![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অভাবের এই তীব্র বোধে মিশে
ক্রোধ,ঘৃণা, জ্বালা ক্রমশ
তোমাতে আঁচড়ে পড়ে।
নিষ্ঠুর,নির্মম তোমার কলা
আমার ধংসাত্মক পরিনতি আনে
তুমি সহসা ভুলে যাও মানুষ হতে
আমি ভুলে যাই ভালোবাসতে।
খুব সহজ জীবনের আকাঙ্খা
বেঁচে থাকে আমাদের সমাপ্তিতে ।
২৬ শে মে, ২০২৩ রাত ৮:৫২
সামরিন হক বলেছেন: ধন্যবাদ।
শুভেচ্ছা আপনাকে।
২| ২৬ শে মে, ২০২৩ দুপুর ১:২৬
রাজীব নুর বলেছেন: বাস্তব কবিতা।
২৬ শে মে, ২০২৩ রাত ৮:৫৩
সামরিন হক বলেছেন: ধন্যবাদ !
ভালো আছেন নিশ্চয় ?
©somewhere in net ltd.
১|
২৬ শে মে, ২০২৩ সকাল ১০:২৮
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: বাহ্ দারুণ লিখেছেন তো !!
মানুষ যখন নিজেরই স্বরূপে নিজেই বিচ্ছিন্ন হয়ে বেঁচে থাকে !!
তুমি সহসা ভুলে যাও মানুষ হতে
আমি ভুলে যাই ভালোবাসতে ।
এই লাইন দুটো অনবদ্য ! সত্যিই আমরা আমাদের স্বরূপের একটি অংশকে প্রাধান্য দিয়ে নিজেকেই ভুলে যাই ও দূরে সরে যাই !!
ভালো লাগলো পড়ে , শুভকামনা রইল !!