নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পাখী ডানায় ভর করে মুক্ত নীল আকাশে মনের আনন্দে উড়ে বেড়ায়, আমিও কল্পনার ডানায় চড়ে মনের গহীন আকাশে .......
৩৩ বছরের পুরনো স্মৃতি গুলো হিমাগারে জমেছিল,
১৯৮০ সালে স্কুল পেরিয়ে আজ ২০১৩-তে,
সেদিনের তরুণেরা আজ মধ্যাহ্ন বেলায়,
ধানমণ্ডির চিলিস-এ সন্ধ্যায় মেলা বসায়।
স্মৃতি গুলোকে সুনিপুণ সার্জনের মত,
কি সুন্দর বের করে নিয়ে আসে,
কথার মালা গেঁথে।
মনে হয়, এইত সেদিন,
কি সবুজ তরতাজা সেই সব স্মৃতি,
চুল, দাঁড়ি, শরীরে বয়সের ধমকানিকে,
কত সহজে উতরে ওঁরা আবার সেই তরুণ -
রাতের বেড়া জাল,
বাসার ফেরার তাগিদকে হেলায় ফেলে,
কি অবলীলায় ওঁরা মেতেছে!!!!
শরীরী বয়সটাকে মিথ্যে করে,
মনের বয়সটাকে নিয়ে গ্যাছে সেই ‘৮০-তে।
আবারও সেই ‘৮০-তে ফিরে যাবার প্রত্যয়ে,
মিলিত হবো কোথাও এই বাংলায় !!!
১৬ ই মার্চ, ২০১৫ সকাল ৯:৩১
শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ !! প্রতিদিন কাজের ফাকে হাজার বার ঢু মারি ব্লগে, চাতক পাখীর মত একটা মন্তব্যের আশায়, কি যে আনন্দ হচছে, বলে বোঝাতে পারব না । বাধ ভাঙ্গা নদীর জল দেখেছেন কখনো, সুদীর্ঘ ৫০ বছরের আবেগ, "প্রকাশেরও লাগি করিছে,.."
২| ১৬ ই মার্চ, ২০১৫ সকাল ৯:৩৩
শতদ্রু একটি নদী... বলেছেন: Pleasure is all mine bhaiya
১৬ ই মার্চ, ২০১৫ সকাল ১০:২৩
শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ !!!
৩| ১৩ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:৩৭
আরজু পনি বলেছেন:
আপনার লেখার হাত বেশ সুন্দর ।
শুভেচ্ছা রইল।
১৩ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৩৫
শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ।
বলেন কি? মরা বিকেলটা রঙিন হয়ে উঠলো।
নববর্ষের শুভেচ্ছা।
৪| ০৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:২৫
খায়রুল আহসান বলেছেন: আবারও সেই ‘৮০-তে ফিরে যাবার প্রত্যয়ে,
মিলিত হবো কোথাও এই বাংলায় !!! - তাই যেন হয়।
শতায়ু হউন। সুবর্ণ জয়ন্তী, হীরক জয়ন্তী পালন করুন।
০৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৪৬
শামছুল ইসলাম বলেছেন: আহসান ভাই, আজ একটা সত্যি কথা বলি- আমি লাইকের পাগল না, কিন্তু আপনার মত বোদ্ধাদের একটা মন্তব্যের কাঙাল।
মাঝে মাঝে সময় গুলো এত মধুর হয়, মনে হয় চুপ-চাপ বসে থাকি---কি-বোর্ডের অপর প্রান্তের আর এক জনকে কল্পনার নানা রঙে আঁকি, তার বিরাট অন্তরের কত টুকুই বা জানি!!!
আপনার দোয়া আল্লাহ্ কবুল করুন।
এবং আমিও আপনার শতায়ু কামনা করি, সুবর্ণ জয়ন্তী, হীরক জয়ন্তী পালন করুন।
ভাল থাকুন। সবসময়।
৫| ০৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৫১
খায়রুল আহসান বলেছেন: অভিভূত হ'লাম, ধন্যবাদ।
০৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৫৫
শামছুল ইসলাম বলেছেন: আমিও অভিভূত।
অনেক, অনেক,.... ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ১৫ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:৩৫
শতদ্রু একটি নদী... বলেছেন: নাইস ওয়ান।
৪ দিনে এতো পোস্ট দিয়েন না। সেফ হবার পর আস্তে আস্তে দিয়েন।।