নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিশেষ কিছু নেই।

সামরিন হক

সামরিন হক › বিস্তারিত পোস্টঃ

An emotion

১৪ ই ফেব্রুয়ারি, ২০২৫ ভোর ৬:১২

I've traveled thousands of miles,
But why?
I come back with the same question a thousand time,
But no one answered except you.
And you told me to fly.
I believe in you.
I have spread my wings and
I'm looking at you .

আমি হাজার হাজার মাইল পাড়ি দিয়েছি,
কিন্তু কেন?
একই প্রশ্ন নিয়ে আমি হাজার বার ফিরে আসি,
কিন্তু তুমি ছাড়া কেউ উত্তর দেয়নি,
আর তুমি আমাকে উড়তে বলেছো।
আমি তোমাকে বিশ্বাস করি।
আমি আমার ডানা মেলে ধরেছি এবং
আমি তোমার দিকে চেয়ে আছি!

মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৪:৩৮

এ পথের পথিক বলেছেন: আচ্ছা চেয়ে চেয়ে অপেক্ষা করতে থাকেন ।
লেখাটা ভাল লেগেছে ।
---------------------------
চাতক পাখি হয়ে ছাতিম গাছের ডালে ডালে
অপেক্ষা করেছিলাম তুমি আসবে বলে
নাহ ফুটেনি ফুল আসনি তুমি বসন্তের এ বিকেলে ।
-------------------------------
আপনার লেখা পড়ার পর অগছালো শব্দ, যদিও কিছুই হয়নি ।

১৪ ই ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:৫৫

সামরিন হক বলেছেন: খারাপ হয়নি। স্পষ্টই ফুটে উঠেছে আপনার প্রত‍্যাশা।
অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন‍্য।

শুভেচ্ছা রইলো।

২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১০:১৪

শায়মা বলেছেন: বাহ ! সুন্দর লেখা!

কত দিন পরে এলে আপুনি! :)

১৪ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১০:৪১

সামরিন হক বলেছেন: হ‍্যা অনেক দিন পরে ।
আমার মায়ের অনেক শরীর খারাপ ছিল ,প্রায় এক মাস হসপিটাল ছিলাম তারপর বাসায় ফিরেও সুস্থ হতে অনেক সময় লেগেছে ।এখন অনেকটা সুস্থ ।

আপনারা ভালো আছেন নিশ্চয়ই?

৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১০:৪৯

শায়মা বলেছেন: হ্যাঁ এখনও ভালো আছি।

১৪ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১০:৫৬

সামরিন হক বলেছেন: ভালো থাকুন শেষ পর্যন্ত!
দোয়া রইলো।

৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১২:৪৮

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমি হাজার হাজার মাইল পাড়ি দিয়েছি, কিন্তু কেন?
..............................................................................
আমাদের মন কখোনই শান্ত থাকেনা ,
তাই প্রেম ভালোবাসা, সংসার নিয়ে এই জীবন
সে কারনে মন মাঝে মাঝে বি দ্রোহ করে!
সামলানো বড় দায়,
সব কিছু ছেড়ে ছুড়ে বনে বাস করতে চাই
কেন ???
"আমরা খারাপ সময় পার করছি
পৃথিবীর আকাশ বাতাশ, জলবায়ু
সবই দুষিত হয়ে গেছে,
আকুতি একটাই
বাঁচতে চাই !!!

১৫ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১২:৫৭

সামরিন হক বলেছেন: একদম তাই!
অনেক শুভেচ্ছা ।

ভালো আছেন নিশ্চয়ই!?

৫| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১০:৩৭

রাজীব নুর বলেছেন: সুন্দর।

১৫ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:৫১

সামরিন হক বলেছেন: আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ ।

শুভেচ্ছা রইলো!

৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:৫৬

এইচ এন নার্গিস বলেছেন: সুন্দর লাগলো ।

১৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৩:০৪

সামরিন হক বলেছেন: মা শা আল্লাহ ।
ধন্যবাদ আপনাকে।
আমার ব্লগে আপনাকে স্বাগতম ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.