| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্ন দুঃস্বপ্ন
আমি সাধারন ছেলে, স্বাধীন ভাবে থাকতে ভালবাসি, মনের প্রশান্তির জন্য লেখালেখি করি..................
কেউ বলেনি,
চলো আজ দুজনে মিলে মেঠো পথে হাঁটি,
হাঁটার সময় আমার বাম হাতটা,
আলতো করে ধরবে|
আমার পাশে বসতে
লজ্জা পাবে না কিন্তূ|
তাকাও আমার দিকে
একটু তাকাও|
এই দেখো,
আমি বৃষ্টিতে ভিজি যাচ্ছি, ছাতাটা আমার মাথার উপর
ধরো না|
কেউ বলেনি,
তোমাকে আজ কিন্তূ. . ভীষন বোকা বোকা লাগছে
, এই রাগ করলে নাকি| দেখো,আজকের জোছনাটা কত সুন্দর,
তোমার কাধে মাথা রেখে সারারাত জোছনার আলো দেখবো|
কখনো কেউ বলেনি,
চলো আজ এই ঘন বরষায়,
দুজনে মিলে বৃষ্টিতে ভিজি. . . |
©somewhere in net ltd.