![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পাখী ডানায় ভর করে মুক্ত নীল আকাশে মনের আনন্দে উড়ে বেড়ায়, আমিও কল্পনার ডানায় চড়ে মনের গহীন আকাশে .......
বাংলাদেশের পতাকা মাথায় জড়ানো একটা ছেলে,
এডিলেইডের মাঠে,
বাংলাদেশ থেকে যোজন যোজন দূরে,
১১ জনের হয়ে, ১৬ কোটির হয়ে-
২২ গজের মাঠে ঝড় তুলে,
নতুন কাব্য লিখে,
উৎসর্গ করেছে,
মাথায় জড়ানো পতাকা ছিনিয়ে আনা-
অকুতোভয়, অদম্য সাহসী, শ্রেষ্ঠ সন্তান – মুক্তিযোদ্ধাদের !!!
আনন্দের জোয়ারে ভেসে যাওয়া একটা সন্ধ্যা,
কতই বা বয়স,
তবু ছেলেটা ভোলেনি তোমাদের,
ডাক্তারের ছুরি-কাচিকে বুড়ো আঙুল দেখিয়ে,
বারে বারে ফিরে এসেছে ২২ গজে,
যেমনি ভাবে আহত হয়েও তোমরা উন্মুখ থাকতে –
রণাঙ্গনে যেতে,
স্বাধীনতার লাল সূর্যটা ছিনিয়ে আনবে বলে!!!
১৩ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:২৯
শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ তাড়া দেওয়ার জন্য। অফিসিয়াল একটা ট্রেনিংয়ে মালয়েশিয়া যাচ্ছি; ২৬ এপ্রিল, ফিরব ৫ মে। তাই কিছুটা ব্যস্ত আছি, আর সবচেয়ে বড় কারণ অলসতা।
তা ছাড়া সামুর নতুন, পুরনো সব লেখাই পড়ছি-মনের আয়নায় সবার একটা ছবি আঁকতে চাচ্ছি!!!
আজ-কালের মধ্যে কিছু একটা লেখার....।
শুভ নববর্ষ!!!
ভাল থাকুন।
২| ১৩ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৪৮
শতদ্রু একটি নদী... বলেছেন:
অনেক কিছুই আছে পড়বার। প্রিয়র তালিকা দেখে পড়তে পারেন। আমি এভাবেই লিঙ্ক ধরে ধরে পড়ি।
মালয়েশিয়া ঘুইরা আইসা ভ্রমন পোষ্ট দিয়েন।
১৩ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৫১
শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ!
৩| ২৭ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:৫২
খায়রুল আহসান বলেছেন: মাশরাফিকে নিয়ে লেখা এ কবিতাটি পড়ে ভালো লাগলো। শেষ তিনটে পংক্তি বেশী ভালো লেগেছে।
২৭ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:২৫
শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ খায়রুল আহসান ভাই।
আমার কাছে মাশরাফির পরিচয় শুধু একজন ক্রিকেটার হিসেবে নয়, তার চেয়ে অনেক অনেক বড় একটা কিছু - সাচ্চা দেশ প্রেমিক। সেই কথাটাই বলতে চেয়েছি। আপনার ভাল লাগার কড়ানাড়া শুনে আমিও বহুদিন পর আবার পড়লাম কবিতাটা-একটা আবেগ এসে আমার চোখের পাতায় নাড়া দিচ্ছে।
ভাল থাকুন। সবসময়।
৪| ১৬ ই নভেম্বর, ২০১৫ রাত ৩:১৪
রুদ্র জাহেদ বলেছেন: কবিতা ভালো লেগেছে।সত্যি বলেছেন আপনি, আমিও সহমত।মাশরাফি আমারও খুব খুব প্রিয়।মাশরাফি একজন সত্যিকারের দেশপ্রেমিক...
১৬ ই নভেম্বর, ২০১৫ সকাল ৮:৪৬
শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ রুদ্র জাহেদ ভাই পাঠ ও উৎসাহ ব্যঞ্জক মন্তব্যের জন্য।
//মাশরাফি একজন সত্যিকারের দেশপ্রেমিক...// -- সহমত।
ভাল থাকুন। সবসময়।
৫| ১৮ ই মে, ২০১৬ রাত ৯:০৪
সামু পাগলা০০৭ বলেছেন: "ডাক্তারের ছুরি-কাচিকে বুড়ো আঙুল দেখিয়ে,
বারে বারে ফিরে এসেছে ২২ গজে,
যেমনি ভাবে আহত হয়েও তোমরা উন্মুখ থাকতে –
রণাঙ্গনে যেতে,
স্বাধীনতার লাল সূর্যটা ছিনিয়ে আনবে বলে!!! "
কি সুন্দর বলেছেন! আসলেই তো মাশরাফি ভাইকে দেখলে শুধু ক্রিকেটারই না যুদ্ধক্ষেত্রে যাওয়া কোন বীরই মনে হয়। অনেক ভাল থাকুন উনি।
আর আপনিও ভাল থাকুন ভাই।
১১ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:৪৫
শামছুল ইসলাম বলেছেন: সামুর নোটিফিকেশন সিস্টেমটা আমাকে লজ্জায় ফেলে দেয় প্রায়ই।
আপনার ১৮ মের মন্তব্যের জবাব দিচ্ছি আজ-পুরনো পোস্ট গুলো দেখতে এসে।
আপনার ভাললেগেছে জেনে খুশি হলাম।
ভাল থাকুন। সবসময়।
©somewhere in net ltd.
১|
১৩ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:০৫
শতদ্রু একটি নদী... বলেছেন: সেফ হওয়ার পর দেখি পোস্ট দ্যান না। কাহিনী কি??