেন।

আইনস্টাইন।

১৪ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ১:২০

সামরিন হক বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ।আপনি সব সময় মন্তব্য করেন আমার লেখায় সেইজন্যে আরো একবার ধন্যবাদ ।
আমার জীবনটা আমার কাছে অনেক মূল্যবান তেমনি আমার সকল উপলব্ধিগুলোও।আমি মহা মানব না হতে পারি কিন্তু নিজের কাছে আমি তাদের চেয়েও বেশি বিশ্বাসী।

৪| ১৪ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ১:০৫

অক্পটে বলেছেন: আমরাতো মানুষ। ভুলের মধ্য দিয়েই আমরা প্রতিদিন শুদ্ধ হই।
আপনার কবিতায় যে মেসেজটি দিতে চেয়েছেন তা বেশ সুন্দর ভাবেই দিয়েছেন। এগিয়ে যান।

১৪ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ১:২৩

সামরিন হক বলেছেন: আবারও ধন্যবাদ ।
অনুপ্রেরণা জন্য ।

৫| ১৫ ই ডিসেম্বর, ২০২২ সকাল ১১:৫৬

কবিতা ক্থ্য বলেছেন: চমৎকার কবিতা।

শুভ কামনা।

১৫ ই ডিসেম্বর, ২০২২ রাত ৯:৫৯

সামরিন হক বলেছেন: অসংখ্য ধন্যবাদ।
শুভ রাত্রি ।

৬| ১৫ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ২:১৭

রাজীব নুর বলেছেন: আমার মন্তব্যের উত্তর দেওয়ার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।

৭| ২৬ শে মে, ২০২৩ সকাল ১০:৩২

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: বাহ্ , আপনার দেখছি কবিতায় অসাধারণ মেধা আছে ! রাজীব ভাইয়ের প্রত্যুত্তরে বোঝা যাচ্ছে আপনি অস্তিত্ববাদী ধারণায় বিশ্বাসী এটা ভালো !!

দারুণ লেখেন আপনি এটা বলতেই হয় ! নিয়মিত হবেন আশা রাখি !! শুভকামনা রইল !!

২৮ শে মে, ২০২৩ ভোর ৫:৫৫

সামরিন হক বলেছেন: বলছেন তাহলে ,লিখতে পারি। ধন্যবাদ!
না লিখতে পারলেও বলবেন আশা করি ।
শুভেচ্ছা রইল।

৮| ১৮ ই ডিসেম্বর, ২০২৩ ভোর ৬:৫৪

সাড়ে চুয়াত্তর বলেছেন: বেশ ভালো মানের কবিতা। যদিও আমি কবিতা তেমন বুঝি না। তবে ভালো লেগেছে।

১৮ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৯:০৪

সামরিন হক বলেছেন: আমার তো মনে হয় আমি কিছুই বুঝিনা। ভালো না লাগলেও জানাবেন। ধন্যবাদ।

৯| ১৮ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১০:২৬

ক্রেটোস বলেছেন: খুব সুন্দর একটি কবিতা। শুভেচ্ছা রইল।

বানান দুটো ঠিক করে নেবেন "ছেঁয়ে" ও "যোগাড়"।

১৯ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:১৬

সামরিন হক বলেছেন: ধন্যবাদ ।আপনাকেও শুভেচ্ছা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.