![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পাখী ডানায় ভর করে মুক্ত নীল আকাশে মনের আনন্দে উড়ে বেড়ায়, আমিও কল্পনার ডানায় চড়ে মনের গহীন আকাশে .......
কিছু কিছু মূহুর্ত আসে,
জলোচ্ছ্বাসের মত,
ভেসে যায় হদয়ের এপার-ওপার,
কি যেন একটা দলার মত,
গলার কাছে আটকে যায়,
চোখটা ঝাপসা হয়ে আসে ।।
মুক্তোর দানার মতো,
গন্ড বেয়ে নামে অশ্রু,
দলাটাও একটু নামে,
গলা বেয়ে ।
মুক্তো ঝরে,
দলাটা আরো একটু নামে,
গলা বেয়ে ।।
এমনি ভাবে মোমের মত গলে গলে-
উবে যায় বেদনার দলাটা,
অশ্রু হয়ে;
সবার অজান্তে ।।
কিংবা
কী-বোর্ডে ঝড় তুলে,
ফিরে আসে,
কখনো কবিতা হয়ে,
কখনো গল্প হয়ে,
একটা মূতিমান অবয়ব নিয়ে,
সদ্যোজাত শিশুটির মতো,
সৃষ্টির অপার আনন্দ নিয়ে ।।।।
২| ২৭ শে মার্চ, ২০১৫ সকাল ১১:৪৫
শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ !
সহজ সরল উপস্থাপন --- আমি বিজ্ঞানের ছাত্র, সাহিত্য বিষয়ে জ্ঞান-গরিমা নেই বললেই চলে; তাই সহজ পথটা বেছে নেওয়া ছাড়া গত্যন্তর নেই । সহজ উপস্থাপনাটা আপনার ভাল লেগেছে জেনে খুশি হলাম !!!!
৩| ২৮ শে মার্চ, ২০১৫ রাত ১:২০
শতদ্রু একটি নদী... বলেছেন: উত্তর দেয়ার জন্য সবুজ তীর দেয়া সাইনের উপর ক্লিক করে উত্তর দিয়েন। তাহলে যে কমেন্ট করছে সে নোটিফিকেশন পাবে। শুভকামনা রইলো
৪| ১২ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:১১
খায়রুল আহসান বলেছেন: মুক্তোর দানার মতো,
গন্ড বেয়ে নামে অশ্রু, -- গন্ড বেয়ে যেটা নামে সেটা অশ্রুই, তবে কবির চোখে তা মুক্তোর দানা - poetic pearl।
সৃষ্টির অপার আনন্দ নিয়ে কবি লেখকেরা বেঁচে থাকেন, স্বপ্ন দেখেন, আরও নতুন কিছু সৃষ্টি করেন।
কবিতা ভালো লেগেছে।
১২ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:১১
শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ আহসান ভাই।
আপনি সময় নিয়ে যথেষ্ট মনোযোগ দিয়ে কবিতাটা পড়ায় আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনার ভাল লেগেছে জেনে আমারও ভাল লাগছে।
ভাল থাকুন। সবসময়।
©somewhere in net ltd.
১|
২৬ শে মার্চ, ২০১৫ রাত ১০:২৪
শতদ্রু একটি নদী... বলেছেন: নাইস ওয়ান। এইটাও বেশ ভালো। সহজ সরল উপস্থাপন