| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শামছুল ইসলাম
পাখী ডানায় ভর করে মুক্ত নীল আকাশে মনের আনন্দে উড়ে বেড়ায়, আমিও কল্পনার ডানায় চড়ে মনের গহীন আকাশে .......
কিছু কিছু মূহুর্ত আসে,
জলোচ্ছ্বাসের মত,
ভেসে যায় হদয়ের এপার-ওপার,
কি যেন একটা দলার মত,
গলার কাছে আটকে যায়,
চোখটা ঝাপসা হয়ে আসে ।।
মুক্তোর দানার মতো,
গন্ড বেয়ে নামে অশ্রু,
দলাটাও একটু নামে,
গলা বেয়ে ।
মুক্তো ঝরে,
দলাটা আরো একটু নামে,
গলা বেয়ে ।।
এমনি ভাবে মোমের মত গলে গলে-
উবে যায় বেদনার দলাটা,
অশ্রু হয়ে;
সবার অজান্তে ।।
কিংবা
কী-বোর্ডে ঝড় তুলে,
ফিরে আসে,
কখনো কবিতা হয়ে,
কখনো গল্প হয়ে,
একটা মূতিমান অবয়ব নিয়ে,
সদ্যোজাত শিশুটির মতো,
সৃষ্টির অপার আনন্দ নিয়ে ।।।।
২|
২৭ শে মার্চ, ২০১৫ সকাল ১১:৪৫
শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ !
সহজ সরল উপস্থাপন --- আমি বিজ্ঞানের ছাত্র, সাহিত্য বিষয়ে জ্ঞান-গরিমা নেই বললেই চলে; তাই সহজ পথটা বেছে নেওয়া ছাড়া গত্যন্তর নেই । সহজ উপস্থাপনাটা আপনার ভাল লেগেছে জেনে খুশি হলাম !!!!
৩|
২৮ শে মার্চ, ২০১৫ রাত ১:২০
শতদ্রু একটি নদী... বলেছেন: উত্তর দেয়ার জন্য সবুজ তীর দেয়া সাইনের উপর ক্লিক করে উত্তর দিয়েন। তাহলে যে কমেন্ট করছে সে নোটিফিকেশন পাবে। শুভকামনা রইলো
৪|
১২ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:১১
খায়রুল আহসান বলেছেন: মুক্তোর দানার মতো,
গন্ড বেয়ে নামে অশ্রু, -- গন্ড বেয়ে যেটা নামে সেটা অশ্রুই, তবে কবির চোখে তা মুক্তোর দানা - poetic pearl।
সৃষ্টির অপার আনন্দ নিয়ে কবি লেখকেরা বেঁচে থাকেন, স্বপ্ন দেখেন, আরও নতুন কিছু সৃষ্টি করেন।
কবিতা ভালো লেগেছে।
১২ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:১১
শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ আহসান ভাই।
আপনি সময় নিয়ে যথেষ্ট মনোযোগ দিয়ে কবিতাটা পড়ায় আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনার ভাল লেগেছে জেনে আমারও ভাল লাগছে।
ভাল থাকুন। সবসময়।
©somewhere in net ltd.
১|
২৬ শে মার্চ, ২০১৫ রাত ১০:২৪
শতদ্রু একটি নদী... বলেছেন: নাইস ওয়ান। এইটাও বেশ ভালো। সহজ সরল উপস্থাপন